সিরাজউদ্দৌলা MCQ - সিরাজউদ্দৌলা নাটক MCQ - সিরাজউদ্দৌলা নাটকের MCQ - সিরাজউদ্দৌলা নাটকের জ্ঞানমূলক প্রশ্ন - পার্ট ৪

বহুনির্বাচনি প্রশ্ন

১। মিরনের আবাসে ছদ্মবেশ ধারণ করে কে প্রবেশ করলেন?

          ক) রায়দুর্লভ              

খ) রাজবল্লভ

          গ) জগৎশেঠ              

ঘ) মোহনলাল

২। নবাব সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিলো?

          ক) কলকাতা             

খ) আলিনগর

          গ) চন্দননগর             

ঘ) মুর্শিদাবাদ

৩। ঘসেটি বেগম কাকে নিজের সৌভাগ্যের অন্তরায় মনে করেন?

          ক) সিরাজকে             

খ) মিরনকে

          গ) মিরজাফরকে         

ঘ) শওকতজঙ্গকে

৪। ‘দেয়াল? কোথায় দেয়াল, জাঁহাপনা?’ – উক্তিটি কার?

          ক) ঘসেটি বেগম         

খ) নারান সিং

          গ) আমেনা বেগম        

ঘ) লুৎফুন্নেসা

v নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:

মামলার ঝামেলায় জড়িয়ে উভয় পরিবারই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। মাঝখান থেকে উকিল তালেব উভয় পক্ষকে কুটিল পরামর্শ দিয়ে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে।

৫। উদ্দীপকের উকিল তালেবকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনা করা যায়?

          ক) রায়দুর্লভ              

খ) উমিচাঁদ

          গ) মিরজাফর             

ঘ) জগৎশেঠ

৬। উদ্দীপকের উকিল তালেব ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সংশ্লিষ্ট চরিত্রের কোন মানসিকতা বহন করে?

          ক) আপত্তিকর            

খ) ব্যবসায়িক

          গ) রাজনৈতিক           

ঘ) সাংগঠনিক

৭। সিরাজউদ্দৌলার প্রতি নারান সিং এর ভালোবাসা কীভাবে বোঝা যায়?

          ক) দায়িত্ব ও কর্তব্যে    

খ) চিন্তায়

          গ) মৃত্যুতে                

ঘ) আচরণে

৮। ফরাসি সৈনিক সাঁফ্রের চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি?

          ক) উচ্ছৃঙ্খলতা            

খ) বিশ্বাসঘাতকতা

          গ) ন্যায় পরায়ণতা       

ঘ) দায়িত্বশীলতা

৯। নবাব সিরাজউদ্দৌলার মুর্শিদাবাদে পালিয়ে আসার কারণ কী?

          ক) স্ত্রীর ইচ্ছায়

          খ) গুপ্তচরের পরামর্শে

          গ) যুদ্ধের কৌশল আটতে

          ঘ) রাজ্যের স্বাধীনতা রক্ষায়

১০। পলাশির যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ-

          ক) ক্লাইভের কূটকৌশল

          খ) মিরজাফরের নিষ্ক্রিয়তা

          গ) প্রাকৃতিক বৈরিতা     

ঘ) যুদ্ধ সম্পর্কে অদূরদর্শিতা

১১। নবাবের বিশ্বস্ত সেনাপতি ছিলেন-

i) মিরমর্দান

ii) মোহনলাল

iii) বদ্রি আলি খাঁ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১২। ‘পলাশিতে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়।’ – সিরাজের এ উক্তিতে তার যে মানসিকতার পরিচয় বিধৃত-

i) দেশপ্রেম

ii) মর্মযাতনা

iii) ক্ষোভ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:

‘বিনা যুদ্ধে নাহি দেবো সূচাগ্র মেদিনী।’

১৩। উদ্দীপকে প্রকাশিত বিষয়টি ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের মধ্যে সবচেয়ে বেশি লক্ষণীয়?

          ক) মির কাশেম          

খ) মিরজাফর

          গ) মিরমর্দান             

ঘ) রায়দুর্লভ

১৪। উদ্দীপকটিতে নাটকের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?

          ক) দেশপ্রেম              

খ) বীরত্ব

          গ) চারিত্রিক দৃঢ়তা       

ঘ) অহমবোধ

v নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:

যারা ভিতরে এক আর বাইরে আরেক, তারাই দেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। তাদের মুখে মধু আর অন্তরে বিষ।

১৫। ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রটি উদ্দীপকের মুখোশ পরা ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে?

