অপরিচিতা গল্পের বহুনির্বাচনি - অপরিচিতা গল্পের MCQ - মডেল টেস্ট ১৬

প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও

অপরিচিতা

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নমালা

১। অনুপমের বাবার প্রথম অবকাশ ছিলো কোনটি?

ক) তীর্থযাত্রা               

খ) চাকুরি থেকে অবসর

গ) মৃত্যু                   

ঘ) সংহিতা পাঠ

২। অনুপমের মামার কোন ধরনের মেয়ে পছন্দ নয়?

ক) গরিবের               

খ) ধনীর

গ) সুন্দরী                 

ঘ) কর্মজীবী

৩। ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে?

ক) হরিশ                   

খ) মামা

গ) বিনু                      

ঘ) মা

৪। ‘অপরিচিতা’ গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিলো?

ক) বনগাঁও                  

খ) কানপুর

গ) হাওড়া                   

ঘ) শিয়ালদহ

৫। ‘অপরিচিতা’ কোন পুরুষের জবানিতে লেখা গল্প?

ক) উত্তম পুরুষ             

খ) মধ্যম পুরুষ

গ) নাম পুরুষ               

ঘ) কাল পুরুষ

৬। ‘আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম’- উক্তিটি থেকে বোঝা যায় অনুপম-

i) মেরুদণ্ডহীন

ii) বিবেকবোধহীন

iii) ব্যক্তিত্বহীন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:

‘যৌতুক একটি সামাজিক ব্যাধি। এর মূলউৎপাটনে তরুণদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি নারীশিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে।’

৭। উদ্দীপকের ‘তরুণদের এগিয়ে আসতে হবে’ বাক্যটি ‘অপরিচিতা’ গল্পের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য প্রযোজ্য?

ক) শম্ভুনাথ                 

খ) হরিশ

গ) মামা                    

ঘ) অনুপম

৮। উদ্দীপকের সামাজিক ব্যাধি ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে?

ক) মামা                    

খ) বিনু

গ) অনুপম                  

ঘ) মা

৯। বাংলা ছোটগল্পের সার্থক রূপকার কে?

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ) কাজী নজরুল ইসলাম

১০। ‘গল্পগু্চ্ছ’ গ্রন্থে সংকলিত ছোটোগল্পের সংখ্যা কত?

ক) ৯৪                     

খ) ৯৫

গ) ৯৬                     

ঘ) ৯৭

১১। ‘অপরিচিতা’ গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত ছিলো?

ক) বছর চারেক            

খ) বছর পাঁচেক

গ) বছর ছয়েক             

ঘ) বছর সাতেক

১২। মামার মন ভারী হলো কেন?

ক) পণের অঙ্ক সামান্য বলে

খ) মেয়ের বয়স কম বলে

গ) মেয়ের শিক্ষা কম বলে

ঘ) মেয়ের বয়স বেশি বলে

১৩। কল্যাণীকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়া অনুপমের কাছে কী হিসেবে রয়ে গেল?

ক) মনের আড়াল

খ) দেয়ালটুকুর আড়াল

গ) বিবেকের দংশন

ঘ) দুশ্চিন্তার কারণ

১৪। স্টেশনে কী ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়লো?

ক) বই                      

খ) ব্যাগ

গ) ক্যামেরা               

ঘ) চশমা

১৫। অনুপম জন্মান্তরে নিজের কোনটি কামনা করেছে?

ক) সুরূপ                    

খ) গুণ

গ) ব্যক্তিত্ব                  

ঘ) বিদ্যা

১৬। বেহাই সম্প্রদায়ের আর যাই হোক কী থাকা দোষের?

ক) প্রতিপত্তি               

খ) সম্মান

গ) আত্মমর্যাদা              

ঘ) তেজ

১৭। ‘অপরিচিতা’ গল্পে কার পশ্চিমে গিয়ে বাস করার কথা উল্লেখ আছে?

