আমি কিংবদন্তির কথা বলছি কবিতার বহুনির্বাচনি - আমি কিংবদন্তির কথা বলছি MCQ - মডেল টেস্ট ১১

প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও

আমি কিংবদন্তির কথা বলছি

আবু জাফর ওবায়দুল্লাহ

প্রশ্নমালা

১। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবির পূর্বপুরুষের করতলে কীসের সৌরভ ছিলো?

          ক) রক্তজবার

          খ) পলিমাটির

          গ) শস্যদানার

          ঘ) ভালোবাসার

২। জিহ্বায় উচ্চারিত কেমন শব্দ কবিতা?

          ক) তীক্ষ্ণ

          খ) কঠিন

          গ) সহজ

          ঘ) সত্য

৩। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?

          ক) সমুদ্রের গর্জন

          খ) ঝড়ের আর্তনাদ

          গ) শ্বাপদের ভয়াবহতা

          ঘ) অস্ত্রের ঝনঝনানি

৪। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ভালোবাসা দিলে কে মরে যায়?

          ক) মা

          খ) গর্ভবতী বোন

          গ) সন্তান

          ঘ) মায়ের ছেলেরা

৫। পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিলো। কারণ তিনি-

          ক) ক্রীতদাস ছিলেন

          খ) শিকারি ছিলেন

          গ) পশুর দ্বারা আক্রান্ত হয়েছিলেন

          ঘ) অস্ত্রের আঘাতপ্রাপ্ত হয়েছিলেন

৬। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি কার যুদ্ধের কথা বলেছেন?

          ক) ভাইয়ের

          খ) বোনের

          গ) মায়ের

          ঘ) পূর্বপুরুষের

৭। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় মুক্তির পূর্বশর্ত কী?

          ক) শান্তি

          খ) সাহস

          গ) যুদ্ধ

          ঘ) স্বাধীনতা

৮। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কোন ছন্দে রচিত?

          ক) স্বরবৃত্ত

          খ) মাত্রাবৃত্ত

          গ) অক্ষরবৃত্ত

          ঘ) গদ্যছন্দ

৯। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার অর্থ হলো-

i) মুক্তির অনিবার্যতা

ii) সর্বশক্তিকে ধারণ

iii) সামর্থ্য অর্জন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১০। ‘বিচলিত স্নেহ’ বলতে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কী বোঝানো হয়েছে?

i) আপনজনের উৎকণ্ঠা

ii) ভালোবাসা আর শঙ্কা

iii) বিফল স্নেহ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:

কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে

দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?

১১। উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন চরণ সমর্থন করেছে?

          ক) তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিলো

          খ) সে সন্তানের জন্য মরতে পারে না

          গ) সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা

          ঘ) জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা

১২। উদ্দীপকে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার যে বিষয় প্রকাশিত হয়েছে-

i) ত্যাগ স্বীকার

ii) ফল ভোগ

iii) আঘাতের চিহ্ন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১৩। আবু জাফর ওবায়দুল্লাহ কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

          ক) বহেরচর-ক্ষুদ্রকাঠি

          খ) বহেরচর-বড়কাঠি

          গ) শিলচর-ক্ষুদ্রকাঠি

          ঘ) শিলচর-বড়কাঠি

১৪। আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় কোনটি প্রাধান্য পেয়েছে?

          ক) বাংলাদেশের প্রকৃতি

          খ) ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ

          গ) মৃত্যুচেতনা

          ঘ) বিদ্রোহী চেতনা

v নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:

অজয় রায় তাঁর ‘আদি বাঙালি: নৃতাত্ত্বিক ও সমাজতান্ত্রিক বিশ্লেষণ’ বইয়ে বাঙালিদের নৃতাত্ত্বিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।

১৫। উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কোন বিষয়কে উপস্থাপন করে?

          ক) বাঙালির সংগ্রাম

          খ) বাঙালির গৌরব

          গ) বাঙালির বিজয়

          ঘ) বাঙালির ঐতিহ্য

১৬। উক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাকে বলা যায়-

i) আত্মপরিচয়ের কবিতা

ii) আত্মসমালোচনার কবিতা

iii) আত্মচেতনার কবিতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১৭। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কেন কবিতা হয়ে ওঠে?

          ক) স্বপ্ন ও বাস্তবতার মিলনে

          খ) অতিবাস্তবতার কারণে

          গ) কৃষষের শ্রমের জন্য

          ঘ) স্বপ্ন ও কল্পনার মিলনে

১৮। যে কবিতা শুনতে জানে না সে কীসের অধিকার থেকে বঞ্চিত হবে?

          ক) মানবিকতার

          খ) দিগন্তের

          গ) স্বাধীনতার

          ঘ) শৃঙ্খলার

১৯। কবির পুর্বপুরুষরা কবিতার অনুরক্ত ছিলেন কেন?

          ক) বিপ্লবী ছিলেন বলে

          খ) সৃষ্টিশীল ছিলেন বলে

          গ) কবিতাপ্রেমী ছিলেন বলে

          ঘ) পরিশ্রমী ছিলেন বলে

২০। ‘আমি বিচলিত স্নেহের কথা বলছি’ এখানে ‘বিচলিত’ অর্থ কী?

          ক) চলমানহীনতা

          খ) নিত্যতা

          গ) উদবিগ্ন

          ঘ) উচ্চারণযোগ্য

২১। কবির পূর্বপুরুষের পিঠে কীসের মতো ক্ষত ছিলো?

          ক) কৃষ্ণচূড়া

          খ) শিমুল

          গ) রক্তজবা

          ঘ) পলাশ

২২। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?

          ক) অত্যাচারিত

          খ) নিপীড়িত

          গ) অবহেলিত

          ঘ) ক্রীতদাস

২৩। যে সাঁতার জানে না, তাকে কে ভাসিয়ে রাখে?

          ক) সাগর

          খ) নৌকা

          গ) প্রবহমান নদী

          ঘ) ডুবুরি

২৪। যে কবিতা শুনতে জানে না, সে কার সঙ্গে খেলা করতে পারে না?

          ক) সন্তানের

          খ) বন্ধুর

          গ) পাখির

          ঘ) মাছের

২৫। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কীভাবে যুদ্ধ আসার কথা বলা হয়েছে?

          ক) ভালোবেসে

          খ) অভিমানে

          গ) অত্যাচারে

          ঘ) ঘৃণায়

২৬। কীসের অনিবার্য অভ্যুত্থান কবিতা?

          ক) সশস্ত্র সাহসীর

          খ) অস্ত্রহীন সাহসীর

          গ) অস্ত্রহীন সুন্দরের

          ঘ) সশস্ত্র সুন্দরের

২৭। পূর্বপুরুষ যেসব কথা বলতেন তা হলো-

i) অরণ্যের

ii) স্বাপদের

iii) আবাদের

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৮। মায়ের ছেলেরা চলে যায়। কারণ-

i) দেশকে শত্রুমুক্ত করতে হবে

ii) দেশকে স্বাধীন করতে হবে

iii) দেশকে সমৃদ্ধ করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৯। হিংস্র মাংসাশী শিকারি জন্তুকে এককথায় কী বলে?

          ক) শ্বাপদ

          খ) রাক্ষস

          গ) অসুর

          ঘ) দৈত্য

৩০। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘কবিতা’ শব্দটি কী হিসেবে ব্যবহৃত হয়েছে?

          ক) জাগরণ

          খ) প্রতীক

          গ) সংগ্রাম

          ঘ) প্রত্যাশা

উত্তরমালা

১খ

২ঘ

৩খ

৪ক

৫ক

৬ক

৭গ

৮ঘ

৯ঘ

১০ক

১১গ

১২ক

১৩ক

১৪খ

১৫ঘ

১৬খ

১৭ক

১৮খ

১৯খ

২০গ

২১গ

২২ঘ

২৩গ

২৪ঘ

২৫ক

২৬ঘ

২৭ঘ

২৮ঘ

২৯ক

৩০খ

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url