সিরাজউদ্দৌলা MCQ - সিরাজউদ্দৌলা নাটক MCQ - সিরাজউদ্দৌলা নাটকের MCQ - সিরাজউদ্দৌলা নাটকের জ্ঞানমূলক প্রশ্ন - পার্ট ৩

বহুনির্বাচনি প্রশ্ন

১। বন্দি উমিচাঁদ কার কাছে চিঠি পাঠাতে চায়?

          ক) রায়দুর্লভের কাছে    

খ) মানিকচাঁদের কাছে

          গ) রাজবল্লভের কাছে    

ঘ) জগৎশেঠের কাছে

২। ‘কেউ এক চুল নড়লে প্রাণ যাবে।’ – সংলাপটি কার?

          ক) রায়দুর্লভের           

খ) মানিকচাঁদের

          গ) রাজবল্লভের           

ঘ) জগৎশেঠের

৩। ‘কোম্পানির ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছে।’ – কার উক্তি?

          ক) মিরমর্দান             

খ) মানিকচাঁদ

          গ) উমিচাঁদ               

ঘ) সিরাজ

৪। কিলপ্যাট্রিক কোথা থেকে ফিরে এসেছেন?

          ক) নদীয়া                 

খ) মাদ্রাজ

          গ) ফরাসি                 

ঘ) ইংল্যান্ড

৫। ভগীরথী নদী কোথায় অবস্থিত?

          ক) দিল্লিতে               

খ) মুর্শিদাবাদে

          গ) কলকাতায়            

ঘ) দাক্ষিণাত্যে

৬। ঘসেটি বেগমের জীবনযাপন কেমন ছিলো?

          ক) জাঁকজমকপূর্ণ         

খ) উচ্ছৃঙ্খল

          গ) সাদামাটা              

ঘ) নিম্নশ্রেণির

৭। কলকাতার নাম আলিনগর ঘোষণা করেন কে?

          ক) রায়দুর্লভ              

খ) মিরমর্দান

          গ) মানিকচাঁদ            

ঘ) সিরাজউদ্দৌলা

৮। ‘তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ।’ – কার উক্তি?

          ক) জগৎশেঠ             

খ) ঘসেটি বেগম

          গ) উমিচাঁদ               

ঘ) রাজবল্লভ

৯। টাকার জন্য মোস্তফা নিজ গ্রামের বিপক্ষে মারামারি করে। এখানে মোস্তফার সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের মিল আছে?

          ক) সিরাজউদ্দৌলা       

খ) মোহনলাল

          গ) ওয়ালি খান           

ঘ) মিরমর্দান

১০। দমদমের সরু রাস্তা দিয়ে চলে এসেছে কারা?

          ক) ব্রিটিশ সৈনিক

          খ) নবাবের পদাতিক বাহিনী

          গ) ফরাসি সেনারা

          ঘ) উমিচাঁদের গুপ্তচরেরা

১১। নবাবের পতন হওয়ার কারণ হলো-

i) মিরজাফরের বিশ্বাসঘাতকতা

ii) ইংরেজদের স্বার্থপরতা

iii) নবাবের অদূরদর্শিতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:

নিজগৃহপথ তাত দেখাও তস্করে

চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে।

১২। উদ্দীপকের তস্করের মাধ্যমে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কাকে বোঝানো হয়েছে?

          ক) এদেশীয় দালালদের 

খ) সিরাজউদ্দৌলাকে

          গ) ইংরেজদের           

ঘ) মিরাজাফরকে

১৩। উদ্দীপকের চণ্ডালের সাথে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের যে চরিত্রের মিল রয়েছে-

          ক) মোহাম্মদী বেগ       

খ) সাঁফ্রে

          গ) ক্লাইভ                 

ঘ) মিরজাফর

v নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:

‘আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি

তুমি তোমার আকাশ থেকে সরাও তোমার ছায়া।

তুমি বাংলা ছাড়ো।’

১৪। উদ্দীপকে ‘তোমার’ শব্দটির সাথে ‘সিরাজউদ্দৌলা’ নাটকে সাদৃশ্য রয়েছে-

          ক) ফরাসি                

খ) ইংরেজ

          গ) ডাচ                    

ঘ) বাঙালি

১৫। উল্লিখিত উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন ভাবটি প্রতিফলিত হয়েছে?

