প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও
যৌবনের গান
কাজী নজরুল ইসলাম
১। ‘যৌবনের গান’ প্রবন্ধের ‘তিমির-কুন্তলা’
শব্দটির ব্যাসবাক্য কোনটি?
ক)
তিমির যে কুন্তল
খ) তিমির কুন্তল যার
গ)
তিমিরের কুন্তল
ঘ) তিমির রূপ কুন্তল
২। ‘যৌবনের গান’ প্রবন্ধের পদ্মা ভাগীরথীর
মতো খরস্রোতা বলে কার বাণীকে বোঝানো হয়েছে?
ক)
কবির
খ) বক্তার
গ)
লক্ষ্মণ সেনের
ঘ) বখতিয়ার খিলজির
৩। কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ
করেন?
ক)
১৩০৩
খ) ১৩০৪
গ)
১৩০৫
ঘ) ১৩০৬
৪। কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে
যোগ দেন?
ক)
১৯১৫
খ) ১৯১৬
গ) ১৯১৭
ঘ) ১৯১৮
৫। কাজী নজরুল ইসলামকে বলা হয়-
i) বিদ্রোহী কবি
ii) কল্যাণের কবি
iii) সাম্যের কবি
নিচের
কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ)
i, ii ও iii
৬। কাজী নজরুল ইসলাম কাদের দলে ছিলেন?
ক)
কর্মীদের
খ) সেবকদের
গ)
বৃদ্ধদের
ঘ) ধ্যানীদের
৭। ‘ইহারা থাকেন শক্তির পিছনে রুধির ধারার
মতো গোপন’ – এরা কারা?
ক)
কর্মী
খ) ধ্যানী
গ)
তরুণ
ঘ) বৃদ্ধ
৮। গানের পাখিকে তাড়া করে কে?
ক)
টিয়া
খ) বায়স
গ)
চিল
ঘ) ময়না
৯। ‘আমার প্রথম জাগরণ প্রভাতে’ কথাটি
দ্বারা কোনটি বোঝানো হয়েছে?
ক) সচেতনতার সূচনা লগ্নকে
খ)
নিদ্রাভঙ্গের সূচনা লগ্নকে
গ)
লেখালেখির সূচনা লগ্নকে
ঘ)
বিদ্রোহের সূচনা লগ্নকে
১০। প্রাবন্ধিক কোন দিক থেকে তারুণ্য
ও বার্ধক্যের পার্থক্য দেখিয়েছেন?
ক)
বয়সের দিক থেকে
খ)
শারীরিক দিক থেকে
গ) উদ্যম ও প্রাণশক্তির দিক থেকে
ঘ)
নৈতিকতার দিক থেকে
১১। যৌবনের ধর্ম কী?
ক)
রক্ষণশীলতা ধারণ করা
খ)
কুসংস্কারাচ্ছন্নতা লালন করা
গ) ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা
ঘ)
বার্ধক্যকে তাড়া করা
১২। তরুণরা বিকশিত হয়-
ক)
তারুণ্যের জয়ধ্বজা উড়িয়ে
খ)
আন্দোলন করে
গ) এক ধ্যানের মৃণাল ধরে
ঘ)
বহুমুখী স্বপ্ন নিয়ে
১৩। বার্ধক্য বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন-
i) পুরাতনকে
ii) মিথ্যাকে
iii) মৃত্যুকে
নিচের
কোনটি সঠিক?
ক) i ও ii খ)
i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৪। ‘শব বহন করিয়া যখন সে যায় শ্মশানঘাটে,
গোরস্থানে’ – এই পঙক্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে যৌবনের-
i) মাতৃরূপ
ii) সর্বজনীনতা
iii) মানবতা
নিচের
কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ)
i, ii ও iii
v নিচের
উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
সব ধরনের অন্যায় কাজ দুর্নীতির আওতাভুক্ত।
সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করতে হলে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে তরুণদের। বর্তমান
প্রজন্মের দুঃসাহসী তরুণেরাই পারে এ দেশকে দুর্নীতিমুক্ত করতে।
১৫। উদ্দীপকে বর্ণিত অন্যায়ের সঙ্গে যারা
সম্পৃক্ত ‘যৌবনের গান’ প্রবন্ধের আলোকে তাদের কী বলা যায়?
ক) বার্ধক্যের কঙ্কাল মূর্তি
খ)
বখতিয়ার খিলজি
গ)
লক্ষ্মণ সেন
ঘ)
কালাপাহাড়
১৬। উদ্দীপকে বর্নিত তরুণদের ভূমিকা
‘যৌবনের গান’ প্রবন্ধের-
i) যৌবনের দুঃসাহসী রূপ
ii) যৌবনের প্রকৃত রূপ
iii) যৌবনের বিকৃত রূপ
নিচের
কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও
iii
গ) ii ও iii ঘ)
i, ii ও iii
v নিচের
উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
‘ওরে নবীন, ওরে আমার কাঁচা
ওরে সবুজ, ওরে অবুঝ,
আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।’
১৭। উদ্দীপকের কবিতাংশের সঙ্গে ভাবগত
ঐক্য রয়েছে তোমার পঠিত কোন রচনার?
