ঋতু বর্ণন কবিতা - নতুন সিলেবাসের আলোকে - ঋতুবর্ণন কবিতার বহুনির্বাচনি - মডেল টেস্ট ০৪

প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও

ঋতু বর্ণন

আলাওল

প্রশ্নমালা

১। সতেরো শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি কে?

          ক) জীবনানন্দ দাশ

          খ) প্রমথ চৌধুরী

          গ) সুকান্ত ভট্টাচার্য

          ঘ) আলাওল

২। কবি আলাওল ও তার পিতা কোন জলদস্যুদের কবলে পড়েন?

          ক) ফরাসি

          খ) আরবি

          গ) বাঙালি

          ঘ) পর্তুগিজ

৩। আলাওল আরাকান রাজ্যে কীসের কাজ পান?

          ক) সেনাদলের

          খ) কেরানির

          গ) রাজমিস্ত্রির

          ঘ) শ্রমিকের

৪। কবি আলাওল এর নীতিকবিতা কোনটি?

          ক) তোহফা

          খ) রাগতালনামা

          গ) হপ্ত পয়কর

          ঘ) পুনশ্চ

৫। ‘রাগতালনামা’ কী?

          ক) কাব্য

          খ) কবিতা

          গ) সংগীতবিষয়ক কাব্য

          ঘ) নীতিকবিতা

৬। ‘ঋতু বর্ণন’ কবিতায় বসন্ত ঋতুর কেমন পল্লবের কথা বলা হয়েছে?

          ক) নবীন

          খ) পুরাতন

          গ) প্রবীণ

          ঘ) শুকনো

৭। মলয়া সমীর কীসের পদাতি?

          ক) কথার

          খ) কামের

          গ) প্রেমের

          ঘ) সৌন্দর্যের

৮। ‘ঋতু বর্ণন’ কবিতায় কুসুমিত কিংশুক সঘন বন কী রঙের?

          ক) নীল

          খ) সবুজ

          গ) হলুদ

          ঘ) লাল

৯। ‘ঋতু বর্ণন’ কবিতায় ভ্রমর কী করে?

          ক) কলরব

          খ) গর্জন

          গ) ঝঙ্কার

          ঘ) উড়ে বেড়ায়

১০। ভ্রমরের ঝঙ্কার কোকিলের কলরব শুনে কার মনে অনুভব জাগে?

          ক) শিশুর মনে

          খ) বৃদ্ধের মনে

          গ) যুবকের মনে

          ঘ) কিশোরের মনে

১১। ‘ঋতু বর্ণন’ কবিতায় সূর্য অতি প্রচণ্ড হয় কখন?

          ক) নিদাঘকালে

          খ) বসন্তকালে

          গ) শীতকালে

          ঘ) শরৎকালে

১২। নির্ভয়ে বরিয়ে জল চৌদিকে কী হয়?

          ক) হরষিত

          খ) পূরিত

          গ) চর্চিত

          ঘ) ব্যাপিত

১৩। ‘ঋতু বর্ণন’ কবিতায় কীটকুল কীভাবে রব করে?

          ক) ঝঙ্কারে ঝঙ্কারে

          খ) ভনভন করে

          গ) ঢঙঢঙ করে

          ঘ) শনশন করে

১৪। বর্ষাকালে যুবকচিত্ত কী রকম থাকে?

          ক) পূরিত

          খ) হরষিত

          গ) নির্মল

          ঘ) বিচিত্র

১৫। ‘ঋতু বর্ণন’ কবিতায় যামিনী দম্পতির মনে কী উপজিত হয়?

          ক) সুখ

          খ) দুঃখ

          গ) আনন্দ

          ঘ) বেদনা

১৬। ‘ঋতু বর্ণন’ কবিতায় দম্পতির চিত্তে কখন চেতন অনুভব হয়?

          ক) বসন্তকালে

          খ) গ্রীষ্মকালে

          গ) শরৎকালে

          ঘ) শীতকালে

v নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:

‘যত ক্লান্তি, যত ব্যথা যাক না সব দূরে

আজ শিশির ভেজা ভোরে।’

১৭। উদ্দীপকের বিষয়বস্তু পাঠ্যবইয়ের কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

          ক) সোনার তরী

          খ) পদ্মা

          গ) বিদ্রোহী

          ঘ) ঋতু বর্ণন

১৮। উদ্দীপক ও সাদৃশ্যপূর্ণ কবিতা উভয় ক্ষেত্রে প্রকাশ পেয়েছে-

i) প্রকৃতি ও মানবমনের সম্পর্ক

ii) প্রকৃতির মাঝে মুক্তির আস্বাদ

iii) মানবজন্মকে আপাততভাবে অনাকাঙ্ক্ষিত অনুভবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:

সবুজের কোলে হাত ধরাধরি, মেঘে ঢাকা যায় আকাশ, দম্পতির মনের বাঁধন শক্ত, যেমন নদীর ধারা অবিরাম প্রকাশ।

১৯। উদ্দীপকের বিষয়বস্তু পাঠ্যবইয়ের কোন কবিতার সঙ্গে সংগতিপিূর্ণ?

