আঠারো বছর বয়স কবিতা - আঠারো বছর বয়স কবিতার বহুনির্বাচনি - মডেল টেস্ট ০৩

প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও

আঠারো বছর বয়স

সুকান্ত ভট্টাচার্য

প্রশ্নমালা

১। সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ কোনটি?

          ক) রৌদ্র করোটিতে

          খ) ছাড়পত্র

          গ) সহসা সচকিত

          ঘ) মুহূর্তের কবিতা

২। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?

          ক) ১৯ বছর

          খ) ২০ বছর

          গ) ২১ বছর

          ঘ) ২২ বছর

৩। তাজা তাজা প্রাণে অসহ্য কী?

          ক) কল্পনা

          খ) মন্ত্রণা

          গ) বন্দনা

          ঘ) যন্ত্রণা

৪। ‘আঠারো বছর বয়স’ কবিতা অনুসারে আঠারো বছর বয়স কী জানে না?

          ক) কাঁদা

          খ) ভয়

          গ) মাথা নোয়ানো

          ঘ) রক্তদানের পুণ্য

৫। আঠারো বছর বয়সের তরুণেরা বাষ্পের বেগে কীসের মতো চলে?

          ক) জাহাজের

          খ) বিমানের

          গ) স্টিমারের

          ঘ) নৌকার

৬। বিপদের মুখে আঠারো বছর বয়স কেমন?

          ক) প্রখর

          খ) অগ্রণী

          গ) দুর্বার

          ঘ) দুঃসাহসী

৭। ‘এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে’- এ পঙক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?

          ক) জীবনের ঝুঁকি

          খ) প্রাণ বিসর্জন

          গ) ব্যর্থতার দীর্ঘশ্বাস

          ঘ) ভীতির বার্তা

৮। ‘আঠারো বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া’- এ মহান মন্ত্রের বাহন কোনটি?

          ক) স্বার্থত্যাগ

          খ) আত্মত্যাগ

          গ) অর্থত্যাগ

          ঘ) বিলাসিতা ত্যাগ

৯। ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে রচিত?

          ক) অক্ষরবৃত্ত

          খ) স্বরবৃত্ত

          গ) গদ্যছন্দ

          ঘ) মাত্রাবৃত্ত

১০। ‘আঠারো বছর বয়স ভয়ংকর’ কারণ, এ বয়সে-

i) আঘাত আসে

ii) প্রাণে অসহ্য যন্ত্রণা

iii) প্রাণ তীব্র আর প্রখর

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:

‘আপদ আছে, জানি আঘাত আছে

তাই জেনে তো বক্ষে প্রাণ নাচে।’

১১। উদ্দীপকটির ‘আঠোরো বছর বয়স’ কবিতার নিচের কোন চরণের সঙ্গে মিল রয়েছে?

          ক) দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার

          খ) প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য

          গ) বিপদের মুখে এ বয়স অগ্রণী

          ঘ) পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা

১২। উদ্দীপকটির ভাবার্থ ‘আঠারো বছর বয়স’ কবিতার সঙ্গে কোন অর্থে অভিন্ন?

          ক) শৃঙ্খলাবোধ

          খ) বিশৃঙ্খলাবোধ

          গ) অস্থিরতা

          ঘ) সাহসিকতা

১৩। সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন?

          ক) দৈনিক স্বাধীনতা

          খ) মাসিক মোহাম্মদী

          গ) দৈনিক বাংলা

          ঘ) সংবাদ প্রভাকর

১৪। সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী?

          ক) ছাড়পত্র

          খ) আকাল

          গ) ঘুম নেই

          ঘ) পূর্বাভাস

১৫। ‘আঠারো বছর বয়স’ কবিতায় দুঃসাহস বলতে কী বোঝানো হয়েছে?

          ক) তীব্র যন্ত্রণা

          খ) দুঃসহ যন্ত্রণা

          গ) লক্ষ দীর্ঘশ্বাস

          ঘ) স্বপ্ন ও উদ্যোগ

১৬। আঠারো বছর বয়সে কী উঁকি দেয়?

