অপরিচিতা গল্পের বহুনির্বাচনি - অপরিচিতা MCQ - Aparichita MCQ - Oporicita MCQ - Oporichita story MCQ - Model 26

অপরিচিতা

রবীন্দ্রনাথ ঠাকুর


১। কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?

          ক) মামা                  

খ) বিনুদাদা

          গ) পণ্ডিতমশাই          

ঘ) হরিশ

২। ‘অপরিচিতা’ গল্পে অনুপমের আসল অভিভাবক কে?

          ক) হরিশ                  

খ) মামা

          গ) মা                     

ঘ) বাবা

৩। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কী?

          ক) শ্বশুরের ব্যবহারে

          খ) লজ্জায়

          গ) বিয়ের আয়োজন দেখে

          ঘ) মামার গহনা পরীক্ষার কারণে

৪। ‘তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই’ – উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর-

          ক) ভদ্রতা                 

খ) দায়িত্ব

          গ) প্রত্যাখ্যান             

ঘ) প্রতিরোধ

৫। ‘দক্ষযজ্ঞ’ শব্দের অর্থ কী?

          ক) যজ্ঞানুষ্ঠান            

খ) হট্টগোল

          গ) শিবপূজা               

ঘ) বিপর্যয়

৬। অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার পরে মামা মামলা করার পরিকল্পনা করেছিলেন কীসের জন্য?

i) বিবাহের চুক্তিভঙ্গে

ii) আর্থিক ক্ষতি পোষাতে

iii) মানহানির দাবিতে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:

রামসুন্দর বাবু বনেদি ঘর পেয়ে মেয়ে বিয়ে দিতে উদ্যত হন। এক্ষেত্রে তিনি বরপক্ষ থেকে দাবিকৃত দেনা-পাওনা চুকিয়ে দিয়ে মহাসাড়ম্বরে মেয়ের বিয়ে সম্পন্ন করেন।

৭। উদ্দীপকের রামসুন্দর বাবুর সাথে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে?

          ক) হরিশ                  

খ) শম্ভুনাথ

          গ) বিনু                    

ঘ) মামা

৮। উদ্দীপকে ও ‘অপরিচিতা’ গল্পে ফুটে উঠেছে-

i) কুসংস্কার

ii) যৌতুকপ্রথা

iii) প্রতিবাদী চেতনা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

৯। রবীন্দ্রনাথের প্রথম কাব্য যখন প্রকাশিত হয় তখন তার বয়স কত ছিলো?

          ক) ১২                    

খ) ১৪

          গ) ১৫                     

ঘ) ১৮

১০। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাট্যগ্রন্থ কোনটি?

          ক) ঘরে-বাইরে           

খ) চতুরঙ্গ

          গ) যোগাযোগ            

ঘ) ডাকঘর

১১। অনুপম কার হাতে মানুষ?

          ক) মায়ের                

খ) বাবার

          গ) মামার                 

ঘ) ধাত্রীর

১২। হরিশ ছুটিতে কোথায় এসেছিলো?

          ক) ঢাকায়                

খ) কলকাতায়

          গ) বরিশালে              

ঘ) যশোরে

১৩। ‘এটা আপনারাই রাখিয়া দিন’ – এখানে ‘এটা’ দিয়ে কী বোঝানো হয়েছে?

          ক) বালাজোড়া           

খ) এয়ারিং জোড়া

          গ) নেকলেস              

ঘ) বিনীত আরজ

১৪। অনুপমের হাত জোড়ে, মাথা হেঁটে কার হৃদয় গলেছে?

          ক) শম্ভুনাথ সেনের       

খ) মামার

          গ) মায়ের                 

ঘ) কল্যাণীর

১৫। বয়স অনুসারে অনুপম-

          ক) বালক                 

খ) যুবক

          গ) কিশোর               

ঘ) বৃদ্ধ

১৬। কলকাতায় এসে অনুপমের মন উতলা করে দিলো কে?

          ক) কল্যাণী               

খ) হরিশ

          গ) মামা                  

ঘ) বিনুদাদা

১৭। ‘অপরিচিতা’ গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে?

          ক) আন্দামান দ্বীপ        

খ) হাইকু দ্বীপ

          গ) ক্যারিবীয় দ্বীপ        

ঘ) বালি দ্বীপ

১৮। ‘অপরিচিতা’ গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিলো?

          ক) একজোড়া এয়ারিং   

খ) চুড়ি

          গ) গলার হার             

ঘ) আংটি

১৯। বিয়ে ভাঙার পর কল্যাণী কী কাজে জড়িত হয়েছিলো?

