বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন MCQ - বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন বহুনির্বাচনি - মডেল টেস্ট ২৫
বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব কার?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
২। ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে?
ক) ১৮৭০
খ) ১৮৭২
গ) ১৯৭০
ঘ) ১৯৭২
৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?
ক) কপালকুণ্ডলা
খ) মৃণালিনী
গ) কৃষ্ণকান্তের উইল
ঘ) দুর্গেশনন্দিনী
৪। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনার শুরুতে লেখক কীসের জন্য লিখতে নিষেধ করেছেন?
ক) অর্থ
খ) যশ
গ) ধর্ম
ঘ) সৌন্দর্য
৫। বঙ্কিমচন্দ্রের মতে সাহিত্য রচনার উদ্দেশ্য কোনটি?
ক) মানবকল্যাণ
খ) লোকরঞ্জন
গ) যশলাভ
ঘ) অর্থলাভ
৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাব্য, নাটক ও উপন্যাস কত বছর ফেলে রেখে সংশোধন করতে বলেছেন?
ক) এক দুই
খ) দুই তিন
গ) দুই এক
ঘ) দুই চার
৭। রচনায় জোরপূর্বক কোনটি প্রকাশের চেষ্টা থেকে বঙ্কিমচন্দ্র বিরত থাকতে বলেছেন?
ক) ভাব
খ) বিদ্যা
গ) প্রাঞ্জলতা
ঘ) সত্য
৮। রচনায় লেখকের বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের জন্য কী হয়ে ওঠে?
ক) অবমাননাকর
খ) বিরক্তিকর
গ) হানিকর
ঘ) ভয়ংকর
৯। কোনো বিষয়ে লেখার সময় যথেষ্ট প্রমাণ না থাকলে সে বিষয়ে বঙ্কিমচন্দ্রের পরামর্শ কী?
ক) লিখিও না
খ) থামিও না
গ) প্রমাণ আবশ্যক নহে
ঘ) পরে সংগ্রহ করিও
১০। সাহিত্যের উদ্দেশ্য হলো-
i) সত্য ও সুন্দরের চর্চা
ii) পাঠকের মনোরঞ্জন
iii) মানবজাতির কল্যাণসাধন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১। ‘অন্য উদ্দেশ্যে লেখনী-ধারণ মহাপাপ’ – অন্য উদ্দেশ্য বলতে বোঝানো হয়েছে-
i) ধর্মপ্রচার
ii) ব্যক্তিগত স্বার্থোদ্ধার
iii) মানুষের অনিষ্ট সাধন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। ভালো লেখক হতে গেলে পরিত্যাগ করতে হবে-
i) অনুকরণপ্রিয়তা
ii) যশ লাভের চেষ্টা
iii) বস্তুনিষ্ঠতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
মাত্র একুশ বছর বয়সে মৃত্যুবরণ করলেও সুকান্ত ভট্টাচার্যের লেখনী বিশেষ আলোড়ন তুলতে সক্ষম হয়েছিলো। তাঁর কবিতায় ধনিকশ্রেণির অন্যায়, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ লক্ষ করা যায়।
১৩। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ অনুসারে সুকান্ত ভট্টাচার্যের লেখাকে কী বলা হয়?
ক) সাময়িক সাহিত্য
খ) মানব-মঙ্গলসূচক
গ) লোকরঞ্জনের হাতিয়ার
ঘ) সৌন্দর্য সৃষ্টির উপযোগী
১৪। সুকান্ত ভট্টাচার্যকে সার্থক লেখক বলা যায়। কেননা, তাঁর লেখা-
i) সত্য ও ধর্মের সহায়ক
ii) সাহিত্যের উদ্দেশ্য সাধন করে
iii) মানুষের কথা বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
প্রিয় এক সাহিত্যিকের রচনায় নানা বিদেশি শব্দের ব্যবহার দেখে কামাল নিজের লেখায় বিভিন্ন ভাষার শব্দ ও উদ্ধৃতি ব্যবহার শুরু করলো।
১৫। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ অনুসারে কামালের রচনা পাঠকের পক্ষে কেমন হবে?
ক) সরল
খ) বিরক্তিকর
গ) অপরিহার্য
ঘ) হানিকর
১৬। কামালের রচনা যেসব দোষে দুষ্ট হতে পারে-
i) অনুকরণপ্রিয়তা
ii) বিদ্যা প্রকাশের চেষ্টা
iii) অলংকারের অপপ্রয়োগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
পরের মুখে শেখা বুলি পাখির মতো কেন বলিস?
