সাহিত্যে খেলা প্রবন্ধের বহুনির্বাচনি - সাহিত্যে খেলা MCQ - Shahitte Khela MCQ - The Play in Literature MCQ - Model 27

সাহিত্যে খেলা

প্রমথ চৌধুরী


১। প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?

          ক) ১৮৫৮                

খ) ১৮৬৮

          গ) ১৮৪৮                 

ঘ) ১৮৭৮

২। চলিত গদ্যরীতির প্রবর্তক কে ছিলেন?

          ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

          খ) মাইকেল মধুসূদন দত্ত

          গ) প্রমথ চৌধুরী

          ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ

৩। প্রমথ চৌধুরীরর ছদ্মনাম কী?

          ক) যাযাবর               

খ) বীরবল

          গ) টেকচাঁদ ঠাকুর        

ঘ) বনফুল

৪। সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে?

          ক) ১৯১০                 

খ) ১৯১২

          গ) ১৯১৩                 

ঘ) ১৯১৪

৫। ‘সনেট পঞ্চাশৎ’ কার রচনা?

          ক) রবীন্দ্রনাথ ঠাকুর      

খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

          গ) কাজী নজরুল ইসলাম

ঘ) প্রমথ চৌধুরী

৬। কোন শিল্পে অবদানের জন্য রোদ্যাঁ চিরস্মরণীয় হয়ে আছেন?

          ক) ভাস্কর্য                 

খ) মৃৎ

          গ) কাঁসা                   

ঘ) কুটির

৭। পৃথিবীর শিল্পী মাত্রেই শিল্পের খেলা খেলে থাকেন-

          ক) দুঃখ ভুলে থাকার জন্য

          খ) আনন্দ লাভের জন্য

          গ) সুনাম অর্জনের জন্য

          ঘ) অর্থ উপার্জনের জন্য

৮। ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে ‘রসাতলে গমন’ বলতে কী বোঝানো হয়েছে?

          ক) রসের অতলে যাওয়া 

খ) নরকে যাওয়া

          গ) ধ্বংসপ্রাপ্ত হওয়া       

ঘ) অধঃপাতে যাওয়া

৯। এ জগতে কয়টি দিক আছে?

          ক) চার                    

খ) ছয়

          গ) আট                   

ঘ) দশ

১০। কাদের পথ অনুসরণ করা আমাদের কর্তব্য?

          ক) মহাজনদের           

খ) শিক্ষকদের

          গ) শিল্পীদের              

ঘ) লেখকদের

১১। সাহিত্যের সঙ্গে কীসের তুলনা চলে?

          ক) লেখাপড়ার            

খ) পাঠদানের

          গ) মনোরঞ্জনের          

ঘ) খেলাধুলার

১২। মানুষের দেহমনের সকল ক্রিয়ার মধ্যে শেষ্ঠ কোনটি?

          ক) ক্রীড়া                  

খ) ঘুমানো

          গ) আত্মচিন্তা              

ঘ) দৌড়াদৌড়ি

১৩। সাহিত্যের উদ্দেশ্য নয় কোনটি?

          ক) সকলকে আনন্দ দেওয়া

          খ) সকলের মনোরঞ্জন করা

          গ) মানুষের মনকে জাগানো

          ঘ) বিশ্বমানবের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপন

১৪। শাস্ত্রমতে কাব্যরস কী?

          ক) মন্দার                 

খ) অমৃত

          গ) গরল                   

ঘ) মদিরা

১৫। কাব্যরসে আমাদের অরুচি জন্মানোতে কারা দায়ী?

          ক) স্কুল এবং স্কুলমাস্টার 

খ) কবি এবং শিক্ষক

          গ) পাঠক এবং কবি      

ঘ) স্কুল এবং শিক্ষার্থী

১৬। আমরা সাহিত্যে হীরাকে কোনটি বলে নিত্য ভুল করি?