          ক) ব্যবসার কাজে

          খ) পারিবারিক কাজে

          গ) মেয়েদের শিক্ষার কাজে

          ঘ) ধর্মপ্রচারের কাজে

২০। ‘মন্দ নয় হে! খাঁটি সোনা বটে।’ – কার উক্তি?

          ক) বিনুদাদার             

খ) অনুপমের

          গ) হরিশের               

ঘ) মামার

২১। ‘ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।’ শম্ভুনাথ বাবুর এই উক্তিতে প্রকাশ পেয়েছে-

i) আত্মীয়তা না করার দৃঢ়তা

ii) বরযাত্রীদের বিদায় হওয়ার নির্দেশ

iii) নিজের সম্মান ও আভিজাত্যবোধ রক্ষা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২২। অনুপমের আত্মীয়রা অপমানিত হলো-

i) পাত্রকে ফিরিয়ে দেওয়ায়

ii) কৌশলে খাইয়ে দেওয়ায়

iii) শম্ভুনাথের বাক্যবাণে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:

রানু ও আশিকের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিলো। কেউ কাউকে আগে দেখেনি। ফলে একই ট্রেনে যাওয়া সত্ত্বেও কেউ কাউকে চিনতে পারলো না।

২৩। উদ্দীপকের চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে-

          ক) মাতিলদা ও লোইসেল

          খ) জগু ও আহ্লাদি

          গ) মিন্টু ও আসমা

          ঘ) কল্যাণী ও অনুপম

২৪। উদ্দীপক ও সাদৃশ্যপূর্ণ চরিত্রের বিয়ে না হওয়ার জন্য দায়ী-

i) তৎকালীন সমাজ

ii) যৌতুক প্রথা

iii) হীনম্মন্যতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:

ট্রেনের টিটি লিটনের থেকে বেশি টাকা দাবি করে। লিটন এ নিয়ে টিটির সঙ্গে বাদানুবাদ করে। টিটি নকল টিকিট বের করলে লিটন ছিঁড়ে ফেলে দেয়।

২৫। লিটন ও কল্যাণীর মাঝে কোনটি ফুটে উঠেছে?

          ক) প্রতিবাদ              

খ) সঙ্কোচ

          গ) লজ্জা                  

ঘ) দ্বিধা

২৬। লিটনের সঙ্গে সাদৃশ্য রয়েছে-

i) অনুপমের

ii) অপরিচিতার

iii) কল্যাণীর

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৭। ‘গজানন’ বলতে কাকে বোঝানো হয়েছে?

          ক) গণেশকে              

খ) রাবণকে

          গ) হনুমানকে             

ঘ) কার্তিককে

২৮। গানের যে অংশ দোহাররা বারবার পরিবেশন করে তাকে কী বলে?

          ক) লয়                    

খ) ধুয়া

          গ) মীড়                   

ঘ) তাল

২৯। ‘অপরিচিতা’ গল্প প্রথম গ্রন্থভুক্ত হয় কোথায়?

          ক) গল্পগুচ্ছে              

খ) গল্পসপ্তকে

          গ) সবুজপত্রে             

ঘ) শেষের কবিতায়

৩০। ‘অপরিচিতা’ গল্পে কথকের মনে কী ইচ্ছা ছিলো?

          ক) কানপুরে যাওয়ার

          খ) কোন্নাগর ঘুরে আসার

          গ) নিজের চোখে মেয়ে দেখার

          ঘ) পাত্রী সম্পর্কে মতামত জানাবার

 

For English Medium

 

Aparichita

By Rabindranath Tagore

1. Who used to compare Anupam to the Shimul (silk cotton) flower?
a) Uncle
b) Binu Dada
c) The Pandit (Scholar)
d) Harish

2. Who is Anupam’s real guardian in the story "Aparichita"?
a) Harish
b) Uncle
c) Mother
d) Father

3. Why did Anupam bow his head in front of his father-in-law?
a) Due to the father-in-law’s behavior
b) Out of shyness
c) On seeing the wedding arrangements
d) Because of the uncle’s jewelry inspection

4. “Then let me inform you about your carriage” – What quality of Shambhunath Babu is reflected in this statement?
a) Politeness
b) Responsibility
c) Rejection
d) Resistance

5. What does the word Daksha Yajna mean?
a) A religious ritual
b) Uproar
c) Worship of Shiva
d) Catastrophe

6. After the marriage broke off, why did the uncle plan to file a case?
i) For breach of marriage agreement
ii) To compensate financial loss
iii) For defamation
Which is correct?
a) i & ii
b) i & iii
c) ii & iii
d) i, ii & iii

Read the following passage and answer Questions 7 and 8:
Ramsundar Babu, being from an aristocratic family, arranged his daughter’s marriage by fulfilling all the financial demands of the groom’s side and performed the wedding with great pomp.

