লালসালু উপন্যাস MCQ - লালসালু উপন্যাসের MCQ - লালসালু উপন্যাসের MCQ PDF - পার্ট ৩
বহুনির্বাচনি প্রশ্ন
১। ‘লালসালু’ উপন্যাসের বর্ণনায় এককালে উড়ুনি মেয়ে ছিলো কে?
ক) জমিলা
খ) রহিমা
ঘ) হাসুনির মা
২। ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত মানুষের স্মরণে বহুদিন জাগ্রত হয়ে থাকে কোনটি?
ক) ভালো কাজ
খ) ঘুরে বেড়ানো
ঘ) বিচারব্যবস্থা
৩। মজিদের কী নেই বলে অন্তরে অন্তরে দীনতা অনুভব করে?
ক) জমিজমা
খ) সন্তান
ঘ) বংশগত আধিপত্য
৪। আওয়ালপুরে আগত পিরের মধ্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
ক) হিংসা
খ) ধর্মন্ধতা
ঘ) সাধুতা
৫। ‘লালসালু’ উপন্যাসে হাসপাতালের অবস্থান কোথায়?
খ) মহব্বতনগরে
গ) আওয়ালপুরে
ঘ) মতিগঞ্জে
৬। মজিদ আমেনা বিবির চিকিৎসার দায়িত্ব নিয়েছিলো কেন?
ক) ব্যাপারির অনুরোধে
খ) নিজের ক্ষমতা বোঝাতে
গ) ধলা মিয়ার অনুরোধে
৭। আমেনা বিবি কোন দিন রোজা রাখে?
খ) শনিবার
গ) রবিবার
ঘ) বুধবার
৮। ‘রহিমা ভাবে, আমেনা বিবির হৃদয়ের সঙ্গে তার হৃদয়ের কোথায় যেন সমতা।’ – এই সমতার কারণ তারা উভয়ই-
ক) ক্ষমতাবানের স্ত্রী
খ) ধর্মভীরু
ঘ) পতিপরায়ণা
৯। কত বছর বয়সে আমেনার বিয়ে হয়েছিলো?
ক) বারো
গ) চৌদ্দ
ঘ) পনেরো
১০। বাপের বাড়ি যাওয়ার পথে আমেনা বিবির কী দেখলে বুক ভাসিয়ে কান্না আসতো?
ক) বটগাছ
খ) থোতা মুখের সুপারি গাছ
ঘ) থোতা মুখের নারকেল গাছ
১১। ‘লালসালু’ উপন্যাসে মজিদের লালসার শিকার হয়েছে কে?
খ) হাসুনির মা
গ) তানু বিবি
ঘ) বুড়ি
১২। জমিলাকে পেয়ে রহিমার মনে কোন ভাব জাগে?
ক) ননদের
গ) বড়বোনের
ঘ) মাতৃত্বের
১৩। ‘লালসালু’ উপন্যাসে মুখের কথা আধা বুকে বিঁধে যায় কার?
ক) জমিলা
গ) রহিমা
ঘ) আমেনা
১৪। ‘ধান দিয়া কী হইবো, মানুষের জান যদি না থাকে।’ – উক্তিটি কার?
খ) তানু বিবির
গ) হাসুনির মার
ঘ) জমিলার
১৫। গলুইয়ে দাঁড়ানো লোকটির দৃষ্টি কেমন?
খ) স্তব্ধ
গ) কম্পনহীন
ঘ) অগ্নিদৃষ্টি
১৬। লালসালুতে আবৃত অজ্ঞাত ব্যক্তির কবরের কোল কীসের মতো?
ক) দ্বিতীয়ার চাঁদের মতো
গ) ধনুকের মতো
ঘ) তিরের মতো
১৭। কার রহস্যময় দিগন্ত রহিমার অন্তরে বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে ওঠে?
