প্রত্যাবর্তনের লজ্জা কবিতার বহুনির্বাচনি - প্রত্যাবর্তনের লজ্জা কবিতার MCQ - মডেল টেস্ট ১২

প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও

প্রত্যাবর্তনের লজ্জা

আল মাহমুদ

প্রশ্নমালা

১। কবি আল মাহমুদের গ্রামের নাম কী?

          ক) ঘাটাইল

          খ) মৌড়াইল

          গ) মাঝআইল

          ঘ) গোমরাইল

২। আল মাহমুদ কোন পেশায় দীর্ঘদিন যুক্ত ছিলেন?

          ক) শিক্ষকতা

          খ) সাংবাদিকতা

          গ) চিকিৎসা

          ঘ) ওকালতি

৩। কবি আল মাহমুদ সম্পাদিত পত্রিকার নাম কী?

          ক) দৈনিক জনকণ্ঠ

          খ) দৈনিক মানবকণ্ঠ

          গ) দৈনিক বার্তা

          ঘ) দৈনিক গণকণ্ঠ

৪। ‘কালের কলস’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

          ক) শামসুর রাহমান

          খ) আহসান হাবীব

          গ) আল মাহমুদ

          ঘ) জীবনানন্দ দাশ

৫। কোনটি কবি আল মাহমুদ রচিত উপন্যাস?

          ক) কালের কলস

          খ) বখতিয়ারের ঘোড়া

          গ) আগুনের মেয়ে

          ঘ) পানকৌড়ির রক্ত

৬। ‘অদৃষ্টবাদীদের রান্নাবান্না’ কী ধরনের গ্রন্থ?

          ক) কাব্যগ্রন্থ

          খ) উপন্যাস

          গ) নাটক

          ঘ) গল্পগ্রন্থ

৭। ‘পাখির কাছে ফুলের কাছে’ কী ধরনের রচনা?

          ক) উপন্যাস

          খ) গল্পগ্রন্থ

          গ) প্রবন্ধগ্রন্থ

          ঘ) শিশুতোষ কাব্যগ্রন্থ

৮। কবি আল মাহমুদ কোন আনন্দকে উপভোগ করতে আগ্রহী?

          ক) বিজয়ের আনন্দ

          খ) ভ্রমণের আনন্দ

          গ) উৎসবের আনন্দ

          ঘ) সৃষ্টির আনন্দ

৯। স্টেশনে পৌঁছে কবি কী রঙের আলোর সংকেত দেখেছিলেন?

          ক) লাল

          খ) নীল

          গ) হলুদ

          ঘ) সবুজ

১০। আধুনিক বাংলা কবিতায় আল মাহমুদ অনন্য জগৎ তৈরি করেন-

i) স্নিগ্ধ-শ্যামল গ্রামীণ জীবন নিয়ে

ii) যন্ত্রণাদগ্ধ শহুরে জীবন নিয়ে

iii) প্রশান্ত গ্রামীণ জীবন নিয়ে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১১। সহযাত্রীরা কীভাবে কবিকে স্বান্তনা দিচ্ছিলো?

          ক) কথা বলে

          খ) হাত নেড়ে

          গ) আশা জাগিয়ে

          ঘ) ইশারা করে

১২। ‘জাহানারা’ সম্পর্কে কবির কে হন?

          ক) মা

          খ) খালা

          গ) বোন

          ঘ) ফুফু

১৩। চাকরকে কে টিকিট কিনতে পাঠায়?

          ক) নাহার

          খ) ফরহাদ

          গ) লাইলী

          ঘ) জাহানারা

১৪। প্রকৃতির কোন অনুষঙ্গকে কবি শাদা পর্দা বলেছেন?

          ক) শিশির

          খ) কাশফুল

          গ) মেঘ

          ঘ) কুয়াশা

১৫। বকের ঝাঁক কোন দিকে উড়ে যাচ্ছে?

          ক) নদীর দিকে

          খ) গ্রামের দিকে

          গ) খেতের দিকে

          ঘ) জলার দিকে

১৬। কবির সহযাত্রীদের মুখগুলো উৎকণ্ঠিত ছিল কেন?

          ক) কবিকে দেখতে না পাওয়ায়

          খ) ট্রেন ধরতে কবি ব্যর্থ হওয়ায়

          গ) কবির হতাশা প্রকাশের জন্য

          ঘ) ট্রেন দ্রুত ছাড়ায়

১৭। ‘আজ রাত না হয় বই নিয়েই বসে থাক’- কবির মা কেন এ কথা বলেছিলেন?

          ক) রাগ করে

          খ) সতর্কতার জন্য

          গ) হতাশ করে

          ঘ) বিরক্তি প্রকাশে

১৮। ট্রেন ধরতে ব্যর্থ হওয়ায় কবির ভাই-বোনদের কথা মনে পড়ছিলো কেন?

