লালসালু উপন্যাস MCQ - লালসালু উপন্যাসের MCQ - লালসালু উপন্যাসের MCQ PDF - পার্ট ৪

বহুনির্বাচনি প্রশ্ন

v নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও:

নয়ন গ্রামবাসীকে গণশিক্ষা দেওয়ার জন্য একতাবদ্ধ করে। কিন্তু মৌলবি সাহেব এর তীব্র প্রতিবাদ জানিয়ে তা ধূলিসাৎ করে দেয়।

১। উদ্দীপকের গণশিক্ষার বিষয়টি ‘লালসালু’ উপন্যাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ?

          ক) মসজিদ প্রতিষ্ঠা      

খ) মাদ্রাসা প্রতিষ্ঠা

          গ) মাজার প্রতিষ্ঠা        

ঘ) স্কুল প্রতিষ্ঠা

২। মৌলবির কর্মকাণ্ড ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রের যে দিকটা ইঙ্গিত করে-

i) ধর্মীয় গোড়ামি

ii) আধিপত্য রক্ষার চেষ্টা

iii) পশ্চাৎপদতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

শাহানা নিঃসন্তান বলে সংসারের প্রদীপ জ্বালানোর জন্য নাদের আলী মেয়ের বয়সি পরিকে বিয়ে করে।

৩। উদ্দীপকের নাদের আলীর মধ্যে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

          ক) আক্কাস আলী         

খ) খালেক ব্যাপারি

          গ) মজিদ                 

ঘ) মতলুব খাঁ

৪। উদ্দীপকে এবং ‘লালসালু’ উপন্যাসে আমাদের সমাজের কোন অসংগতি বিদ্যমান?

          ক) স্বেচ্ছাচারিতা          

খ) বহুবিবাহ

          গ) বিধবাবিবাহ           

ঘ) পুরুষতান্ত্রিকতা

v নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:

মিথুনের দুই বউয়ের মধ্যে ছোটো মিনু। সংসার কি তা সে বোঝে না। সুযোগ পেলে সমবয়সি বান্ধবীদের সাথে গল্প করে। হেসে খেলে দিন কাটে তার।

৫। উদ্দীপকের মিনু ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ?

          ক) রহিমা                 

খ) জমিলা

          গ) আমেনা               

ঘ) হাসুনির মা

৬। মিনুর সাথে চরিত্রটির সাদৃশ্য-

i) অল্পবয়সে

ii) মানসিকতায়

iii) বাল্যবিবাহে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

৭। খালেক ব্যাপারি হলো-

i) বিত্তবান তবে চিত্তহীন

ii) ব্যক্তিত্বহীন ও আত্মমর্যাদাহীন

iii) নির্বোধ এবং নিঃসঙ্গ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

৮। ‘লালসালু’ উপন্যাসে জমিলা চরিত্রের মধ্য দিয়ে ঔপন্যাসিক কীসের উপস্থিতি ঘটিয়েছেন?

i) প্রাণময় সত্তার

ii) মুক্তির সুবাতাস

iii) সজীব প্রাণধর্ম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

৯। ‘এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়।’ – উক্তিটিতে ‘লালসালু’ উপন্যাসের মজিদের যে দিকটি প্রকাশ পেয়েছে-

i) আর্থিক সচ্ছলতা

ii) সামাজিক প্রতিষ্ঠা

iii) ধর্মকেন্দ্রিক প্রভাব

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১০। ধলা মিয়া আওয়ালপুরে যেতে চায় না কেন?

          ক) মোদাচ্ছের পিরের ভয়ে

খ) ঘৃণা ও ঈর্ষায়

          গ) ভয়ে

ঘ) লজ্জায় ও অপমানে

১১। মজিদের মুখে কে থুতু নিক্ষেপ করে?

          ক) রহিমা                 

খ) আমেনা বিবি

          গ) জমিলা                

ঘ) হাসুনির মা

১২। ‘লালসালু’ উপন্যাসে মজিদের থুতু নিক্ষেপ কোন বিষয়টিকে প্রকাশ করে?

          ক) ঘৃণা                   

খ) ক্ষোভ

          গ) হিংসা                 

ঘ) ক্রোধ

১৩। ‘লালসালু’ উপন্যাস আমাদের কী সংবাদ দিলো?

