সিরাজউদ্দৌলা MCQ - সিরাজউদ্দৌলা নাটক MCQ - সিরাজউদ্দৌলা নাটকের MCQ - সিরাজউদ্দৌলা নাটকের জ্ঞানমূলক প্রশ্ন - পার্ট ১

বহুনির্বাচনি প্রশ্ন

১। সিকানদার আবু জাফর কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?

          ক) নবযুগ                 

খ) সমকাল

          গ) সবুজপত্র               

ঘ) লাঙল

২। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে অংক সংখ্যা কত?

          ক) তিন                   

খ) চার

          গ) পাঁচ                    

ঘ) সাত

৩। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি?

          ক) ফোর্ট উইলিয়াম জাহাজ

          খ) নবাবের দরবার

          গ) ঘসেটি বেগমের বাড়ি

          ঘ) ফোর্ট উইলিয়াম দুর্গ

৪। ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম সংলাপ কার?

          ক) উমিচাঁদের            

খ) জর্জের

          গ) ক্লেটনের               

ঘ) ওয়ালি খানের

৫। ‘আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই’ – উক্তিটি কে কাকে করেছে?

          ক) মানিকচাঁদ ক্লেটনকে

          খ) উমিচাঁদ ক্লেটনকে

          গ) মানিকচাঁদ হলওয়েলকে

          ঘ) উমিচাঁদ হলওয়েলকে

৬। ‘ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড়ো লজ্জার কথা।’ – উক্তিটি কার?

          ক) হলওয়েল             

খ) উমিচাঁদ

          গ) ক্লেটন                 

ঘ) ওয়ালি খান

৭। নবাব সিরাজউদ্দৌলা কাকে আলিনগরের দেওয়ান নিযুক্ত করেন?

          ক) উমিচাঁদকে            

খ) মানিকচাঁদকে

          গ) মিরজাফরকে         

ঘ) রায়দুর্লভকে

৮। কিলপ্যাট্রিক মাদ্রাজ থেকে কতজন সৈন্য নিয়ে হাজির হন?

          ক) একশো               

খ) দুইশো

          গ) আড়াইশো            

ঘ) তিনশো

৯। উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে?

          ক) মাদ্রাজ                

খ) লাহোর

          গ) কলকাতা              

ঘ) পাঞ্জাব

১০। ‘সিরাজের পতন কে না চায়?’ – সংলাপটি কার?

          ক) রায়দুর্লভ              

খ) মিরজাফর

          গ) উমিচাঁদ               

ঘ) ঘসেটি বেগম

১১। উমিচাঁদের কাছে ভগবানের দাদামশায়ের চেয়েও বড়ো কী?

          ক) ক্ষমতা                

খ) নবাবি

          গ) বাণিজ্য                

ঘ) দওলত

১২। গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করেছিলো কে?

          ক) রাজবল্লভ              

খ) রায়দুর্লভ

          গ) জগৎশেঠ              

ঘ) উমিচাঁদ

১৩। ‘আমরা এক বাক্যে আপনাকেই নেতৃত্ব দিলাম।’ – ‘সিরাজউদ্দৌলা’ নাটকে উক্তিটি কার?

          ক) রাজবল্লভ              

খ) উমিচাঁদ

          গ) জগৎশেঠ              

ঘ) কৃষ্ণবল্লভ

১৪। ‘আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে’ – উক্তিটি কার?

          ক) মোহনলালের         

খ) মিরমর্দানের

          গ) ক্লাইভের              

ঘ) সিরাজউদ্দৌলার

১৫। সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগমের আক্রোশের কারণ-

          ক) অর্থদণ্ড

          খ) রাজনৈতিক প্রাধান্য লাভ

          গ) নবাবের দুর্বলতা

          ঘ) মানিকচাঁদকে শাস্তি প্রদান

১৬। সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে?

          ক) উমিচাঁদ               

খ) নারান সিং

          গ) মোহন লাল           

ঘ) মিরমর্দান

১৭। ‘রাইসুল জুহালা’ কে?

          ক) মিরমর্দান             

খ) মোহনলাল

          গ) নারান সিং            

ঘ) মিরন

১৮। ‘তোমার অপরাধের জন্য নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি।’ – কোন নবাবের?