          ক) বিপ্লবী                 

খ) সততা

          গ) নিষ্ঠা                   

ঘ) একাগ্রতা

v নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:

নিজের স্বার্থ উদ্ধারের জন্য শফিক চৌধুরী স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের সহযোগিতা করে। এতে মানুষ তাকে চরম ঘৃণা করে।’

১৬। উদ্দীপকের শফিক চৌধুরী ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কোন চরিত্রের প্রতিনিধি?

          ক) উমিচাঁদ               

খ) মোহনলাল

          গ) মিরমর্দান             

ঘ) রাইসুল জুহালা

১৭। উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন বিষয়টি ফুটে উঠেছে?

          ক) অমানবিকতা         

খ) বিশ্বাসঘাতকতা

          গ) দেশদ্রোহিতা          

ঘ) স্বার্থপরতা

১৮। কে উমিচাঁদকে ঠকাবার ব্যবস্থা করেছে?

          ক) হলওয়েল             

খ) ক্লেটন

          গ) ড্রেক                   

ঘ) ক্লাইভ

১৯। ‘বুকের ভিতর হঠাৎ যেন কেঁপে উঠলো।’ – কার উক্তি?

          ক) মিরজাফর            

খ) সিরাজউদ্দৌলা

          গ) উমিচাঁদ               

ঘ) ঘসেটি বেগম

২০। জানানা সওয়ারি ছদ্মবেশে ছিলো কে?

          ক) উমিচাঁদ               

খ) ক্লেটন

          গ) ক্লাইভ                 

ঘ) রাইসুল জুহালা

২১। বেনিয়ার জাত বলতে ‘সিরাজউদ্দৌলা’ নাটকে যাদের বোঝানো হয়েছে-

i) যারা ব্যবসা করে

ii) ইংরেজ জাতি

iii) ফরাসি জাতি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২২। ক্লাইভের মতে নবাবের কোনো ক্ষমতা নেই, তার প্রমাণ হলো-

i) তাঁর প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক

ii) তাঁর খাজাঞ্চি দেওয়ান আমির ওমরাহ প্রতারক

iii) তাঁর খালার লোভ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৩। ওয়াটস ও ক্লাইভ কাকে ঘুস খাইয়ে চন্দননগর ধ্বংস করেছে?

          ক) রাজবল্লভকে           

খ) নন্দকুমারকে

          গ) রায়দুর্লভকে           

ঘ) মিরজাফরকে

২৪। মিরজাফর উমিচাঁদকে কালকেউটে বলেছে কেন?

          ক) ধূর্ত প্রকৃতির বলে     

খ) নাছোড়বান্দা বলে

          গ) লোভী প্রকৃতির বলে  

ঘ) চতুর বলে

২৫। গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করে কে?

          ক) রাজবল্লভ              

খ) রায়দুর্লভ

          গ) মোহনলাল            

ঘ) ওয়াটস

২৬। সিরাজের পতনের পর কে প্রধান সেনাপতি হতে চেয়েছে?

          ক) রায়দুর্লভ              

খ) মিরজাফর

          গ) জগৎশেঠ              

ঘ) রাজবল্লভ

২৭। ‘এবার আমি আঘাত হানবোই।’ – উক্তিটি কার?

          ক) মিরনের               

খ) মোহনলালের

          গ) মিরজাফরের          

ঘ) সিরাজউদ্দৌলার

২৮। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি?

          ক) মিরনের বাড়ি         

খ) নবাবের দরবার

          গ) ঘসেটি বেগমের বাড়ি 

ঘ) ফোর্ট উইলিয়াম দুর্গ

২৯। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য সংঘটনের স্থান কোনটি?

          ক) নবাবের দরবার       

খ) ঘসেটি বেগমের বাড়ি

          গ) মিরজাফরের আবাস  

ঘ) ফোর্ট উইলিয়াম দুর্গ

৩০। মিরজাফর উমিচাঁদকে দেওয়ার জন্য রাইসুল জুহালাকে কী দিলেন?

          ক) পাঞ্জা                  

খ) সাকেতিক মোহর

          গ) তলোয়ার              

ঘ) ফরমান

 

সিরাজউদ্দৌলা নাটকের MCQ PDF পার্ট-৩ Download করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url