অর্ধাঙ্গী প্রবন্ধের বহুনির্বাচনি - অর্ধাঙ্গী প্রবন্ধের MCQ - মডেল টেস্ট ১৮

প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও

অর্ধাঙ্গী

রোকেয়া সাখাওয়াত হোসেন

প্রশ্নমালা

১। ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে ‘তরঙ্গিনী’ কী?

          ক) মেঘ                   

খ) ঢেউ

          গ) বৃষ্টি                    

ঘ) নদী

২। ‘মহম্মদীয় আইনে’ পৈতৃক সম্পত্তিতে কন্যার অধিকার পুত্রের-

          ক) অর্ধেক                

খ) সমান

          গ) দেড়গুণ                

ঘ) দ্বিগুণ

৩। রোকেয়া সাখাওয়াত হোসেন দক্ষতা অর্জন করেছিলেন কোন কোন ভাষায়?

          ক) ইংরেজি ও আরবি    

খ) বাংলা ও ফারসি

          গ) ইংরেজি ও বাংলা    

ঘ) আরবি ও ফারসি

৪। রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে মৃত্যুবরণ করেন?

          ক) ১৯৩০                

খ) ১৯৩১

          গ) ১৯৩২                 

ঘ) ১৯৩৩

৫। বেগম রোকেয়ার সাহিত্যকর্মের লক্ষণীয় বৈশিষ্ট্য হলো-

i) তীক্ষ্ণতা ও ঋজুতা

ii) সমাজ সচেতনতা

iii) পর্দা প্রথার বিরোধিতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

৬। প্রায় সমগ্র নারীজাতির কথা উল্লেখ আছে কোন প্রবন্ধে?

          ক) পদ্মরাগ               

খ) সুলতানার স্বপ্ন

          গ) স্ত্রীজাতির অবনতি    

ঘ) ভ্রাতা-ভগ্নি

৭। ‘মানসিক দাসত্ব’ বোঝানোর জন্য লেখিকা কাদের কথা বলেছেন?

          ক) ভারতীয়দের          

খ) বাঙালিদের

          গ) ফরাসিদের            

ঘ) পার্সিদের

৮। লেখিকার মতে সীতা রামের নিকট থেকে কোন অধিকার পাননি?

          ক) স্ত্রীর অধিকার

          খ) সম্পদের অধিকার

          গ) নারীর অধিকার

          ঘ) ভালোবাসার অধিকার

৯। স্বামী যখন পৃথিবী থেকে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন কী করেন?

          ক) বালিশের ওয়াড়ে ফুল তোলেন

          খ) বালিশের ওয়াড় সেলাই করেন

          গ) বালিশের ওয়াড়ের দৈর্ঘ্য-প্রস্থ মাপেন

          ঘ) বালিশের ওয়াড় পরিষ্কার করেন

১০। বেগম রোকেয়ার মতে, নারীশিক্ষার লক্ষ্য কী?

          ক) আত্মোপলব্ধি          

খ) নারীর উন্নয়ন

          গ) নারীর জাগরণ         

ঘ) জাতীয় সমৃদ্ধি

১১। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নবদম্পতির প্রেমালাপ’ কবিতায় প্রকাশ পেয়েছে কোনটি?

          ক) স্বামীর প্রিয়ভাজন হওয়ার শিক্ষা

          খ) স্বামীর উপযুক্ত সহচরী হওয়ার শিক্ষা

          গ) স্বামী-স্ত্রীর সাংসারিক শিক্ষা

          ঘ) স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্যের শিক্ষা

১২। ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধ অনুযায়ী পিতার স্নেহ-যত্ন কোন ধরনের সম্পত্তি?

          ক) পার্থিব সম্পত্তি        

খ) অপার্থিব সম্পত্তি

          গ) বৈধ সম্পত্তি           

ঘ) ওয়ারিশান সম্পত্তি

১৩। নারীদের পশ্চাৎপদতার কারণ-

          ক) পুরুষের মনোভাব    

খ) সুশিক্ষার অভাব

          গ) আর্থিক অসংগতি     

ঘ) ধর্মীয় প্রভাব

১৪। রোকেয়া সাখাওয়াত হোসেন ‘স্বামী’র স্থলে কোন শব্দ প্রচলন করতে চেয়েছেন?

          ক) পতি                   

খ) প্রভু

          গ) অর্ধাঙ্গ                 

ঘ) উত্তমার্ধ

১৫। ‘পদ্মরাগ’ কোন লেখকের উল্লেখযোগ্য গ্রন্থ?

          ক) কাজী নজরুল ইসলাম

          খ) রোকেয়া সাখাওয়াত হোসেন

          গ) প্রমথ চৌধুরী

          ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

১৬। ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে স্বামী যখন সূর্যমণ্ডলের ঘনফ তুলাদণ্ডে ওজন করেন স্ত্রী তখন কী করেন?

