বিদ্রোহী কবিতা - বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি - মডেল টেস্ট ০২
প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও
বিদ্রোহী
কাজী নজরুল ইসলাম
প্রশ্নমালা
১। ‘বিদ্রোহী’ কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সাথে তুলনা করা হয়েছে কীসের?
২। ‘বিদ্রোহী’ কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি?
৩। ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন?
৪। কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিঃক্ষত্রিয় করবেন?
৫। ‘বিদ্রোহী’ কবিতায় ‘নটরাজ’ বলতে কাকে বোঝানো হয়েছে?
৬। ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
v নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
‘কোথা চেঙ্গিস, গজনি মামুদ, কোথায় কালাপাহাড়? ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার।’
৭। উদ্দীপকের ভাববস্তুর সাথে ‘বিদ্রোহী’ কবিতার কোন চরণটির সাদৃশ্য রয়েছে?
৮। উদ্দীপক ও উক্ত কবিতার মূল চেতনা-
ii) অত্যাচারীর বিরুদ্ধে বিদ্রোহ
৯। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারান?
১০। লেটোর দলে যোগ দিয়ে নজরুল দলের জন্য কী রচনা করেন?
১১। কত সালে বাঙালি পল্টন ভেঙে দেয়া হয়?
১২। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
১৩। কবি নিজেকে কীসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন?
১৪। কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?
১৬। নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন?
১৭। কবি নিজেকে কার বাঁশরীর সাথে তুলনা করেছেন?
১৮। কবিকে দেখে সপ্ত নরক হাবিয়া দোজখ কেঁপে কেঁপে নিভে যায় কেন?
১৯। নজরুল নিজেকে কার কঠোর কুঠারের সাথে তুলনা করেছেন?
২০। মহা প্রলয়ের সাথে সম্পর্ক আছে-
২১। কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন-
v নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
মানুষ স্বভাবতই নিজের আত্মপরিচয়ে বেখেয়াল। তা না হলে কোনো অন্যায় শক্তি তাকে পদানত করতে পারত না।
২৩। উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটির প্রচ্ছন্ন পরিচয় মেলে?
২৪। উক্ত দিকটি আলোচ্য কবিতায় উঠে এসেছে-
v নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:
২৫। উদ্দীপকের নূরলদীনের সাথে ‘বিদ্রোহী’ কবিতার কার মিল রয়েছে?
২৬। উক্ত মিলের অন্তর্নিহিত কারণ-
২৭। ভীম কী নিয়ে যুদ্ধে পারঙ্গম?
২৮। নিচের কোন জিনিসটি মহাদেবের হাতে থাকে?
২৯। গ্রিক পুরাণের গানের দেবতা কে?
৩০। পরশুরাম বিষ্ণুর কততম অবতার?
উত্তরমালা
১ক |
২ঘ |
৩গ |
৪গ |
৫ক |
৬খ |
৭ক |
৮ক |
৯গ |
১০গ |
১১ঘ |
১২ঘ |
১৩গ |
১৪ক |
১৫খ |
১৬গ |
১৭গ |
১৮গ |
১৯ক |
২০গ |
২১ঘ |
২২ঘ |
২৩খ |
২৪ক |
২৫খ |
২৬ক |
২৭ক |
২৮ঘ |
২৯খ |
৩০ঘ |