          ক) সোনার তরী

          খ) বিদ্রোহী

          গ) সুচেতনা

          ঘ) ঋতু বর্ণন

২০। উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের সংগতিপূর্ণ কবিতার যে দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ-

i) প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্তি হওয়া

ii) প্রকৃতি ও মানবপ্রেমের সম্পর্ক

iii) মানুষ তবুও ঋণী এই পৃথিবীর কাছে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২১। ‘ঋতু বর্ণন’ কবিতায় ‘পদাতি’ শব্দের অর্থ কী?

          ক) বেলিফুল

          খ) প্রেমের দেবতা

          গ) সংবাদ বাহক

          ঘ) আশ্রয়

২২। ‘ঋতু বর্ণন’ কবিতায় কবির যে দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে-

i) প্রকৃতির বিচিত্র রূপ

ii) আবহাওয়া ও ষড়ঋতুর প্রভাব

iii) কাল্পনিক অনুভূতি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৩। ‘কুসুমিত কিংশুক সঘন বন লাল’- এখানে ‘কিংশুক বলতে বোঝানো হয়েছে-

          ক) পলাশ ফুল

          খ) কৃষ্ণচূড়া ফুল

          গ) লাল ফুল

          ঘ) শিমুল ফুল

২৪। ‘নিদাঘ সমএ অতি প্রচণ্ড তপন’- এখানে ‘নিদাঘ’ বলতে বোঝানো হয়েছে-

          ক) উত্তাপ

          খ) শীত

          গ) বৃষ্টি

          ঘ) শরৎ

২৫। ‘ঋতু বর্ণন’ কবিতায় ষড়ঋতুর বৈচিত্র্য বাংলার নিসর্গরূপকে করেছে-

i) সমৃদ্ধ

ii) পরিপূর্ণ

iii) ক্ষীণ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৬। ‘পদ্মাবতী’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন কবিতাটি?

          ক) সোনার তরী

          খ) বিদ্রোহী

          গ) সুচেতনা

          ঘ) ঋতু বর্ণন

২৭। নবীন পত্রপুষ্প, মলয়া সমীর রয়েছে কোন ঋতুতে?

          ক) গ্রীষ্ম

          খ) শরৎ

          গ) বসন্ত

          ঘ) শীত

২৮। ষড়ঋতুর বর্ণনার মধ্য দিয়ে কবি প্রকৃতির কী তুলে ধরেছেন?

          ক) রূপ-মাধুরী

          খ) বৈচিত্র্য

          গ) বর্ণনা

          ঘ) স্পষ্টতা

v নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:

প্রকৃতি দম্পতির সম্পর্ককে প্রশান্তি ও শক্তি দেয়। প্রকৃতির সৌন্দর্য ও শান্ত পরিবেশে সময় কাটানো ভালোবাসা ও সান্নিধ্য বাড়ায়। সম্পর্ককে আরও গভীর করে তোলে।

২৯। উদ্দীপক ও ‘ঋতু বর্ণন’ কবিতায় কী প্রকাশ পেয়েছে?

          ক) প্রকৃতির সৌন্দর্য

          খ) মানবতা

          গ) দারিদ্রতা

          ঘ) প্রকৃতি ও মানবপ্রেমের সম্পর্ক

৩০। উদ্দীপক ও কবিতার মধ্যে ফুটে উঠেছে-

i) প্রকৃতির বিচিত্র রূপ

ii) আবহাওয়ার প্রভাব

iii) মানবমনের সম্পর্ক

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

 

উত্তরমালা

১ঘ

২ঘ

৩ক

৪ক

৫গ

৬ক

৭খ

৮ঘ

৯গ

১০গ

১১ক

১২খ

১৩ক

১৪খ

১৫খ

১৬ঘ

১৭ঘ

১৮ক

১৯ঘ

২০ক

২১গ

২২ক

২৩ক

২৪ক

২৫ক

২৬ঘ

২৭গ

২৮ক

২৯ঘ

৩০ঘ

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url