ক) মজিদের
খ) মাজারের
ঘ) মোদাচ্ছের পিরের
১৮। ‘এখনো মানুষের দুঃখ যাতনায় যে রুহ কবরে ঘুমিয়ে আছে, সে কাঁদে।’ – রহিমার এ বিশ্বাসটি-
খ) বদ্ধমূল ধারণা
গ) সরল মনের পরিচয়
ঘ) ধর্মীয় অজ্ঞতা
১৯। হাসুনির মা প্রথম প্রথম মজিদের বাড়িতে আসতো না কেন?
ক) তার প্রতি সন্দেহ ছিলো
গ) প্রয়োজন পড়েনি
ঘ) এক অজানা ভয়ে
২০। আওয়ালপুর ও মহব্বতনগরের মাঝখানে কী গাছ পড়ে?
খ) বটগাছ
গ) গাবগাছ
ঘ) ছাতিমগাছ
২১। মতলুব মিয়ার বাড়ি কোথায়?
ক) মহব্বতনগর
খ) মতিগঞ্জ
ঘ) ময়মনসিংহ
২২। সৈয়দ ওয়ালীউল্লাহর মতে ধর্মের ভিত্তিকে দুর্বল করে দিয়েছে-
i) অন্ধবিশ্বাস
ii) শঠতা
iii) কুসংস্কার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩। ‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি’ উক্তিটির তাৎপর্য হলো-
i) শস্যের ক্ষেতে আগাছা বেশি জন্মায়
ii) প্রচণ্ড অভাব অনটন থাকলেও মানুষগুলো ধর্মভীরু
iii) খাদ্য না থাকায় বেশিরভাগ মানুষ ধর্মাচার ও ভন্ডামির আশ্রয় নেয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪। ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত সাধারণ মানুষের বিশ্বাসে বিদ্যমান-
i) কুসংস্কার
ii) ধর্মভীরুতা
iii) ধর্মান্ধতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:
মুহিম ভাদ্র মাসের এক বিকালে দেখলো বিলের পানি, ধানগাছ ও অন্যান্য ফসল একেবারে স্তব্ধ হয়ে আছে।
২৫। মহিম যে অবস্থাকে দেখেছে তা ‘লালসালু’ উপন্যাসের আলোকে কী?
ক) কুয়াশা
খ) ঘূর্ণিঝড়
গ) অতিবৃষ্টি
২৬। এমন অবস্থায় বিলে মাছ ধরছিলো-
i) তাহের ও তার ভাই
ii) আক্কাস ও তার ভাই
iii) হাসুনির মার দুই ভাই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
রেবেকার কদিন ধরে জ্বর। জ্বর থেকে মুক্তি পাওয়ার জন্য সে পিরের শরণাপন্ন হয়- পানিপড়ার আশায়। তার বিশ্বাস পিরের পড়া পানি খেলে অলৌকিক শক্তির কারণে তার জ্বর ভালো হয়ে যাবে।
২৭। উদ্দীপকের রেবেকার সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য আছে?
ক) মজিদ
খ) রহিমা
গ) খালেক ব্যাপারি
২৮। উদ্দীপকে ‘লালসালু’ উপন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে?
i) অন্ধবিশ্বাস
ii) কুসংস্কার
iii) ধর্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
হুমায়ূন সাহেবের ধনসম্পত্তির অভাব নাই। সারা গ্রামে তার আধিপত্য। কিন্তু ইমাম সাহেবের নির্দেশ ছাড়া সে এক পাও চলতে পারে না।
২৯। উদ্দীপকের হুমায়ূন সাহেব ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সাথে তুলনীয়?
ক) মজিদ
খ) তাহেরের বাপ
ঘ) মোদাব্বের মিয়া
৩০। উদ্দীপকের আলোকে বলা যায় ‘লালসালু’ উপন্যাসের মূল উপজীব্য হলো-
i) ধর্মবোধ
ii) পিরবাদ
iii) অস্তিত্ববাদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii