বিলাসী গল্পের বহুনির্বাচনি - বিলাসী গল্পের MCQ - মডেল টেস্ট ১৭

প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও

বিলাসী

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্নমালা

১। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো?

ক) ফার্স্ট ক্লাস             

খ) সেকেন্ড ক্লাস

গ) থার্ড ক্লাস                

ঘ) ফোর্থ ক্লাস

২। ‘ইহা আর একটি শক্তি’- উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?

ক) ভালোবাসা              

খ) বিধি-ব্যবস্থা

গ) বংশ মর্যাদা             

ঘ) বিষহরির আজ্ঞা

৩। ‘বিলাসী’ গল্পের সমাজচিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে?

ক) জাতিভেদ প্রথা         

খ) পরশ্রীকাতরতা

গ) নিষ্ঠুরতা                

ঘ) অকৃতজ্ঞতা

৪। ‘বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি।’- বিলাসী একথা কেন বলেছিলো?

i) শিয়াল কুকুরে খেয়ে যাবে

ii) রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না

iii) মৃত্যুঞ্জয় মরে যাবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:

তিন্নি তথাকথিত নিম্নবর্ণের মেয়ে। সে কর্মনিপুণ, বুদ্ধিমতী এবং সেবাব্রতী। সে কারণে বিশু তাকে বিয়ে করেছে। কিন্তু নিম্নবর্ণের হওয়ায় বিশুর পরিবার তিন্নিকে মেনে নেয়নি।

৫। উদ্দীপকে ‘বিলাসী’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে-

ক) জাতিভেদ               

খ) কুসংস্কার

গ) শ্রেণিশাসন              

ঘ) ধর্মবৈষম্য

৬। উদ্দীপকে ‘তিন্নি’ চরিত্রের যেসব বৈশিষ্ট্য ‘বিলাসী’ গল্পের ‘বিলাসী’ চরিত্রে পাওয়া যায়-

i) কর্মনিপুণ

ii) সৌন্দর্যের অহংকার

iii) সেবাব্রতী

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

৭। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক) ১৮৭৬                 

খ) ১৮৭৭

গ) ১৮৭৮                  

ঘ) ১৮৯০

৮। ‘গৃহদাহ’ উপন্যাসটির রচয়িতা কে?

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়  

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) কাজী নজরুল ইসলাম  

ঘ) আলাওল

৯। ‘সরস্বতী খুশি হইয়া বর দিবেন কী’- একথা বলার কারণ কী?

ক) ছাত্রদের কষ্ট            

খ) ছাত্রদের আগ্রহ

গ) ছাত্রদের খুশি            

ঘ) ছাত্রদের শহরমুখিতা

১০। ‘কামস্কাটকার’ রাজধানীর কথা কোন গল্পে উল্লেখ আছে?

ক) অপরিচিতা              

খ) হৈমন্তী

গ) বিলাসী                  

ঘ) অর্ধাঙ্গী

১১। ‘সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়’- উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

ক) বিশ্বাস                   

খ) ব্যঙ্গ

গ) বিস্ময়                   

ঘ) হতাশা

১২। মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন?

ক) একমাস                 

খ) দেড়মাস

গ) আড়াই মাস             

ঘ) ছয়দিন

১৩। মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে?

ক) মালো                   

খ) মিত্তির

গ) দত্ত                     

ঘ) আচার্য

১৪। ‘বিষহরির আজ্ঞা’ কী?

ক) মন্ত্র                      

খ) বাণী

গ) ধুয়া                      

ঘ) পুঁথি

১৫। মৃত্যুঞ্জয়ের খুড়া ষোলো আনা বাগান লাভ করলো কীভাবে?

ক) মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জনে

খ) বিলাসীর মৃত্যুর ফলে

গ) মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে

ঘ) মৃত্যুঞ্জয়ের অন্নপাপে

১৬। ছেলেবেলায় ন্যাড়ার কয়টি বিষয়ের প্রতি প্রবল শখ ছিলো?

ক) দুইটি                    

খ) তিনটি

গ) চারটি                    

ঘ) পাঁচটি

১৭। সাপ ধরার বায়না এলে বিলাসী নানা প্রকারে বাঁধা দিতো কেন?