          ক) মোহনলাল            

খ) মিরমর্দান

          গ) রাইসুল জুহালা        

ঘ) মিরজাফর

১৬। উক্ত চরিত্রের মধ্যে প্রতিফলিত হয়েছে-

i) কপটতা

ii) বিশ্বাসঘাতকতা

iii) লোভ-লালসা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১৭। চব্বিশ পরগনার বার্ষিক আয় কত?

          ক) চার লক্ষ              

খ) ছয় লক্ষ

          গ) আট লক্ষ              

ঘ) দশ লক্ষ

১৮। মিরন নবাবকে হত্যা করার জন্য কাকে নিয়োগ করে?

          ক) মিরজাফরকে         

খ) মোহাম্মদী বেগকে

          গ) উমিচাঁদকে            

ঘ) প্রহরীকে

১৯। সিরাজউদ্দৌলাকে প্রথম কী দ্বারা আঘাত করা হয়?

          ক) ছুরি                   

খ) লাঠি

          গ) রাইফেলের বাঁট       

ঘ) গাঁইতি

২০। কার হুকুমে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়?

          ক) লর্ড ক্লাইভের         

খ) মিরজাফরের

          গ) ঘসেটি বেগমের       

ঘ) উমিচাঁদের

২১। ক্লাইভ পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে চেয়েছে কেন?

          ক) শাসন কাজের সুবিধার্থে

          খ) অপকর্ম ঢাকতে

          গ) জনবিদ্রোহ ঠেকাতে

          ঘ) আভিজাত্য ধরে রাখতে

২২। মিরজাফর ক্লাইভকে চব্বিশ পরগনার স্থায়ী মালিকানা দিলেন কেন?

          ক) আন্তরিকভাবে মিরজাফরকে সহায়তার জন্য

          খ) বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে

          গ) বাণিজ্য সুবিধা বাড়ানোর জন্য

          ঘ) সিরাজউদ্দৌলার অত্যাচারের জন্য

২৩। মিরজাফর বাংলার মসনদের জন্য কার কাছে ঋণী?

          ক) মিরনের কাছে        

খ) ঘসেটি বেগমের কাছে

          গ) রাজবল্লভের কাছে

          ঘ) রবার্ট ক্লাইভের কাছে

২৪। একশত নব্বই বছর ব্রিটিশ গোলামির জন্য এতদাঞ্চলের মানুষ কখনো ক্ষমা করতে পারবে না-

i) ষড়যন্ত্রকারী ক্লাইভকে

ii) বিশ্বাসঘাতক মিরজাফরকে

iii) অর্থলোলুপ অমাত্যবর্গকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৫। আলিবর্দি খাঁর বাবা কোন দেশীয় ছিলেন?

          ক) আরবদেশীয়          

খ) বাঙালি

          গ) মারাঠি                 

ঘ) তুর্কি

২৬। মিরজাফর কোথা থেকে ভারতে আসেন?

          ক) তুরস্ক                  

খ) সৌদি আরব

          গ) ইরাক                  

ঘ) পারস্য

২৭। আলিবর্দি খাঁ তার বৈমাত্রেয় ভগ্নি শাহ খানমের সাথে কার বিয়ে দেন?

          ক) মিরজাফরের          

খ) সরফরাজ খাঁর

          গ) সুজাউদ্দিনের          

ঘ) সিরাজউদ্দৌলার

২৮। ক্লাইভ কত সালে আত্মহত্যা করেন?

          ক) ১৭৭২                 

খ) ১৭৭৪

          গ) ১৭৭৬                 

ঘ) ১৭৭৮

২৯। ইংরেজ পক্ষের নৌবাহিনীর প্রধান কে ছিলেন?

          ক) ক্লাইভ                 

খ) কিলপ্যাট্রিক

          গ) অ্যাডমিরাল ওয়াটসন

ঘ) হলওয়েল

৩০। ‘অপরিণত বয়স ও রাজনৈতিক প্রজ্ঞার অভাবই সিরাজের করুণ পরিণতির জন্য দায়ী।’ উক্তিটি –

          ক) নির্ভেজাল সত্য       

খ) যথার্থ নয়

          গ) আংশিক সত্য         

ঘ) বিতর্কিত মন্তব্য

 

 সিরাজউদ্দৌলা নাটকের MCQ PDF পার্ট ৪ Download করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url