গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনীর বহুনির্বাচনি - গন্তব্য কাবুল MCQ - মডেল টেস্ট ২০

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। সৈয়দ মুজতবা আলীর পিতার নাম কী?

          ক) সৈয়দ আকরাম আলী

          খ) সৈয়দ সিকান্দার আলী

          গ) সৈয়দ নবাব আলী

          ঘ) সৈয়দ আমীর আলী

২। সৈয়দ মুজতবা আলীর রচনার মুখ্য প্রবণতা কী?

          ক) সাহিত্যশৈলী          

খ) সাহিত্যিক রসবোধ

          গ) ভ্রমণবিলাস           

ঘ) জ্ঞানগর্ভ বক্তৃতা

৩। ‘চাচাকাহিনি’ কার লেখা?

          ক) কাজী নজরুল ইসলাম

খ) জীবনানন্দ দাশ

          গ) সৈয়দ মুজতবা আলী  

ঘ) সুকান্ত ভট্টাচার্য

৪। সৈয়দ মুজতবা আলীর রচনা হলো-

i) বিষের বাঁশি

ii) শবনম

iii) দেশে বিদেশে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

৫। ‘এটা ইউরোপিয়ানদের জন্য’ – কে বলেছিলো?

          ক) ফিরিঙ্গি               

খ) পাঠান

          গ) কাবুলি                 

ঘ) লেখক

৬। ফিরিঙ্গি কোথাকার নেটিভ?

          ক) তালতলার            

খ) আমতলার

          গ) জামতলার            

ঘ) ধর্মতলার

৭। সন্ধ্যা হতে না হতেই সায়েব কী খুললো?

          ক) প্রকাণ্ড চুবড়ি          

খ) প্রকাণ্ড হাঁড়ি

          গ) বিশাল ব্যাগ           

ঘ) ছোটো সুটকেস

৮। সায়েব খায় আর কী করে?

          ক) আনমনে বাইরে তাকায়

          খ) অনবরত কথা বলে

          গ) গুনগুন করে

          ঘ) হাঁটাহাঁটি করে

৯। বুড়ো সর্দারজি কার বয়সী?

          ক) লেখকের              

খ) দিদিমার

          গ) ঠাকুরদার              

ঘ) ঠাকুমার

১০। জালবন্ধ দাড়ির বাহার কাদের?

          ক) পাঠানদের            

খ) ফিরিঙ্গিদের

          গ) শিখ সর্দারজিদের     

ঘ) কাবুলিদের

১১। কে স্টেশনে আসবে?

          ক) বন্ধুর বন্ধু              

খ) বন্ধুর ভাই

          গ) বউয়ের বন্ধু            

ঘ) ভাইয়ের বন্ধু

১২। শিলওয়াড় বানাতে সাড়ে পাঁচ গজ কাপড় লাগে কোথায়?

          ক) দিল্লি                  

খ) জলন্ধর

          গ) লালমুসা               

ঘ) লাহোর

১৩। বুড়ো বয়সেও কে মাঝে মাঝে বায়োস্কোপে যায়?

          ক) সর্দারজি               

খ) লেখক

          গ) বেতারকর্মী            

ঘ) কাবুলি

১৪। পাঠানের অভ্যর্থনা কেমন?

          ক) স্বাভাবিক             

খ) নির্জলা আন্তরিক

          গ) আন্তরিকতাহীন       

ঘ) অস্বাভাবিক

১৫। খাইবারপাসের দুদিকে কত ফুট উঁচু পাথরের নেড়া পাহাড়?

          ক) শতফুট                

খ) হাজার ফুট

          গ) লক্ষ ফুট               

ঘ) কোটি ফুট

১৬। কাবুলি কীভাবে লেখকের দিকে তাকালো?

          ক) হাসিমুখে              

খ) বিবর্ণমুখে

          গ) বিষন্নমুখে             

ঘ) প্রসন্নমুখে

১৭। পাহাড় থেকে কী নেমে এসেছে?

          ক) ঝরণা                 

খ) প্রপাত

          গ) বরফগলা হিমজল     

ঘ) শীতল বাতাস

১৮। এক সারি গর্ত রয়েছে কোথায়?