ক) ঝুঁকিপূর্ণ কাজ ছিলো বলে

খ) শ্রমসাধ্য কাজ ছিলো বলে

গ) লোক ঠকানো হতো বলে

ঘ) অপছন্দের কাজ ছিলো বলে

১৮। ‘কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়’- ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয়ের পরিবর্তন কোনটি?

ক) জাত বিসর্জন           

খ) বিয়ে

গ) অন্নপাপ                 

ঘ) অসুস্থতা

১৯। ‘ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুল’ মূলত বিলাসীর-

i) দৈহিক সৌন্দর্যের পরিচয়

ii) স্বাস্থ্যহীনতার পরিচয়

iii) শারীরিক ক্লান্তির পরিচয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২০। চার ক্রোশ মানে আট মাইল নয়, ঢের বেশি। কেননা-

i) হিসাবের ভুল

ii) বর্ষার দিনে একহাঁটু কাদা

iii) গ্রীষ্মের দিনে ধুলার সাগর

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:

ধনাঢ্য সুমনের কাছে তার দূরসম্পর্কের এক মামা আশ্রয় চাইলে সে তাঁকে খুশিমনেই বাড়িতে থাকতে দেয়। কয়েকবছর পর সেই মামা সুমনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাড়িটি দখল করে নেয়।

২১। উদ্দীপকের মামা ‘বিলাসী’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?

ক) বিলাসী                  

খ) ন্যাড়া

গ) খুড়া                     

ঘ) মৃত্যুঞ্জয়

২২। উভয় চরিত্রের মাঝে মিল-

i) সম্পদলিপ্সায়

ii) রক্ষণশীল মনোভাবে

iii) কূটবুদ্ধির প্রয়োগে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:

ধনাঢ্য ব্যবসায়ীর একমাত্র কন্য সায়মা পিতার অমতে নিম্নবিত্ত রবিউলকে ভালোবেসে বিয়ে করে আটপৌরে জীবনযাপন করছে।

২৩। উদ্দীপকের সায়মা কাকে প্রতিনিধিত্ব করে?

ক) বিলাসীকে             

খ) কল্যাণীকে

গ) অপুকে                 

ঘ) মৃত্যুঞ্জয়কে

২৪। উদ্দীপকে ‘বিলাসী’ গল্পের কোন সমাজবাস্তবতা প্রতিফলিত হয়েছে?

ক) শ্রেণি বৈষম্য            

খ) রক্ষণশীলতা

গ) ধর্মান্ধতা                 

ঘ) কুসংস্কার

২৫। ভূদেব বাবু কে?

ক) সমাজপতি              

খ) শিক্ষক

গ) লেখক                   

ঘ) পুরোহিত

২৬। মনসা কীসের দেবী?

ক) জ্ঞানের দেবী            

খ) সিদ্ধিদাত্রী দেবী

গ) সর্বমঙ্গলা দেবী         

ঘ) সাপের দেবী

২৭। ‘বীণাপাণি’ কীসের দেবী?

ক) বুদ্ধির                   

খ) অন্নের

গ) বিদ্যার                   

ঘ) সিদ্ধির

২৮। ‘এন্ট্রান্স’ কোন পরীক্ষার সমতুল্য?

ক) মাধ্যমিক              

খ) উচ্চ মাধ্যমিক

গ) বিএ                      

ঘ) এমএ

২৯। ‘বিলাসী’ গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?

ক) বঙ্গদর্শন                

খ) ভারতী

গ) সারদা                   

ঘ) সবুজপত্র

৩০। ‘বিলাসী’ গল্পে কেন্দ্রীয় চরিত্র কোনটি?

ক) মৃত্যুঞ্জয়                 

খ) বিলাসী

গ) ন্যাড়া                    

ঘ) খুড়া

উত্তরমালা

১গ

২ক

৩ক

৪ক

৫ক

৬খ

৭ক

৮ক

৯ক

১০গ

১১খ

১২খ

১৩খ

১৪ক

১৫গ

১৬ক

১৭ক

১৮ক

১৯গ

২০গ

২১গ

২২খ

২৩ঘ

২৪ক

২৫গ

২৬ঘ

২৭গ

২৮ক

২৯খ

৩০খ

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url