প্রতিদান কবিতা - প্রতিদান কবিতার বহুনির্বাচনি - মডেলটেস্ট ০৭
প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও
প্রতিদান
জসীমউদদীন
প্রশ্নমালা
১। কবি জসীমউদদীন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
২। ‘প্রতিদান’ কবিতায় কবি ‘বিষে ভরা বাণ’ এর পরিবর্তে কী দিয়েছেন?
৩। ‘প্রতিদান’ কবিতায় কে পথের বিবাগী হয়েছেন?
৪। ‘প্রতিদান’ কবিতায় ‘বুকভরা গান’ বলতে কী বোঝানো হয়েছে?
৫। ‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান’- চরণটিতে কবি কী বুঝিয়েছেন?
৬। ‘প্রতিদান’ কবিতার মূল উপজীব্য হলো-
v নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
মানুষের চেয়ে বড়ো কিছু নাই, নহে কিছু মহীয়ান।’
৭। উদ্দীপকের ভাব ‘প্রতিদান’ কবিতার কোন ভাবটি ধারণ করে?
৮। উদ্দীপক ও আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে-
v নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
৯। উদ্দীপকের সৎ মায়ের সাথে ‘প্রতিদান’ কবিতার সাদৃশ্য কোথায়?
১০। রহিমার মধ্যে কবি চেতনার প্রতিফলিত দিকটি হলো-
১১। কবি জসীমউদদীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
১২। জসীমউদদীনের ছাত্রাবস্থায় কোন কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়?
১৩। কে ‘পল্লিকবি’ হিসেবে সমধিক পরিচিত?
১৪। ‘সোজন বাদিয়ার ঘাট’ কী জাতীয় গ্রন্থ?
১৫। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
১৭। ‘প্রতিদান’ কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিলো?
১৮। ‘প্রতিদান’ কবিতায় কবি কী কী বেঁধে দিতে চেয়েছেন?
১৯। ‘প্রতিদান’ কবিতায় উল্লিখিত ‘বাণ’ কেমন?
২০। কবি কাঁটার বিনিময়ে কী দান করেছেন?
২১। ‘প্রতিদান’ কবিতায় ফুল মালঞ্চ কীসের সোহাগ জড়ানো?
২২। দীঘল রজনী কবির না ঘুমানোর কারণ-
২৩। অনিষ্টকারী কবিকে কী শোনায়?
২৪। কাঁটার বিনিময়ে ফুল দেওয়ার কারণ-
২৫। কবি নিজের হাতে অনিষ্টকারীর কী সাজান?
v নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:
‘পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন,
২৬। উদ্দীপকের সাথে ‘প্রতিদান’ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ?
২৭। উদ্দীপক ও ‘প্রতিদান’ কবিতা অণুসারে মানবজীবন সার্থক হবে-
২৮। ‘প্রতিদান’ কবিতায় হিংসাকে কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে?
২৯। কবি কীভাবে প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা করেন?
৩০। ‘প্রতিদান’ কবিতার প্রতিপাদ্য কোনটি?
উত্তরমালা
১খ |
২খ |
৩ক |
৪ঘ |
৫খ |
৬ঘ |
৭ঘ |
৮খ |
৯ঘ |
১০গ |
১১খ |
১২গ |
১৩ঘ |
১৪ক |
১৫ক |
১৬গ |
১৭গ |
১৮গ |
১৯ক |
২০ঘ |
২১গ |
২২ক |
২৩ক |
২৪ক |
২৫ঘ |
২৬ক |
২৭খ |
২৮খ |
২৯ক |
৩০গ |