লালসালু উপন্যাস MCQ - লালসালু উপন্যাসের MCQ - লালসালু উপন্যাসের MCQ PDF - পার্ট ২

বহুনির্বাচনি প্রশ্ন

v নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও:

প্রাগপুর গ্রামে একজন খ্রিস্টান ধর্মযাজক এসে উপস্থিত হন। বিপদে-আপদে গ্রামের সাধারণ মানুষেরা তাঁর কাছে আসতে শুরু করলে গ্রামের পুরোহিত নিজের যশ নষ্ট হওয়ার আশঙ্কা করতে লাগলেন।

১। উদ্দীপকের পুরোহিতের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে?

          ক) খালেক ব্যাপারি      

খ) আক্কাস

          গ) মজিদ                 

ঘ) আওয়ালপুরের পির

২। এই মিলের কারণ হলো-

i) দুর্বলের ক্ষমতা চিরস্থায়ী হয়

ii) ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পাওয়ার আশঙ্কা

iii) প্রতিপক্ষের আবির্ভাব

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

করিমন বাতের ব্যথায় জর্জরিত। ছোটো ছেলে কাদেরকে পাশের গ্রামের পিরের কাছে পাঠায় পানিপড়া আনতে। লোক-বিশ্বাস কামেল পিরের পানি পড়ায় সর্বরোগের অবসান ঘটে।

৩। উদ্দীপকের করিমন ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

          ক) আমেনা বিবি         

খ) তানু বিবি

          গ) হাসুনির মা            

ঘ) রহিমা

৪। উদ্দীপকে ‘লালসালু’ উপন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে?

i) কুসংস্কার

ii) অন্ধবিশ্বাস

iii) পিরভক্তি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:

বাল্যবিবাহবিরোধী আন্দোলন গড়ে তুলতে গিয়ে শিক্ষিত যুবক রিয়াজ গ্রাম্য মাতব্বরের কাছে লাঞ্ছনার শিকার হলো। কেউ তার সাহায্যে এগিয়ে এলো না।

৫। উদ্দীপকের রিয়াজ ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

          ক) তাহের                

খ) কাদের

          গ) আক্কাস                

ঘ) ধলা মিয়া

৬। রিয়াজ ও উপন্যাসের উক্ত চরিত্রের লাঞ্ছনার কারণ কী?

          ক) একাকিত্ব             

খ) চারিত্রিক দুর্বলতা

          গ) অপশক্তির প্রভাব      

ঘ) সুশাসনের অভাব

৭। ‘চাঁদের অমাবস্যা’ সৈয়দ ওয়ালীউল্লাহর কোন ধরনের গ্রন্থ?

          ক) উপন্যাস               

খ) ছোটোগল্প

          গ) প্রবন্ধ                  

ঘ) নাটক

৮। ‘দুই তীর ও অন্যান্য গল্প’ গ্রন্থের লেখক কে?

          ক) আবু জাফর শামসুদ্দীন

খ) সৈয়দ ওয়ালীউল্লাহ

          গ) জহির রায়হান        

ঘ) শামসুর রাহমান

৯। সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাসের চরিত্র-চিত্রণের বৈশিষ্ট্য-

i) সমাজসচেতন দৃষ্টিভঙ্গি

ii) বাংলার বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনধারা

iii) মানুষের বিভিন্ন প্রবৃত্তির ক্রিয়া-প্রতিক্রিয়া

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১০। ‘উপন্যাস’ এর আক্ষরিক অর্থ কী?

          ক) বিশেষ রূপে ‍উপস্থাপন

          খ) ঘটনার বিশদ বর্ণনা

          গ) চরিত্রের ধারাবাহিক বিন্যাস

          ঘ) ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা

১১। ঔপন্যাসিকের শক্তি, স্বাতন্ত্র্য ও বিশিষ্টতার পরিচায়ক কোনটি?

          ক) স্টাইল                

খ) সংলাপ

          গ) চরিত্র                  

ঘ) প্লট

১২। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

          ক) আলালের ঘরের দুলাল

          খ) কৃষ্ণকান্তের উইল

          গ) দুর্গেশনন্দিনী

          ঘ) যোগাযোগ

১৩। ‘জাগরী’ উপন্যাসের লেখক কে?

          ক) সৈয়দ ওয়ালীউল্লাহ   

খ) শওকত ওসমান

          গ) সতীনাথ ভাদুড়ী       

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

১৪। শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’ কী ধরনের উপন্যাস?