          ক) সোনা                 

খ) রূপা

          গ) তামা                  

ঘ) কাচ

১৭। ‘সাহিত্য অনুভূতিসাপেক্ষ, তর্কসাপেক্ষ নয়’ – এ ‘অনুভূতি’ কীরূপ?

          ক) প্রমাণের বিষয়        

খ) প্রমাণযোগ্য নয়

          গ) জ্ঞানের বিষয়         

ঘ) শিক্ষার বিষয়

১৮। ‘কাব্য সংবাদপত্র নয়।’ – উক্তিটির সঙ্গে সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে কোন বিষয়টি সম্পর্কযুক্ত?

          ক) তথ্য নয়, তত্ত্বের

          খ) আনন্দের নয়, শিক্ষার

          গ) তথ্য নয়, আনন্দের

          ঘ) আনন্দের নয়, তত্ত্বের

১৯। মানুষের নয়নমন আকর্ষণ করবার সুযোগ তাদের ভাগ্যে ঘটে-

i) যাদের সাহস আছে

ii) যাদের প্রবৃত্তি আছে

iii) যাদের ক্ষমতা আছে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২০। কবির কাব্য সৃষ্টি ও বিশ্বস্রষ্টার পৃথিবী সৃষ্টির সাথে সাদৃশ্য বিদ্যমান রয়েছে-

i) উদ্দেশ্য ও সৃষ্টি প্রেরণার বিচারে

ii) আত্মতৃপ্তি ও আনন্দলাভের আশায়

iii) কর্মদক্ষতা ও কালিক মানদণ্ডে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২১। সাহিত্যে খেলা করার মানে-

i) সাহিত্য সৃষ্টির মাধ্যমে আনন্দলাভ

ii) সাহিত্যে মানবাত্মা খেলা করে

iii) সাহিত্যে খেলাধুলার মতো আনন্দ আছে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:

স্কুল-কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ নয়, অনেক স্থলে মারাত্মক। কেননা, আমাদের স্কুল-কলেজে ছেলেদের স্বশিক্ষিত হওয়ার সে সুযোগ দেয় না। শুধু তাই নয়, স্বশিক্ষিত হওয়ার শক্তি পর্যন্ত নষ্ট করে।

২২। ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধের আলোকে উদ্দীপকে স্বশিক্ষিত হওয়ার সুযোগ না দেওয়ার জন্য দায়ী কোনটি?

          ক) শিক্ষাব্যবস্থা          

খ) স্কুলমাস্টারেরা

          গ) শিক্ষাপ্রতিষ্ঠান         

ঘ) ছাত্র-ছাত্রীরা

২৩। উদ্দীপকে ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধের যে বিষয়টি প্রকাশ পেয়েছে-

i) সাহিত্যের উদ্দেশ্যকে বধ করা

ii) সাহিত্যের উদ্দেশ্যকে ব্যাহত করা

iii) সাহিত্যের উদ্দেশ্যকে সফল করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:

অধ্যাপক কাজী রশিদ প্রায় বারো বছর ধরে অধ্যাপনার সুবাদে সুনামের সঙ্গে ছাত্রদের রবীন্দ্র ও নজরুল সাহিত্য পড়াচ্ছেন। ক্লাসে দায়িত্ব পালনে তিনি যথেষ্ট নিষ্ঠাবান। কিন্তু সাহিত্য পড়িয়ে তিনি কোনো আনন্দ পান না।

২৪। ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধ অনুযায়ী কাজী রশিদ সম্পর্কে প্রযোজ্য-

i) তিনি কাব্যের রূপ দেখেছেন

ii) তিনি কাব্যের গুণ শুনেছেন

iii) তিনি কাব্যের বিশ্লেষণে দক্ষ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৫। কাজী রশিদের মানসিকতা বিশ্লেষণ করে ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধের আলোকে তাঁকে বলা যায়-

          ক) আত্মসচেতন          

খ) সাহিত্যপ্রেমিক

          গ) বিদ্যানুরাগী            

ঘ) কর্তব্যপরায়ণ

v নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:

মানিকের লেখায় খুঁজে পাওয়া যায় গভীর জীবনবোধ। তিনি লিখেছেন মনের আনন্দে। তিনি মনে করতেন তাঁর লেখা পাঠকের ভালো লাগলেই শ্রম সার্থক।

২৬। উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার উদ্দেশ্যের সাথে সাদৃশ্যপূর্ণ?

