ফেব্রুয়ারি ১৯৬৯ - ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার বহুনির্বাচনি - ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ - মডেল টেস্ট ১০

প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও

ফেব্রুয়ারি ১৯৬৯

শামসুর রাহমান

প্রশ্নমালা

১। ভাষা শহিদদের ‘রক্তের বুদবুদ’ কোনটি?

          ক) পলাশ ফুল

          খ) কমলবন

          গ) বর্ণমালা

          ঘ) কৃষ্ণচূড়া

২। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কৃষ্ণচূড়ার রংকে কবি কীসের রং হিসেবে উল্লেখ করেছেন?

          ক) মাটি ও মানুষের

          খ) বাঙালির চেতনা

          গ) বাঙালির ঐতিহ্য

          ঘ) জাতীয় পতাকা

৩। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তোলে?

          ক) জব্বার

          খ) রফিক

          গ) সালাম

          ঘ) বরকত

৪। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় নক্ষত্রের মতো কী ঝরে?

          ক) অবিনাশী বর্ণমালা

          খ) মাতার অশ্রুজল

          গ) বীরের রক্ত

          ঘ) আনন্দের রৌদ্র

৫। ‘মানবিক বাগান’ বলতে কী বোঝানো হয়েছে?

          ক) পদ্মবন

          খ) বাস্তবের বিশালতা

          গ) মানবীয় জগৎ

          ঘ) হরিৎ উপত্যকা

৬। ‘সেই ফুল আমাদেরই প্রাণ’ এখানে ‘ফুল’ বলতে বোঝানো হয়েছে-

          ক) বাংলা ভাষা

          খ) বাংলাদেশ

          গ) একুশের কৃষ্ণচূড়া

          ঘ) শহিদের রক্তের বুদবুদ

৭। উনসত্তরের গণঅভ্যুত্থানে কাজ করেছে ----- চেতনা?

          ক) লাহোর প্রস্তাবের

          খ) স্বাধীনতার

          গ) স্বৈরাচার বিরোধী

          ঘ) একুশের

৮। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার বৈশিষ্ট্য-

i) দেশপ্রেম

ii) গণজাগরণ

iii) সংগ্রামী চেতনা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

৯। কবি শামসুর রাহমানের জন্মতারিখ কোনটি?

          ক) ২০ অক্টোবর, ১৯২৯

          খ) ২০ নভেম্বর, ১৯২৯

          গ) ২৩ অক্টোবর, ১৯২৯

          ঘ) ২৪ নভেম্বর, ১৯২৯

v নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলেজের ‘যেমন খুশি তেমন সাজ’ অনুষ্ঠানে সজীব সেজেছে ভাস্কর্যরূপে। তার সমস্ত শরীরে জড়ানো বাংলা বর্ণমালা।

১০। উদ্দীপকের ভাস্কর্যটি ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় বর্ণিত কোন ব্যক্তিকে নির্দেশ করে?

          ক) রফিক

          খ) সালাম

          গ) বরকত

          ঘ) শফিক

১১। কবিতায় বর্ণিত ঐ ব্যক্তি সম্পর্কে বলা যায়-

i) তিনি ভাষ শহিদ

ii) তার চোখে আলোচিত ঢাকা

iii) তিনি রাজপথে নেমে এসেছেন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১২। নাগরিক কবি কে?

          ক) সুকান্ত ভট্টাচার্য

          খ) রবীন্দ্রনাথ ঠাকুর

          গ) শামসুর রাহমান

          ঘ) জীবনানন্দ দাশ

১৩। ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ এটি কোন ধরনের রচনা?

          ক) কিশোর উপন্যাস

          খ) নাটক

          গ) কাব্যগ্রন্থ

          ঘ) অনুবাদ

১৪। কবি শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয় কোন পত্রিকায়?

          ক) দৈনিক মর্নিং নিউজ

          খ) দৈনিক বাংলা

          গ) সাপ্তাহিক সোনার বাংলা

          ঘ) লাঙল

১৫। শামসুর রাহমানের অকুণ্ঠ সমর্থন ছিলো-

i) নাগরিক জীবনের প্রতি

ii) গণতন্ত্রের প্রতি

iii) ভাষা আন্দোলনের প্রতি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১৬। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কয়টি মাসের উল্লেখ করা হয়েছে?