          ক) রূপচর্চার কাজে ব্যস্ত থাকেন

          খ) গোলাপের সৌন্দর্য উপভোগ করেন

          গ) রন্ধনশালায় বিচরণ করেন

          ঘ) শ্বশুর-শাশুড়ির সেবায় ব্যস্ত থাকেন

১৭। সমাজ জীবনের অগ্রগতি ও কল্যাণসাধনের জন্য প্রয়োজন-

i) পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন

ii) নারী জাগরণ

iii) নারীশিক্ষার প্রসার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১৮। ভারতবাসীর উন্নতির পথে বাধার কারণ-

i) নারীর শিক্ষা না থাকা

ii) নারীর পর্দায় অবরুদ্ধ থাকা

iii) নারী পুরুষের বৈষম্য থাকা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:

আইরিন নিয়মিত পাবলিক বাসে যাতায়াত করে। বাসের পুরুষ যাত্রীগণ বসার জন্য তাকে জায়গা ছেড়ে দেয়। সে এ ধরনের দয়া গ্রহণে আগ্রহী নয়।

১৯। উদ্দীপকের পুরুষদের আচরণে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের কোন ভাবটি প্রতিফলিত হয়েছে?

          ক) পুরুষের দৃষ্টিভঙ্গি

          খ) নারীর প্রতি করুণাবোধ

          গ) নারীর সংকীর্ণতা

          ঘ) নারীর পুরুষ বিদ্বেষ

২০। উদ্দীপকের ভাবটি ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে নিচের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে?

          ক) ঐরূপ পর্দা-বিরোধ কখনোই প্রশংসনীয় নহে

          খ) মুসলমানদের মতে আমরা পুরুষের অর্ধেক

          গ) স্ত্রীজাতি উত্তমার্ধম তাহারা নিকৃষ্টার্ধ

          ঘ) আমরা স্বামীর দাসী নহি, অর্ধাঙ্গী

v নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:

‘কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি

প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী।’

২১। উদ্দীপকে উল্লিখিত ‘প্রেরণা’ শব্দটি ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের কোন দিকটির প্রকাশ ঘটিয়েছে?

          ক) নারীই শক্তির উৎস

          খ) নারীরা সমাজ বিনির্মাণে সাহায্যকারী

          গ) নারীরা পুরুষের সমকক্ষ

          ঘ) নারীই পুরুষের চালিকাশক্তি

২২। চরণগুলোতে বেগম রোকেয়ার চিন্তাধারার যে দিকটির সাদৃশ্য রয়েছে-

i) সমাজজীবনে নারীর ভূমিকা

ii) সমাজজীবনে নারী-পুরুষের মিলনক্ষেত্র

iii) নারী-পুরুষের সমতা বিধান

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:

মানবদেহে যেমন দুই চোখ, দুই হাত, দুই পা; সমাজদেহে তেমনি নর-নারী। যে দেহে এক চোখ কানা, এক হাত ভাঙা, এক পা খোঁড়া; সে দেহ বিকলাঙ্গ।

২৩। উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন রচনাকে নির্দেশ করে?

          ক) সাহিত্যে খেলা        

খ) যৌবনের গান

          গ) অপরাহ্নের গল্প        

ঘ) অর্ধাঙ্গী

২৪। উদ্দীপকের বিষয়বস্তু ও নির্দেশিত প্রবন্ধের বিষয়বস্তু এক, কারণ উভয় রচনায়-

i) নারীকে সমাজের অপরিহার্য অঙ্গ বলা হয়েছে

ii) নারী ও পুরুষকে সমান বলা হয়েছে

iii) আইনের বিভিন্ন বিষয়ের কথা বলা হয়েছে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৫। অবলা জাতি রূপে কল্পনা করা হয়েছে-

          ক) পুরুষ জাতিকে        

খ) নারী জাতিকে

          গ) অবহেলিত মানুষকে  

ঘ) বলহীন মানুষকে

২৬। কলম্বস এর পূর্ণ নাম কী?

          ক) ইসাবেল কিস্টোফার কলম্বস

          খ) কিস্টোফার কলম্বস

          গ) আইজ্যাক কিস্টোফার কলম্বস

          ঘ) ক্রিস্টোফার কলম্বস

২৭। ‘বোধোদয়’ গন্থের রচয়িতা কে?

          ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

খ) রামমোহন রায়

          গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 

ঘ) রামরাম বসু

২৮। ‘কাদম্বিনী’ বলতে কী বোঝায়?

          ক) কদম গাছ            

খ) কদম ফুল

          গ) মেঘমালা              

ঘ) বৃষ্টির ধারা

২৯। নারী সমাজের দুর্বল ও অবনত অবস্থার জন্য বেগম রোকেয়া কাকে দায়ী করেছেন?

          ক) নারীকে               

খ) পুরুষকে

          গ) সমাজব্যবস্থাকে       

ঘ) পরিবারকে

৩০। ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের মূল বৈশিষ্ট্য কোনটি?

          ক) নিষ্ঠা প্রদর্শন          

খ) যুক্তি প্রদর্শন

          গ) পরামর্শ প্রদান         

ঘ) মূল্যবোধের জাগরণ

উত্তরমালা

১ঘ

২ক

৩গ

৪গ

৫ক

৬গ

৭ঘ

৮ক

৯গ

১০খ

১১খ

১২খ

১৩খ

১৪গ

১৫খ

১৬গ

১৭ঘ

১৮ঘ

১৯খ

২০ঘ

২১খ

২২ঘ

২৩ঘ

২৪ক

২৫খ

২৬ঘ

২৭ক

২৮গ

২৯খ

৩০খ

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url