ক)
একুশের গল্প
খ) সাহিত্যে
খেলা
গ) যৌবনের গান
ঘ) অপরিচিতা
১৮। উদ্দীপকে যাদের স্তুতি করা হয়েছে
তোমার পঠিত রচনায় তারা হলো-
i) যুবক
ii) নবীন
iii) প্রবীণ
নিচের
কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও
iii
গ) ii ও iii ঘ)
i, ii ও iii
v নিচের
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
তেনজিং শেরপা। তাঁর শরীরে পাহাড়ের সঙ্গে
যুদ্ধ করার দুঃসাহসী তেজ, বুনো রক্ত। তেনজিং তাই তর তর করে উঠে গেলেন দুর্গম এভারেস্ট
চূড়ায়।
১৯। তেনজিং এর এভারেস্ট জয়ের মধ্যে কাজী
নজরুল ইসলাম কোনটি দেখেছেন?
ক)
বার্ধক্য
খ) তারুণ্য
গ)
সংগ্রাম
ঘ) দৃঢ়তা
২০। উদ্দীপকের এভারেস্ট এর সাথে সম্পর্কযুক্ত
হলো-
ক) কাঞ্চনজঙ্ঘা
খ) নীল মঞ্জুষা
গ)
অতল সমুদ্র
ঘ) মার্তণ্ডপ্রায়
২১। ‘চঞ্চু’ শব্দের অর্থ কী?
ক)
চোখ
খ) মুখ
গ)
নাক
ঘ) ঠোঁট
২২। কতজন সৈন্য নিয়ে বখতিয়ার খিলজি বাংলা
আক্রমণ করেন?
ক)
১৬
খ) ১৭
গ)
১৮
ঘ) ১৯
২৩। বাংলায় প্রথম মুসলমান রাজত্ব বিস্তার
করেন কে?
ক) বখতিয়ার খিলজি
খ) মুর্শিদকুলি
খাঁ
গ)
নবাব সিরাজউদ্দৌলা
ঘ) বাদশা জাহাঙ্গীর
২৪। বাংলার সেন বংশের শেষ রাজা কে ছিলেন?
ক)
হেমন্ত সেন
খ) বিজয় সেন
গ)
বল্লাল সেন
ঘ) লক্ষ্মণ সেন
২৫। ‘কালাপাহাড়’ কে?
ক) বিখ্যাত মুসলিম যোদ্ধা
খ)
বিখ্যাত দার্শনিক
গ)
বিখ্যাত সেনাপতি
ঘ)
বিখ্যাত রাজা
২৬। মুসোলিনি কত সালে আবিসিনিয়া আক্রমণ
করেন?
ক)
১৯৩৩
খ) ১৯৩৪
গ) ১৯৩৫
ঘ) ১৯৩৬
২৭। ‘ফ্যাসিবাদী’ দলের নেতা কে ছিলেন?
ক)
লেনিন
খ) চে গুয়েভারা
গ) মুসোলিনি
ঘ) ফিদেল ক্যাস্ত্রো
২৮। ‘রুশ বিপ্লব’ ঘটে কত সালে?
ক) ১৯১৭
খ) ১৯১৮
গ)
১৯১৯
ঘ) ১৯২০
২৯। ‘যৌবনের গান’ অভিভাষণটির রচয়িতা কে?
ক)
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) কাজী নজরুল ইসলাম
গ)
প্রমথ চৌধুরী
ঘ)
রবীন্দ্রনাথ ঠাকুর
৩০। ‘যৌবনের গান’ প্রবন্ধের বিষয়বস্তু
হলো-
ক)
যৌবনের দুরন্তপনা
খ)
অনাচারের বিরুদ্ধে যুদ্ধ
গ) যৌবনের প্রশস্তি
ঘ)
বার্ধক্যের স্বরূপ
১খ
|
২খ
|
৩ঘ
|
৪গ
|
৫খ
|
৬ঘ
|
৭খ
|
৮খ
|
৯ক
|
১০গ
|
১১গ
|
১২গ
|
১৩ঘ
|
১৪খ
|
১৫ক
|
১৬ক
|
১৭গ
|
১৮ক
|
১৯খ
|
২০ক
|
২১ঘ
|
২২খ
|
২৩ক
|
২৪ঘ
|
২৫ক
|
২৬গ
|
২৭গ
|
২৮ক
|
২৯খ
|
৩০গ
|