          ক) ১

          খ) ২

          গ) ৩

          ঘ) ৪

১৭। কখন সালাম আবার ফিরে আসে?

          ক) বায়ান্নতে

          খ) উনসত্তরে

          গ) ছেষট্টিতে

          ঘ) একাত্তরে

১৮। কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে-

          ক) পাকিস্তানি হানাদারের রক্ত

          খ) ভাষা শহিদদের রক্ত

          গ) মুক্তিযোদ্ধাদের রক্ত

          ঘ) আন্দোলনকারীদের রক্ত

১৯। চতুর্দিকে কী তছনছ হচ্ছে?

          ক) মানবিক বাগান

          খ) গ্রাম

          গ) পূর্ব বাংলা

          ঘ) ধানক্ষেত

২০। এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল-

i) গ্রামের আঙিনায়

ii) বাস্তবের বিশাল চত্বরে

iii) হৃদয়ের হরিৎ উপত্যকতায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:

সুমন্তদের স্কুলে একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। সমস্ত শরীরে বর্ণমালা খোদাই করা।

২১। উদ্দীপকের ভাস্কর্যের সাথে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার সাদৃশ্যপূর্ণ চরিত্র-

          ক) বরকত

          খ) সালাম

          গ) রফিক

          ঘ) শফিউর

২২। কবিতায় বর্ণিত ঐ ব্যক্তি সম্পর্কে প্রযোজ্য-

i) তিনি ভাষা শহিদ

ii) তার চোখে আলোচিত ঢাকা

iii) তিনি মুক্তিযোদ্ধা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৩। গণঅভ্যুত্থানে কারা অংশগ্রহণ করেছিলো?

          ক) কৃষক

          খ) ছাত্র

          গ) সকল শ্রেণি পেশার মানুষ

          ঘ) শ্রমিক

v নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:

১৯৬৬ সালের ৬ দফা দাবি ও তৎপরবর্তী নানা ঘটনায় ১৯৬৯ সালে এদেশে বৃহত্তর আন্দোলন সূচিত হয়।

২৪। উদ্দীপকে উক্ত বৃহত্তর আন্দোলন ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কীরূপে সূচিত হয়েছে?

          ক) ভাষা আন্দোলনরূপে

          খ) শিক্ষা আন্দোলনরূপে

          গ) ছাত্র আন্দোলনরূপে

          ঘ) গণঅভ্যুত্থানরূপে

২৫। উক্ত আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি-

i) শিক্ষার অধিকার চেয়েছিলো

ii) নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছিলো

iii) শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলো

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৬। গণঅভ্যুত্থান গড়ে ওঠে-

          ক) ভাষা আন্দোলন কেন্দ্র করে

          খ) ছাত্র আন্দোলন কেন্দ্র করে

          গ) ছাত্র অসন্তোষ কেন্দ্র করে

          ঘ) ছাত্র অধিকার কেন্দ্র করে

২৭। কোন সালের ছাত্র অসন্তোষ ১৯৬৯সালের গণ অভ্যুত্থানে রূপ নেয়?

          ক) ১৯৫২

          খ) ১৯৫৪

          গ) ১৯৬৬

          ঘ) ১৯৬৮

২৮। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় যে শিল্পভাষ্য ফুটে উঠেছে-

          ক) প্রতিবাদী চেতনা

          খ) সংগ্রামী চেতনা

          গ) আত্মাহুতি

          ঘ) শাসকগোষ্ঠীর শোষণ

২৯। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

          ক) নিজ বাসভূমে

          খ) বন্দী শিবির থেকে

          গ) বুক তার বাংলাদেশের হৃদয়

          ঘ) নিরালোকে দিব্যরথ

৩০। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন ছন্দে রচিত?

          ক) গদ্যছন্দ

          খ) অক্ষরবৃত্ত

          গ) মাত্রাবৃত্ত

          ঘ) অমিত্রাক্ষর

উত্তরমালা

১ঘ

২খ

৩গ

৪ক

৫গ

৬ক

৭গ

৮ঘ

৯গ

১০খ

১১ঘ

১২গ

১৩গ

১৪গ

১৫গ

১৬ক

১৭খ

১৮খ

১৯ক

২০গ

২১খ

২২ক

২৩গ

২৪ঘ

২৫গ

২৬গ

২৭ক

২৮খ

২৯ক

৩০ক


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url