ক) হরিশের                 

খ) শম্ভুনাথের

গ) বিনুদার                  

ঘ) অনুপমের

১৮। ‘বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে’- উক্তিটি কার?

ক) মামার                  

খ) শম্ভুনাথের

গ) হরিশের                 

ঘ) মায়ের

১৯। অনুপম রেলগাড়িতে করে মাকে নিয়ে কোথায় যাচ্ছিলো?

ক) গ্রামের বাড়িতে         

খ) শ্মশান ঘাটে

গ) মামা বাড়িতে           

ঘ) তীর্থে

২০। কল্যাণীর শেষ পর্যন্ত বিয়েতে রাজি না হওয়ার কারণ হিসেবে কোনটি প্রযোজ্য?

ক) দেশপ্রেম                

খ) প্রতিশোধ

গ) ঘৃণা                      

ঘ) ধিক্কার

২১। অনুপমের মামার যে ধরনের বেয়াই পছন্দ-

i) যার অনেক টাকাপয়সা আছে

ii) যার টাকা নেই অথচ টাকা দিতে কসুর করবে না

iii) যাকে শোষণ করা যাবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২২। কল্যাণীর বিয়ে ভঙ্গের কারণ-

i) অনুপমের অসহায়ত্ব

ii) শম্ভুনাথের আত্মমর্যাদা

iii) মামার হীন মানসিকতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:

বড়ো বাড়িতে করিম শেখের আত্মীয়তা হতে পারে না, ওদের বসতে দেওয়ার মতো ব্যবস্থাই নেই।

২৩। উদ্দীপকের করিম শেখের অবস্থা ‘অপরিচিতা’ গল্পে কার মতো?

ক) অনুপমের               

খ) হরিশের

গ) বিনু দাদার             

ঘ) শম্ভুনাথের

২৪। উদ্দীপকের মতোই ‘অপরিচিতা’ গল্পে দেখানো হয়েছে-

i) উঁচু-নিচুর প্রভেদ

ii) উপনিবেশবাদের ভয়াবহতা

iii) ধনতান্ত্রিক সমাজব্যবস্থার স্বরূপ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:

ঘরেতে এলো না সে তো

মনে তার নিত্য আসা যাওয়া

পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।

২৫। উদ্দীপকের ‘সে’ ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

ক) অনুপম                  

খ) মামা

গ) কল্যাণী                  

ঘ) হরিশ

২৬। উদ্দীপকের ‘সে’ ‘অপরিচিতা’ গল্পের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে তার কারণ উভয়েরই-

i) পরিণাম এক

ii) নায়কের কল্পনা

iii) যৌতুকপ্রথার বলি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৭। দেখতে সুন্দর হলেও খাওয়ার অনুপযোগী ফল কোনটি?

ক) আমলকি                

খ) চালতা

গ) আতা                    

ঘ) মাকাল

২৮। ‘প্রদোষ’ এর প্রতিশব্দ কী?

ক) সকাল                  

খ) রাত

গ) সন্ধ্যা                    

ঘ) বিকাল

২৯। ‘অপরিচিতা’ গল্পে লেখক মূলত কী প্রকাশ করতে চেয়েছেন?

ক) শিক্ষার গুরুত্ব

খ) বাল্যবিবাহ রোধ

গ) কুসংস্কার দূরীকরণ

ঘ) তৎকালীন যৌতুকপ্রথা

৩০। ‘অপরিচিতা’ গল্পের ব্যক্তিত্বহীন চরিত্র কোনটি?

ক) কল্যাণী                

খ) অনুপম

গ) হরিশ                   

ঘ) অনুপমের বাবা

উত্তরমালা

১গ

২খ

৩গ

৪খ

৫ক

৬খ

৭ঘ

৮ক

৯খ

১০খ

১১গ

১২ঘ

১৩খ

১৪গ

১৫ক

১৬ঘ

১৭খ

১৮খ

১৯ঘ

২০ক

২১গ

২২ঘ

২৩ঘ

২৪খ

২৫গ

২৬গ

২৭ঘ

২৮গ

২৯ঘ

৩০খ

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url