          ক) মিরজাফর            

খ) সিরাজউদ্দৌলা

          গ) ক্লাইভ                 

ঘ) মিরন

১৯। নবাব সিরাজউদ্দৌলাকে কয়েদখানায় হত্যা করেছিলো কে?

          ক) মিরন                 

খ) ক্লাইভ

          গ) মোহাম্মদি বেগ        

ঘ) মিরজাফর

২০। সিরাজউদ্দৌলাকে কোথায় হত্যা করা হয়?

          ক) ভগবানগোলায়

          খ) জাফরগঞ্জের কয়েদখানায়

          গ) মুর্শিদাবাদে

          ঘ) পাটনার কয়েদখানায়

২১। মিরজাফরের প্রকৃত নাম কী?

          ক) মিরজাফর খান       

খ) জাফর আলি খান

          গ) মিরজাফর আলি খাঁ   

ঘ) মির্জা জাফর খান

২২। ‘সিরাজউদ্দৌলা’ নাটকের শওকতজঙ্গের প্রকৃতি-

i) অকর্মণ্য

ii) ক্ষমতানির্লিপ্ত

iii) মাদকাসক্ত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৩। ঘসেটি বেগমের বাড়িতে হঠাৎ নবাব উপস্থিত হলে সবাই-

i) অভিবাদন জানালো

ii) হকচকিয়ে গেল

iii) সতর্ক হলো

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৪। ‘আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।’ – ক্লাইভের এই উক্তিতে প্রকাশ পেয়েছে-

i) মিরজাফরের প্রতি অনাস্থা

ii) নবাবের শাসনের প্রতি বশ্যতা

iii) নবাবের দেশপ্রেম চেতনায় শ্রদ্ধা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:

পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিকদের ন্যায্য সুবিধা দেওয়ার দাবিতে অনড় থাকায় সুবিধাভোগীদের সহায়তায় অতি আদরের ভাতিজা নাজিমের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হয় চাচা কামরুল।

২৫। উদ্দীপকের চাচা কামরুল ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের অনুরূপ?

          ক) ঘসেটি বেগম         

খ) মিরজাফর

          গ) মোহাম্মদি বেগ        

ঘ) শওকতজঙ্গ

২৬। উদ্দীপকটি ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন বিষয়টিকে ধারণ করেছে?

          ক) সাম্যবাদ              

খ) দেশপ্রেম

          গ) স্বার্থান্ধতা              

ঘ) কৃতজ্ঞতা

v নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:

স্বাধীনতার যুদ্ধে গ্রামের এক বাড়িতে আশ্রয় নিয়েছিলো আহত কয়েকজন মুক্তিযোদ্ধা। টাকার লোভে বাড়ির মালিক তাদের পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেয়। সেই থেকে সে বজলু রাজাকার নামে সকলের ঘৃণার পাত্র হয়ে আছে।

২৭। বজলু রাজাকার ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয়?

          ক) রায়দুর্লভ              

খ) ক্লাইভ

          গ) শওকতজঙ্গ          

ঘ) রাইসুল জুহালা

২৮। বজলু এবং নাটকের চরিত্রে যে জিনিসটির চরম অভাব তা হলো-

          ক) নৈতিকতা             

খ) দেশপ্রেম

          গ) আত্মসংযম            

ঘ) ধর্মবিশ্বাস

v নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:

স্বার্থের কারণে তমাল সাহেবের জীবনের চরম বিপর্যয়ের সময় স্ত্রী-পুত্র-কন্যা দূরে সরে গেল, অথচ বিশ্বস্ত ভৃত্য আনোয়ার জীবন দিয়ে হলেও তমাল সাহেবের নিরাপত্তা নিশ্চিত করার শপথ নেয়।

২৯। উদ্দীপকের আনোয়া ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের অনুরূপ?

          ক) সাঁফ্রে                  

খ) লুৎফা

          গ) নারান সিং            

ঘ) মোহনলাল

৩০। উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের যে ভাব প্রকাশিত, তা হলো-

i) স্বার্থান্ধতা

ii) ব্যক্তিজীবনের বিপর্যয়

iii) আত্মীয়তার বন্ধনের শৈথিল্য

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

 

সিরাজউদ্দৌলা নাটকের MCQ PDF পার্ট ১ Download করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url