          ক) দুর্গের দেওয়ালের গায়ে

          খ) দুর্গের দেওয়ালের নিচে

          গ) দুর্গের দেওয়ালের ওপরে

          ঘ) দুর্গের ভেতরে

১৯। কে দুর্গের ভেতরে যেতে চাইলো?

          ক) ফিরিঙ্গি               

খ) সর্দারজি

          গ) পাঠান                 

ঘ) কাবুলি

২০। গাড়ির চাকা কয়বার ফেটেছিলো?

          ক) দুই-দুইবার           

খ) তিন-তিনবার

          গ) চার-চারবার           

ঘ) পাঁচ-পাঁচবার

২১। আফগান সরাইয়ের দূরত্ব কত?

          ক) আধ মাইল           

খ) এক মাইল

          গ) দেড় মাইল            

ঘ) দুই মাইল

২২। সরাই এলাকায় বরফ পড়ে না কেন?

          ক) যথেষ্ট উঁচু নয় বলে

          খ) যথেষ্ট নিচু বলে

          গ) সমতল বলে

          ঘ) যথেষ্ট উঁচু-নিচু বলে

২৩। কোন দেশে অচেনা-অজানা লোককে প্রশ্ন জিজ্ঞেস করতে বাঁধা নেই?

          ক) প্রাচ্য                  

খ) পাশ্চাত্য

          গ) ইউরোপ               

ঘ) এশিয়া

২৪। ‘গন্তব্য কাবুল’ এর শিরোনাম আর যা হতে পারতো-

i) আফগানিস্তান যাত্রা

ii) কাবুল যাত্রা

iii) কাবুলের পথে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৫। সাতটা বাজতে না বাজতেই রোদ গাড়িতে ঢোকে-

i) হুড়মুড় করে

ii) চড়চড় করে

iii) টেরচা হয়ে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৬। ‘গন্তব্য কাবুল’ ভ্রমণকাহিনি পাঠে পরিচয় ঘটে লেখকের-

i) জীবনবোধের সাথে

ii) সাহিত্য ভান্ডারের সাথে

iii) নিজস্ব শিল্প-বৈশিষ্ট্যের সাথে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:

রাজু তার কয়েকজন সহকর্মীর সাথে অফিস ট্যুরে থাইল্যান্ড গিয়েছে। তাকে অভ্যর্থনা জানাতে তার থাই বন্ধু কুং ওয়ান এয়ারপোর্টে এসেছিলো। দুজনের মধ্যে যখন দেখা হয়, একে অপরের সাথে কোলাকুলি করে এবং স্নিগ্ধ হাসি দিয়ে সংবর্ধনা জানায়।

২৭। উদ্দীপকের রাজুর সাথে ‘গন্তব্য কাবুল’ রচনার কার মিল রয়েছে?

          ক) শেখ আহমদ আলী   

খ) শিখ সর্দারজির

          গ) লেখকের              

ঘ) বেতার কর্তার

২৮। উভয় অভ্যর্থনাকারীর মধ্যে রয়েছে-

i) আন্তরিকতা

ii) সৌজন্যবোধ

iii) অহংকার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:

রংপুর থেকে কুড়িগ্রামের দূরত্ব পঞ্চাশ মাইল। প্রত্যন্ত অঞ্চলের ধরলা চরে আন্তর্জাতিক এনজিও ‘সেভ দ্য চিলড্রেন’ এর শাখা। সামনে যেতেই মন ভরে গেলো এনজিওর শৈল্পিক ডিজাইন দেখে। যার এক পাশে কলকল করে বয়ে চলেছে ধরলা নদী। অন্য পাশে বিস্তীর্ণ বাদামের খেত যেন সৌন্দর্যের অপার আধার হয়ে দোল খাচ্ছে।

২৯। উদ্দীপকের কুড়িগ্রাম শহরটি ‘গন্তব্য কাবুল’ রচনার কোন জায়গাকে নির্দেশ করে?

          ক) জালালাবাদ           

খ) দক্কাদুর্গ

          গ) সরাই                  

ঘ) লাহোর

৩০। ‘গন্তব্য কাবুল’ এর দক্কাদুর্গ ও উদ্দীপকের মিল রয়েছে-

i) বহতা নদীর দিক থেকে

ii) সৌন্দর্যের দিক থেকে

iii) ডেকোরেশনের দিক থেকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

 

Previous Post
No Comment
Add Comment
comment url