          ক) স্মৃতিচারণ করতে

          খ) হতাশা ও গ্লানিবোধে

          গ) পূর্বসতর্কতার কথা মনে করে

          ঘ) অপমানের ভয়ে

১৯। ‘নির্লজ্জের মতোন লাল সূর্য ওঠা’- এখানে ‘লজ্জা’ মূলত কীসের?

          ক) চাকরি না পাওয়ার

          খ) কৈফিয়ত দেওয়ার

          গ) প্রত্যাবর্তনের জন্য

          ঘ) মায়ের বকুনি খাওয়ার

২০। ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার মূলসুর কী?

          ক) নগরমুখিতা

          খ) মাতৃভূমিপ্রীতি

          গ) পারিবারিক বন্ধন

          ঘ) হতাশা ও নৈরাশ্য

২১। ‘দারুণ ভয়’- কবিমনের এ অনুভূতির প্রকৃত কারণ কী?

          ক) ফিরে আসার গ্লানি

          খ) ট্রেন ছেড়ে দেওয়ার আশঙ্কা

          গ) পারিবারিক প্রতিকূলতা

          ঘ) স্বপ্নহীন নিদ্রা

২২। ‘আর আমি এদের ভাই’- কবির এ অনুভূতির মধ্য দিয়ে ফুটে উঠেছে-

i) অসহায়ত্ব

ii) হতাশা

iii) পরাজয়ের গ্লানি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৩। প্রত্যাবর্তনের লজ্জা থাকলেও কবির ফিরে আসা তাঁর কাছে পরম স্বস্তির কারণ-

i) গ্রামীণ জীবনে ফিরেছেন

ii) সরল প্রকৃতির আকর্ষণ

iii) শেকড়ে ফেরার আনন্দ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:

আমি বাংলায় গান গাই

আমি বাংলার গান গাই

আমি আমার আমিকে

চিরদনি এই বাংলায় খুঁজে পাই।

২৪। উদ্দীপকের ভাবার্থ ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

          ক) এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম

খ) দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা

          গ) তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি

ঘ) কুয়াশার শাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো

২৫। উদ্দীপকটি ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার সঙ্গে যে দৃষ্টিকোণ থেকে সাদৃশ্যপূর্ণ-

i) মাতৃভূমির প্রতি মমত্ববোধ

ii) শেকড়ের সঙ্গে নিবিড় বন্ধন

iii) আত্মানুসন্ধানে পরিতৃপ্তি লাভ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:

জীবিকার সন্ধানে প্রতিবছর প্রচুর মানুষ গ্রাম থেকে শহরে আসে। দিনদিন শহরমুখী মানুষের সংখ্যা বেড়েই চলেছে। জীবনযাত্রার মানোন্নয়নে ও আত্মকেন্দ্রিক ভাবনা মানুষকে শহরমুখী করার অন্যতম কারণ।

২৬। উদ্দীপকের শহরমুখী মানুষের সঙ্গে ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার যে চরিত্রের সাদৃশ্য রয়েছে-

i) কবি

ii) কবির সহযাত্রী

iii) কবির বাবা-মা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৭। উদ্দীপকের বিষয়বস্তু যেদিক দিয়ে ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার সঙ্গে সম্পর্কিত-

i) ব্যক্তিগত উন্নয়ন

ii) আর্থিক সচ্ছলতা

iii) উচ্চাকাঙ্ক্ষা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৮। ‘নীলবর্ণ’ আসলে কীসের সংকেত?

          ক) ট্রেন ছেড়ে দেওয়ার

          খ) ট্রেন থামানোর

          গ) ট্রেন চলাকালিন বিপদের

          ঘ) ট্রেনে ওঠার

২৯। ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতার উৎস কী?

          ক) বখতিয়ারের ঘোড়া

          খ) লোক লোকান্তর

          গ) কালের কলস

          ঘ) সোনালী কাবিন

৩০। ট্রেন ধরতে না পারার হতাশায় কবির কাদের কথা মনে পড়ছিলো?

          ক) ভাই বোনের

          খ) আত্মীয়স্বজনের

          গ) বাবা-মায়ের

          ঘ) বন্ধুবান্ধবের

উত্তরমালা

১খ

২খ

৩ঘ

৪গ

৫গ

৬ক

৭ঘ

৮ঘ

৯খ

১০খ

১১খ

১২গ

১৩গ

১৪ঘ

১৫ঘ

১৬খ

১৭খ

১৮খ

১৯গ

২০খ

২১ক

২২গ

২৩ঘ

২৪ঘ

২৫ঘ

২৬ক

২৭ঘ

২৮ক

২৯ঘ

৩০গ

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url