7. Which character in Aparichita contrasts with Ramsundar Babu?
a) Harish
b) Shambhunath
c) Binu
d) Uncle

8. The above passage and the story Aparichita highlight –
i) Superstition
ii) Dowry system
iii) Spirit of protest
Which is correct?
a) i & ii
b) i & iii
c) ii & iii
d) i, ii & iii

9. How old was Rabindranath when his first book of poetry was published?
a) 12
b) 14
c) 15
d) 18

10. Which of the following is a play written by Rabindranath Tagore?
a) Ghare-Baire
b) Chaturanga
c) Jogajog
d) Dakghar

11. Who raised Anupam?
a) Mother
b) Father
c) Uncle
d) Nursemaid

12. Where did Harish come on vacation?
a) Dhaka
b) Kolkata
c) Barishal
d) Jessore

13. “You may keep this” – What does “this” refer to?
a) Pair of bangles
b) Pair of earrings
c) Necklace
d) Humble plea

14. Whose heart was melted by Anupam’s folded hands and bowed head?
a) Shambhunath Sen
b) Uncle
c) Mother
d) Kalyani

15. According to age, Anupam is a –
a) Boy
b) Young man
c) Adolescent
d) Old man

16. Who stirred Anupam’s heart upon arriving in Kolkata?
a) Kalyani
b) Harish
c) Uncle
d) Binu Dada

17. Which island is mentioned in the story Aparichita?
a) Andaman Islands
b) Haiku Island
c) Caribbean Island
d) Bali Island

18. With what was the bride blessed in Aparichita?
a) A pair of earrings
b) Bangles
c) A necklace
d) A ring

19. After the marriage broke off, what work did Kalyani engage in?
a) Business
b) Family duties
c) Girls’ education
d) Religious preaching

20. “Not bad at all! Pure gold indeed.” – Who said this?
a) Binu Dada
b) Anupam
c) Harish
d) Uncle

21. “I have no wish to make this joke of a relation permanent.” – Shambhunath Babu’s statement expresses –
i) Determination not to form a relationship
ii) An order for the groom’s party to leave
iii) A sense of pride and dignity
Which is correct?
a) i & ii
b) i & iii
c) ii & iii
d) i, ii & iii

22. Anupam’s relatives felt insulted –
i) Because the groom was rejected
ii) Due to the cunning hospitality
iii) From Shambhunath’s sharp words
Which is correct?
a) i & ii
b) i & iii
c) ii & iii
d) i, ii & iii

Read the following passage and answer Questions 23 and 24:
Ranu and Ashik were supposed to get married. They had never seen each other. Even though they were on the same train, they didn’t recognize one another.

23. Which character pair in literature is similar to the passage?
a) Mathilde and Loisel
b) Jagu and Ahladi
c) Mintu and Asma
d) Kalyani and Anupam

24. What factors are responsible for the marriage not taking place in the passage and the matching story?
i) Contemporary society
ii) Dowry system
iii) Inferiority complex
Which is correct?
a) i & ii
b) i & iii
c) ii & iii
d) i, ii & iii

Read the following passage and answer Questions 25 and 26:
The train ticket checker demanded extra money from Liton. Liton argued with him and tore up the fake ticket when it was shown.

25. What quality is reflected in both Liton and Kalyani?
a) Protest
b) Hesitation
c) Shame
d) Doubt

26. Liton resembles –
i) Anupam
ii) The unknown girl
iii) Kalyani
Which is correct?
a) i & ii
b) i & iii
c) ii & iii
d) i, ii & iii

27. Who is referred to by the word ‘Gajanan’?
a) Ganesha
b) Ravana
c) Hanuman
d) Kartikeya

28. What is the part of a song that is repeated by the chorus called?
a) Rhythm
b) Dhua (Refrain)
c) Meend
d) Taal (Beat)

29. Where was the story Aparichita first published in book form?
a) Galpaguchchha
b) Galpasaptak
c) Sabujpatra
d) Shesher Kobita

30. What was the narrator’s wish in the story Aparichita?
a) To go to Kanpur
b) To visit Konnagar
c) To see the girl with his own eyes
d) To express his opinion about the bride

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url