সিরাজউদ্দৌলা MCQ - সিরাজউদ্দৌলা নাটক MCQ - সিরাজউদ্দৌলা নাটকের MCQ - সিরাজউদ্দৌলা নাটকের জ্ঞানমূলক প্রশ্ন - পার্ট ২
বহুনির্বাচনি প্রশ্ন
v নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও:
‘স্বার্থপর ক্লডিয়াস রানির সাথে হাত মিলিয়ে রাজা হ্যামলেটকে হত্যা করে।’
১। উদ্দীপকের রাজা হ্যামলেট ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
খ) মোহনলাল
গ) আলিবর্দি খাঁ
ঘ) মিরমর্দান
২। মিরজাফরের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i) ক্ষমতালোভী, পরশ্রীকাতর
ii) কূটকৌশলী, ব্যক্তিত্বশালী
iii) সুযোগসন্ধানী, ষড়যন্ত্রকারী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
‘ক্ষুদ্রমতি নর, শূর, লক্ষ্মণ; নহিলে
অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে?’
৩। উদ্দীপকের ‘ক্ষুদ্রমতি নরের’ সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্র তুলনীয়?
ক) মির জাফর
খ) ক্লাইভ
গ) মিরন
৪। উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রতিফলিত দিক-
i) সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা
ii) অস্ত্রহীন সিরাজের উপর হামলা
iii) সশস্ত্র সিরাজের সঙ্গে যুদ্ধের আহ্বান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:
‘অন্যায় কাছে নত নয় শির
ভয়ে কাঁদে কাপুরুষ, লড়ে যায় বীর।’
৫। উদ্দীপকের বীরের সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের মিল রয়েছে?
খ) জগৎশেঠ
গ) মিরজাফর
ঘ) উমিচাঁদ
৬। উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ফুটে ওঠা দিকটি হলো-
i) দেশপ্রেম
ii) বীরত্ব
iii) উচ্চাকাঙ্ক্ষা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?
ক) যশোরে
খ) খুলনায়
গ) বরিশালে
৮। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কী?
খ) শিখা
গ) বঙ্গদর্শন
ঘ) ভারতী
৯। সিকান্দার আবু জাফর কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৭১
খ) ১৯৭৩
ঘ) ১৯৭৭
১০। ‘নাটক’ শব্দের আভিধানিক অর্থ কী?
ক) অভিনয় করা
গ) নৃত্যগীত করা
ঘ) সংলাপ করা
১১। ‘ড্রামা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
খ) ল্যাটিন
গ) ফ্রেন্স
ঘ) স্প্যানিশ
১২। ট্র্যাজেডি নাটক কোন রসে আচ্ছাদিত থাকে?
ক) শান্ত রস
গ) মধুর রস
ঘ) শৃঙ্গার রস
১৩। নাটকের প্রকৃত ও যথার্থ পরিবেশনা স্থল কোনটি?
খ) টেলিভিশন
গ) উন্মুক্ত মাঠ
ঘ) নদী তীর
১৪। নিচের কোনটিকে অতিনাটক বলা হয়?
ক) ট্র্যাজেডি
খ) কমেডি
ঘ) ট্র্যাজিকমেডি
১৫। প্রথম সার্থক বাংলা নাটক কোনটি?
ক) অভিজ্ঞান শকুন্তলম
গ) কুলীনকুলসর্বস্ব
ঘ) রত্নাবলী
১৬। ‘সিরাজ গ্রিক ট্র্যাজেডির নায়কের মতো নিয়তি নির্ধারিত অনিবার্য পরিণতির শিকার।’ – এ উক্তির পক্ষে যুক্তি হিসেবে গ্রহণযোগ্য-
i) আপন লক্ষ্য ও আদর্শে অবিচল থেকেছেন
ii) আয়োজন সত্ত্বেও পরাজয় ঠেকাতে ব্যর্থ হয়েছেন
iii) ষড়যন্ত্রকারীদের ব্যাপারে ওয়াকবহাল ছিলেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭। ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি কয়টি অঙ্ক ও দৃশ্যে রচিত?
খ) ৪ অঙ্ক, ১৫ দৃশ্য
গ) ৬ অঙ্ক, ১২ দৃশ্য
ঘ) ৬ অঙ্ক ১৫ দৃশ্য
১৮। বৈশিষ্ট্য বিচারে ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি কী ধরনের?
ক) হাস্যরসাত্মক
খ) আবেগধর্মী
ঘ) বিদ্রুপাত্মক
১৯। ভাস্কো দা গামা কে ছিলেন?
ক) চীনা দার্শনিক
খ) গ্রিক মনীষী
ঘ) ফরাসি বিজ্ঞানী
২০। যুদ্ধে ইংরেজদের কয়টি কামান ব্যবহৃত হয়েছিলো?
ক) ৫
খ) ৭
ঘ) ১০
২১। ভারতবর্ষে বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিলো-
i) ডাচরা
ii) ফরাসিরা
iii) ইংরেজরা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২। ‘যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এই আমাদের প্রতিজ্ঞা’ – এই সংলাপটি কার?
ক) ওয়াটসের
খ) হলওয়েলের
ঘ) ক্লাইভের
২৩। ‘কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না।’ – কে বলেছেন?
খ) হ্যারি
গ) জর্জ
ঘ) হলওয়েল
২৪। নবাবের পদাতিক বাহিনী কোন রাস্তা দিয়ে এসেছে?
ক) কলকাতারা রাস্তা
গ) শিয়ালদহের রাস্তা
ঘ) মুর্শিদাবাদের রাস্তা
২৫। সাদা নিশান কীসের প্রতীক?
ক) যুদ্ধের
খ) শান্তির
ঘ) ভয়ের
২৬। ‘যত বড় মুখ নয়, তত বড় কথা।’ – এ উক্তির মাধ্যমে বোঝানো হয়েছে-
i) বাঙালিদের কথা ইংরেজদের পছন্দ হয় না
ii) ইংরেজদের কাছে বাঙালি তুচ্ছ জাতি
iii) ইংরেজদের দৃষ্টিতে বাঙালি কাপুরুরষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৭। ফোর্ট উইলিয়াম দুর্গে নবাবের সৈন্যদের হাতে বন্দি হয়েছিলেন-
i) হলওয়েল
ii) ওয়াটস
iii) ক্লেটন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৮। ঘসেটি বেগমের বাড়ির বাইরে তুমুল কোলাহল শুরু হলে রাজবল্লভ কাদের ডেকে পাঠায়?
ক) সিপাহিদের
খ) ফৌজদের
গ) পাহারাদারদের
২৯। মানিকচাঁদের হুকুম মানার জন্য উমিচাঁদের দাবিকৃত টাকার পরিমাণ কত?
খ) ১৮ হাজার
গ) ১৯ হাজার
ঘ) ২০ হাজার
৩০। কার অনুমতি পেলে ইংরেজরা জঙ্গল কেটে হাট বসাবে?
ক) উমিচাঁদের
গ) রাজবল্লভের
ঘ) কৃষ্ণবল্লভের