          ক) মাজারগুলো সব গুড়িয়ে দিতে হবে

          খ) ধর্ম মানে অন্ধ অনুকরণ নয়

          গ) ধর্মব্যবসায়ীদের ব্যাপারে সতর্ক হতে হবে

          ঘ) মাজারগুলো সব ভন্ডদের দখলে

১৪। মজিদ চরিত্র সম্পর্কে আমাদের মূল্যায়ন, সে সর্বাপেক্ষা-

          ক) ধুরন্ধর প্রকৃতির       

খ) ধর্মব্যবসায়ী

          গ) লোলুপ প্রকৃতির       

ঘ) প্রতিহিংসা পরায়ণ

১৫। ‘লালসালু’ উপন্যাসে পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে কে?

          ক) ছনুর বাপ             

খ) হাসুনির মা

          গ) খেতানির বাপ         

ঘ) মজিদ

১৬। ‘লালসালু’ উপন্যাসে মরণযোগ্য যন্ত্রণা পাচ্ছে কে?

          ক) ছনুর বাপ             

খ) হাসুনির মা

          গ) খেতানির মা          

ঘ) মজিদ

১৭। ‘লালসালু’ উপন্যাসে সাত ছেলের বাপ কে?

          ক) দুদু মিঞা             

খ) সলেমন

          গ) তাহের                 

ঘ) কাদের

১৮। জমি আর ধান চেনে কারা?

          ক) ভূত পূজারিরা         

খ) গ্রামের লোকেরা

          গ) মজুররা                

ঘ) কবর ব্যবসায়ীরা

১৯। কীসের প্রতি মানুষের অবহেলা নেই?

          ক) কবর                  

খ) লালসালু

          গ) জমি                   

ঘ) আত্মীয়স্বজন

২০। কৃষকের গীত ও হাসি ভালো না লাগার মধ্যে মজিদ চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে?

          ক) বাস্তবধর্মী চিন্তাচেতনা

          খ) আধিপত্য হারানোর ভয়

          গ) অনমনীয়তা ও হিংস্রতা

          ঘ) ধর্মবোধ ও ভাবগাম্ভীর্য

২১। হাসুনির মায়ের পেশা কী?

          ক) ধান ভানা             

খ) মাছ ধরা

          গ) ধান কাটা              

ঘ) মাজার সাফ করা

২২। তাহেরের বাপ দেশ ত্যাগের পূর্বে কার নিকট ক্ষমা চায়?

          ক) মজিদের              

খ) খালেক ব্যাপারির

          গ) জমায়েতের           

ঘ) হাসুনির মায়ের

২৩। ‘লালসালু’ উপন্যাসে বুড়ির কেমন মুখের উল্লেখ আছে?

          ক) সুন্দর                  

খ) নির্লজ্জ

          গ) আমসিদানা           

ঘ) রক্তমাখা

২৪। ‘বুদ্ধি বিবেচনা থাকলেও তা আবার সার্থের ঘোরে ঢাকা।’ – কার প্রসঙ্গে বলা হয়েছে?

          ক) মজিদ                 

খ) খালেক ব্যাপারি

          গ) তাহের-কাদের        

ঘ) আক্কাস

২৫। ‘নিরাক’ শব্দের অর্থ কী?

          ক) সাবধান               

খ) স্তব্ধ

          গ) অপরাহ্ণ                

ঘ) পাপী

২৬। ‘বেগানা’ শব্দের অর্থ কী?

          ক) অনাত্মীয়              

খ) বেপর্দা

          গ) আত্মীয়                

ঘ) পর্দানশিন

২৭। ‘হা-শূন্য’ বলতে কী বোঝায়?

          ক) আসন্ন                 

খ) অভাবগ্রস্ত

          গ) স্থির                    

ঘ) কণ্ঠস্থ

২৮। ‘চিকনাই’ অর্থ-

          ক) পাতলা                

খ) উজ্জ্বল

          গ) পুরাতন                

ঘ) নতুন

২৯। ‘ঢেঙা’ অর্থ কী?

          ক) বোকা                 

খ) চালাক

          গ) লম্বা                   

ঘ) খাটো

৩০। ‘জাহেল’ শব্দের অর্থ নয়-

i) অত্যাচারী

ii) অবিনয়ী

iii) অবিদ্বান

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

 

লালসালু উপন্যাসের MCQ PDF - পার্ট ৪ Download করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url