          ক) বিলাসী                

খ) সাহিত্যে খেলা

          গ) অর্ধাঙ্গী                

ঘ) অপরিচিতা

২৭। উদ্দীপকের ভাবটি নিচের কোন বাক্যে যথাযথভাবে প্রকাশিত হয়েছে?

          ক) সাহিত্যের উদ্দেশ্য খেলনা তৈরি করা

          খ) সাহিত্য পাঠককে মনোরঞ্জন করে

          গ) সাহিত্যচর্চার উদ্দেশ্য মানুষকে আনন্দ দেওয়া

          ঘ) সাহিত্য শুধু পাঠককে বিনোদন দেয়

২৮। প্রাচীন আর্যসমাজের চতুর্থ বর্ণের তৃতীয় স্তর কোনটি?

          ক) ব্রাহ্মণ                 

খ) শূদ্র

          গ) ক্ষত্রিয়                 

ঘ) বৈশ্য

২৯। ‘মনোরঞ্জন’ শব্দের অর্থ কী?

          ক) মনের সন্তোষ সাধন  

খ) মানসিক প্রশান্তি

          গ) আমোদ-প্রমোদ       

ঘ) মনকে আনন্দদান

৩০। ‘রঙ্গভূমি’ বলতে কী বোঝানো হয়েছে?

          ক) আমোদ প্রমোদের জায়গা

          খ) বক্তৃতা দেওয়ার জায়গা

          গ) রঙ্গমঞ্চ

          ঘ) খেলার ময়দান

 

For English Medium

 

The Play in Literature

Pramatha Chaudhuri

 

  1. In which year was Pramatha Chaudhuri born?
    a) 1858  b) 1868  c) 1848  d) 1878
  2. Who was the pioneer of the modern prose style?
    a) Bankim Chandra Chattopadhyay
    b) Michael Madhusudan Dutt
    c) Pramatha Chaudhuri
    d) Syed Waliullah
  3. What was Pramatha Chaudhuri’s pseudonym?
    a) Jajabar  b) Birbal  c) Tekchand Thakur  d) Bonophool
  4. In which year was the magazine Sabujpatra first published?
    a) 1910  b) 1912  c) 1913  d) 1914
  5. Who is the author of Sonnet Panchashat?
    a) Rabindranath Tagore
    b) Sarat Chandra Chattopadhyay
    c) Kazi Nazrul Islam
    d) Pramatha Chaudhuri
  6. For contribution to which art is Rodin eternally remembered?
    a) Sculpture  b) Pottery  c) Brasswork  d) Handicrafts
  7. Artists around the world play with art—
    a) To forget sorrow
    b) To attain joy
    c) To gain fame
    d) To earn money
  8. In the essay The Play in Literature, what is meant by "descending into rasatala" (abyss)?
    a) Going into the depth of aesthetics
    b) Going to hell
    c) Being destroyed
    d) Moral downfall
  9. How many directions are there in this world?
    a) Four  b) Six  c) Eight  d) Ten
  10. Whose path should we follow?
    a) The great souls (Mahajans)
    b) Teachers
    c) Artists
    d) Writers
  11. What can literature be compared with?
    a) Studies
    b) Teaching
    c) Entertainment
    d) Sports and games
  12. Among all bodily and mental activities of humans, which is the best?
    a) Play  b) Sleeping  c) Self-reflection  d) Running around
  13. Which of the following is not a purpose of literature?
    a) To delight everyone
    b) To entertain all
    c) To awaken the human mind
    d) To establish new bonds with global humanity
  14. According to classical texts, what is kavyarasa (poetic essence)?
    a) Mandar nectar
    b) Amrita (nectar)
    c) Poison
    d) Wine
  15. Who is responsible for our disinterest in poetic essence?
    a) Schools and schoolmasters
    b) Poets and teachers
    c) Readers and poets
    d) Schools and students
  16. In literature, what do we mistakenly call diamond?
    a) Gold  b) Silver  c) Copper  d) Glass
  17. "Literature is subject to feeling, not to argument" – What kind of thing is ‘feeling’ here?
    a) A matter of proof
    b) Not provable
    c) A subject of knowledge
    d) A matter of education
  18. "Poetry is not a newspaper" – What literary aim is related to this statement?
    a) Not about information, but about meaning
    b) Not for pleasure, but for learning
    c) Not about information, but for joy
    d) Not for joy, but for philosophy
  19. The opportunity to attract human attention is destined for those—
    i) Who have courage
    ii) Who have instinct
    iii) Who have capability
    Which of the following is correct?
    a) i & ii  b) i & iii  c) ii & iii  d) i, ii & iii
  20. The similarity between a poet creating poetry and the Creator creating the world lies in—
    i) Purpose and creative inspiration
    ii) Hope for self-satisfaction and joy
    iii) Skill and temporal standard
    Which of the following is correct?
    a) i & ii  b) i & iii  c) ii & iii  d) i, ii & iii
  21. Playing in literature means—
    i) Gaining joy through literary creation
    ii) The human soul plays in literature
    iii) There is joy in literature like in sports
    Which of the following is correct?
    a) i & ii  b) i & iii  c) ii & iii  d) i, ii & iii