পরের ভঙ্গি নকল করে নটের মতো কেন চলিস?
১৭। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনা অনুসারে উদ্দীপকে নব্য লেখকদের কোন ত্রুটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
ক) অলংকারের অপপ্রয়োগ
খ) আমার বক্তব্য উপস্থাপন
গ) স্বার্থসিদ্ধির প্রচেষ্টা
ঘ) পরানুকরণের অভ্যাস
১৮। উক্ত দিকটি অবশ্যই পরিত্যাজ্য, কেননা এতে-
i) গুণের তুলনায় দোষগুলোই বেশি আয়ত্ত হয়
ii) লেখকের বিদ্যা প্রকাশের সুযোগ সীমিত হয়
iii) নিজের লেখকসত্তার বিকাশ বাধাপ্রাপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষবিধানকে কী বলা হয়?
ক) লোকভঞ্জন
খ) লোকমর্দন
গ) লোকরঞ্জন
ঘ) লোকতর্পণ
২০। ধর্মবিরুদ্ধ বলতে কী বোঝায়?
ক) স্বার্থের বিরোধী
খ) নীতি-নৈতিকতার বিরোধী
গ) সরলতার বিরোধী
ঘ) অনুকরণের বিরোধী
২১। অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অপর লেখায় ব্যবহারের নাম কী?
ক) ডিটেকশন
খ) কোটেশন
গ) কালেকশন
ঘ) ডিস্টিংকশন
২২। রচনার ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে কী বলা হয়?
ক) বস্তুনিষ্ঠ
খ) অলংকার
গ) প্রাঞ্জলতা
ঘ) লোকরঞ্জন
২৩। ‘কদাপি’ শব্দের অর্থ কী?
ক) আজ পর্যন্ত
খ) যখন
গ) কোনোকালে
ঘ) তখন
২৪। বঙ্কিমচন্দ্রের কালে ‘বাংলা’কে কীভাবে লেখা হতো?
ক) বাংলা
খ) বাঙালা
গ) বাঙ্গলা
ঘ) বাঙ্গালা
২৫। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন শতকের অন্যতম শ্রেষ্ঠ লেখক?
ক) সতেরো
খ) আঠারো
গ) উনিশ
ঘ) বিশ
২৬। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক) সবুজপত্র
খ) বঙ্গদর্শন
গ) প্রচার
ঘ) সন্দেশ
২৭। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনার লক্ষণীয় বিষয় কোনটি?
ক) বিদেশি সাহিত্যের অনুকরণ
খ) দুর্বোধ্য শব্দের ব্যবহার
গ) চিন্তার মৌলিকত্ব
ঘ) লোকরঞ্জন প্রবৃত্তি
২৮। বঙ্কিমচন্দ্রের মতে, কোন ধরনের লেখা পরিহার করা বাঞ্ছনীয়?
ক) সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়ে লেখা
খ) মানবকল্যাণের লক্ষ্যে লেখা
গ) নীতি-নৈতিকতা বিরোধী লেখা
ঘ) বিদেশি সাহিত্যের অনুবাদমূলক লেখা
২৯। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধটি কোন রীতিতে রচিত?
ক) কাব্য রীতি
খ) সাধু রীতি
গ) চলিত রীতি
ঘ) সাধু ও চলিত উভয় রীতি
৩০। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনাটি লেখক কাদের উদ্দেশ্যে লিখেছেন?
ক) নবীন লেখক
খ) প্রাচীন লেখক
গ) অভিজ্ঞ লেখক
ঘ) আনাড়ি লেখক
[ বাঙ্গালার সাহিত্যিক ইতিহাস - বাংলা নবীন লেখক ও সমাজ পরিবর্তন - সাহিত্য ও সমাজ সচেতনতা - বঙ্কিমচন্দ্র ও বাংলা প্রগতিশীলতা
বাঙ্গালার নব্য লেখক, বঙ্কিমচন্দ্র প্রবন্ধ বিশ্লেষণ, বাংলা সাহিত্য ইতিহাস, সমাজ ও সাহিত্য, Bengali Renaissance essay, Bankim Chandra analysis
Bangla literary awakening - Contribution of new Bengali writers - Bengali Renaissance essay analysis - Role of literature in social reform - Bankim Chandra and Bengali society ]