          ক) আত্মজৈবনিক         

খ) রহস্যোপন্যাস

          গ) আঞ্চলিক              

ঘ) রূপক

১৫। উপন্যাসের কাহিনি হয়-

i) বিশ্লেষণাত্মক

ii) রহস্যঘেরা

iii) সমগ্রতাসন্ধানী

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১৬। উপন্যাসের সংলাপ মূলত-

i) চরিত্রের মনস্তত্ত্বকে প্রকাশ করে

ii) চরিত্রকে ক্রিয়াশীল করে

iii) উপন্যাসের শিল্পরূপকে সমৃদ্ধ করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১৭। ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদক কে?

          ক) কামরুজ্জামান         

খ) কলিমুল্লাহ

          গ) সেলিম আল দীন     

ঘ) সলিমুদ্দিন

১৮। ‘লালসালু’ উপন্যাসের নায়িকা চরিত্র কোনটি?

          ক) জমিলা                

খ) রহিমা

          গ) হাসুনির মা            

ঘ) আমেনা

১৯। ‘লালসালু’ প্রথম প্রকাশিত হয় কোন প্রকাশনা থেকে?

          ক) কমরেড পাবলিশার্স  

খ) এটলাস পাবলিশার্স

          গ) মাওলা ব্রাদার্স         

ঘ) কথাবিতান প্রকাশনা

২০। মজিদের সমস্ত কর্মকাণ্ডে খালেক ব্যাপারি সমর্থন জানিয়েছেন কেন?

          ক) শোষণের স্বার্থে       

খ) শ্রদ্ধাবশত

          গ) ভীত-সন্ত্রস্ত হয়ে       

ঘ) অলৌকিক ক্ষমতাবলে

২১। কোন সড়কের উপরে একটি অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে?

          ক) মতিগঞ্জ সড়ক        

খ) মহব্বতনগর সড়ক

          গ) মধুপুর সড়ক          

ঘ) আওয়ালপুর সড়ক

২২। মহব্বতনগরের সামাজিক নেতৃত্ব কার হাতে ছিলো?

          ক) মজিদের              

খ) খালেক ব্যাপারির

          গ) আক্কাস আলির        

ঘ) মোদাচ্ছের পিরের

২৩। ‘তাদের দিল সাচ্চা, খাঁটি সোনার মতো।’ – কাদের?

          ক) মতিগঞ্জের মানুষদের

          খ) গারো পাহাড়ের লোকদের

          গ) মহব্বতনগরের মানুষদের

          ঘ) মধুপুরের মানুষদের

২৪। মজিদের মিথ্যার আশ্রয় নেওয়ার কারণ কোনটি?

          ক) অর্থলোভ              

খ) আধিপত্য বিস্তার

          গ) নিজ অস্তিত্ব রক্ষা     

ঘ) ধর্মকে প্রতিষ্ঠা

২৫। ‘দশ কথাই রা নেই, রক্তে রাগ নেই।’ – উক্তিটি কার ক্ষেত্রে প্রযোজ্য?

          ক) আমেনা বিবি         

খ) রহিমা বিবি

          গ) হাসুনির মা            

ঘ) জমিলা

২৬। মজিদ রহিমার চোখে কী দেখে?

          ক) ভয়                    

খ) রাগ

          গ) ক্ষোভ                  

ঘ) দুঃখ

২৭। মজিদের সাথে বিয়ের আগে রহিমা ছিলো-

          ক) বেওয়ারিশ            

খ) বেওয়া

          গ) খালেক ব্যাপারির বউ 

ঘ) ধলা মিয়ার বোন

২৮। খোদা শিলা ছোড়ে কী কারণে?

          ক) মন্দ মানুষ তাড়াতে  

খ) রোগবালাই তাড়াতে

          গ) শয়তান তাড়াতে      

ঘ) জিন তাড়াতে

২৯। ‘লালসালু’ মজিদের ক্ষেত্রে কীসের প্রতীক?

          ক) শক্তির                 

খ) বিপদের

          গ) দুর্নামের               

ঘ) সাহসের

৩০। ‘তা হুজুর ঘরের কথা আপনারে ক্যামনে কই?’ – কথাটির মধ্যদিয়ে বুড়োর কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে?

          ক) প্রতিবাদী মানসিকতা

খ) অস্তিত্বের সংগ্রাম

          গ) নির্ভীক চিত্ত           

ঘ) আত্মসম্মানবোধ

   লালসালু উপন্যাসের MCQ PDF - পার্ট ২ Download করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url