সোনার তরী কবিতা - সোনার তরী কবিতার বহুনির্বাচনি - মডেল টেস্ট ০৫
প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও
সোনার তরী
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নমালা
১। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
২। ‘সোনার তরী’ কবিতায় কোন সময়ের কথা আছে?
৩। ‘সোনার তরী’ কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে?
৪। ‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ কীসের প্রতীক?
৫। ‘সোনার তরী’ কবিতায় মহাকালের প্রতীক কোনটি?
৬। ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
৭। ‘সোনার তরী’ কবিতায় ‘যারে খুশি তারে দাও’ উক্তিতে প্রকাশ পেয়েছে-
iii) সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা
v নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
যা রুপিবে- তাই পাবে, সংসার যে কর্মভূমি।
৮। উদ্দীপকের অন্তর্নিহিত তাৎপর্যের সঙ্গে সংগতিপূর্ণ পঙক্তি কোনটি?
গ) আমারি সোনার ধানে গিয়েছে ভরি
৯। উক্ত সংগতির বিপরীতে ‘সোনার তরী’ কবিতার অন্তর্নিহিত দর্শনটি হলো-
i) পৃথিবীতে ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায়
ii) মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে, মানুষকে নয়
iii) মানুষ নশ্বর, তার কর্ম অবিনশ্বর
১০। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
১২। কৃষক ভরসা না পাওয়ার কারণ কী?
১৪। ‘সোনার তরী’ কবিতায় কোন ঋতুর প্রভাব লক্ষ্য করা যায়?
১৫। ‘ঢেউগুলো নিরুপায়’ কথাটির মধ্য দিয়ে মূলত কোন বিষয়টি বোঝানো হয়েছে?
১৬। কবির বর্ণনায় নিরুপায় ঢেউগুলো কী করে?
১৭। হিংস্র নদীর স্রোত কোথায় খেলা করছিলো?
১৮। জলকে ‘বাঁকা’ বলে অভিহিত করার কারণ কী?
১৯। কৃষক থরে বিথরে কী সাজিয়ে দিলেন?
২১। ‘সোনার তরী’ কবিতায় পরপারের গ্রামটি নির্দেশ করে-
২৩। ‘সোনার তরী’ কবিতায় কার দুঃখ প্রকাশিত হয়েছে?
২৪। সৃষ্টিকর্মকে সোনার ফসল বলা হয়েছে কেন?
২৫। ‘সোনার তরী’ কবিতায় বর্ণিত ধানখেতটি-
v নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:
২৬। উদ্দীপকে ‘সোনার তরী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
২৭। উদ্দীপকের সঙ্গে ‘সোনার তরী’ কবিতার বৈসাদৃশ্য রয়েছে-
২৮। ‘বর্ষা’ শব্দের রূপান্তরিত রূপ কী?
২৯। ‘সোনার তরী’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
৩০। ‘সোনার তরী’ কবিতাটির অপূর্ণ পর্ব কয় মাত্রার?
উত্তরমালা
১গ |
২খ |
৩খ |
৪গ |
৫ঘ |
৬খ |
৭গ |
৮গ |
৯গ |
১০ক |
১১ক |
১২গ |
১৩ক |
১৪খ |
১৫ঘ |
১৬ক |
১৭খ |
১৮ক |
১৯ক |
২০খ |
২১গ |
২২ক |
২৩ক |
২৪ঘ |
২৫ঘ |
২৬খ |
২৭গ |
২৮ক |
২৯গ |
৩০ঘ |