          ক) সাহসিকতা

          খ) দুঃসাহস

          গ) আবেগ

          ঘ) উদাসীনতা

১৭। আঠারো বছরের তরুণেরা কেমন বেগে চলে?

          ক) হাওয়ার বেগে

          খ) ঝড়ের বেগে

          গ) বাষ্পের বেগে

          ঘ) ট্রেনের বেগে

১৮। ‘প্রাণ দেওয়া-নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য’- জীবনের কোন সময়ে?

          ক) কৈশোর জীবনে

          খ) কর্মজীবনে

          গ) যৌবনে পদার্পণকালে

          ঘ) অর্থ উপার্জনকালে

১৯। ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কয় মাত্রার পর্বে রচিত?

          ক) ৬ মাত্রা

          খ) ৫ মাত্রা

          গ) ৭ মাত্রা

          ঘ) ৮ মাত্রা

২০। ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘বিপদের মুখে এ বয়স-’ চরণের বাকি অংশ কী?

          ক) দুঃসহ

          খ) ভয়ংকর

          গ) অগ্রণী

          ঘ) দুর্বার

২১। এদেশের ‍বুকে কবি কোন বয়সের কামনা করেছেন?

          ক) পনেরো

          খ) ষোলো

          গ) সতেরো

          ঘ) আঠারো

২২। আঠারো বছর বয়সে অহরহ কী উঁকি দেয়?

          ক) ভয়

          খ) দুঃসাহস

          গ) কোলাহল

          ঘ) আন্দোলন

২৩। কোন বয়সে মানুষ নতুন কিছু করে?

          ক) নব-যৌবনে

          খ) পরিণত বয়সে

          গ) শৈশবে

          ঘ) কৈশোরে

২৪। আঠারো বছর বয়সে তরুণ মনকে ঘিরে ধরে-

i) দুঃসাহসী স্বপ্ন

ii) রোমাঞ্চকর কল্পনা

iii) সাহসী উদ্যোগ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৫। ‘স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি’ বলতে বোঝায় ব্যক্তির-

i) আত্মচেতনার উন্মোচন

ii) পরনির্ভরতা ত্যাগ করা

iii) আত্মপ্রত্যয়ী হয়ে ওঠা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:

পাড়ার মাঠে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে কিছু কলেজপড়ুয়া, তবে বয়োজ্যেষ্ঠরা এগুলোকে উৎপাত বলে মনে করেন।

২৬। উদ্দীপকে ‘আঠারো বছর বয়স’ কবিতায় বর্ণিত আঠারো বছর বয়সিদের কোন সংকট দেখা গেছে?

          ক) বয়সজনিত সংকট

          খ) মানসিক সংকট

          গ) রাজনৈতিক সংকট

          ঘ) সামাজিক সংকট

২৭। উক্ত সংকট থেকে উত্তরণের জন্য আঠারো বছর বয়সিদের-

i) আত্মবিশ্বাসী হতে হবে

ii) স্বনির্ভর হতে হবে

iii) আবেগ সংবরণ করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৮। আঠারো বছর বয়স মানবজীবনের কোন পর্যায়?

          ক) কৈশোর

          খ) যৌবন

          গ) উত্তরণকালীন

          ঘ) মধ্যমকালীন

২৯। ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কত সাথে প্রকাশিত হয়?

          ক) ১৯৪৮ সালে

          খ) ১৯৪৯ সালে

          গ) ১৯৫০ সালে

          ঘ) ১৯৫১ সালে

৩০। ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?

          ক) ১৯৪৭ সালে

          খ) ১৯৪৮ সালে

          গ) ১৯৪৯ সালে

          ঘ) ১৯৫০ সালে

 

উত্তরমালা

১খ

২গ

৩ঘ

৪ক

৫গ

৬খ

৭গ

৮খ

৯ঘ

১০গ

১১গ

১২ঘ

১৩ক

১৪ক

১৫ঘ

১৬খ

১৭গ

১৮গ

১৯ক

২০গ

২১ঘ

২২খ

২৩ক

২৪ঘ

২৫ঘ

২৬ঘ

২৭ক

২৮গ

২৯ক

৩০খ

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url