Read the passage below and answer questions 22 and 23:

“The education provided in schools and colleges is not just ineffective to a large extent, but in many cases, severely damaging. Because our institutions do not provide students the opportunity to become self-educated. Not only that, they even destroy the potential for self-education.”

  1. According to The Play in Literature, what is responsible for the lack of opportunity for self-education?
    a) The education system
    b) Schoolmasters
    c) Educational institutions
    d) Students
  2. Which idea from The Play in Literature is reflected in the passage?
    i) Suppressing the purpose of literature
    ii) Obstructing the purpose of literature
    iii) Fulfilling the purpose of literature
    Which is correct?
    a) i & ii  b) i & iii  c) ii & iii  d) i, ii & iii

Read the passage below and answer questions 24 and 25:

"Professor Kazi Rashid, through twelve years of committed teaching, has been praised for teaching Tagore and Nazrul’s works to students. He is quite dutiful in class. Yet, he derives no joy from teaching literature."

  1. According to The Play in Literature, which statements are applicable to Kazi Rashid?
    i) He has seen the form of poetry
    ii) He has heard of the qualities of poetry
    iii) He is skilled in analyzing poetry
    Which is correct?
    a) i & ii  b) i & iii  c) ii & iii  d) i, ii & iii
  2. Based on The Play in Literature, how would you describe Kazi Rashid’s mentality?
    a) Self-aware
    b) Literature lover
    c) Scholarly
    d) Dutiful

Read the passage below and answer questions 26 and 27:

“Manik’s writings reflect deep insight into life. He wrote for the joy of writing. He believed that if the readers liked his work, his efforts were worthwhile.”

  1. This passage reflects the purpose of which piece you have read?
    a) Bilashi
    b) The Play in Literature
    c) Ardhangi
    d) Aparichita
  2. Which sentence expresses the idea of the passage most accurately?
    a) The purpose of literature is to create toys
    b) Literature entertains the reader
    c) The goal of literary practice is to give joy to people
    d) Literature merely amuses the reader

  1. What is the third stage of the fourth caste in ancient Aryan society?
    a) Brahmin  b) Shudra  c) Kshatriya  d) Vaishya
  2. What is the meaning of the word manoranjan (entertainment)?
    a) Fulfillment of mental satisfaction
    b) Mental peace
    c) Amusement
    d) Giving pleasure to the mind
  3. What is meant by rangabhumi (stage/playground)?
    a) A place of amusement
    b) A place for speeches
    c) Theater stage
    d) Sports field

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url