বিদ্রোহী কবিতা - বিদ্রোহী কবিতার বহুনির্বাচনি - মডেল টেস্ট ০২

প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও

 বিদ্রোহী

কাজী নজরুল ইসলাম

প্রশ্নমালা

১। ‘বিদ্রোহী’ কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সাথে তুলনা করা হয়েছে কীসের?

          ক) এলানো কেশের

          খ) আইনের

          গ) মহাপ্রলয়ের

          ঘ) নটরাজের নৃত্যের

২। ‘বিদ্রোহী’ কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি?

          ক) অর্ফিয়াস

          খ) ইস্রাফিল

          গ) নটরাজ

          ঘ) চেঙ্গিস

৩। ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন?

          ক) পরশুরাম

          খ) ইস্রাফিল

          গ) ধর্মরাজ

          ঘ) পিণাক-পাণি

৪। কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিঃক্ষত্রিয় করবেন?

          ক) ইস্রাফিল

          খ) অর্ফিয়াস

          গ) পরশুরাম

          ঘ) দুর্বাসা

৫। ‘বিদ্রোহী’ কবিতায় ‘নটরাজ’ বলতে কাকে বোঝানো হয়েছে?

          ক) মহাবেদ

          খ) বিষ্ণু

          গ) পরশুরাম

          ঘ) বলরাম

৬। ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?

          ক) ১৯২১ সালে

          খ) ১৯২২ সালে

          গ) ১৯২৩ সালে

          ঘ) ১৯২৪ সালে

v নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:

‘কোথা চেঙ্গিস, গজনি মামুদ, কোথায় কালাপাহাড়? ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার।’

৭। উদ্দীপকের ভাববস্তুর সাথে ‘বিদ্রোহী’ কবিতার কোন চরণটির সাদৃশ্য রয়েছে?

          ক) আমি ভেঙে করি সব চুরমার

          খ) আমি অনিয়ম উচ্ছৃঙ্খল

          গ) আমি মানি নাকো কোনো আইন

          ঘ) আমি অবসান, নিশাবসান

৮। উদ্দীপক ও উক্ত কবিতার মূল চেতনা-

i) অন্যায়ের প্রতিবাদ

ii) অত্যাচারীর বিরুদ্ধে বিদ্রোহ

iii) নির্যাতিতের আর্তচিৎকার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

৯। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারান?

          ক) ছয়

          খ) সাত

          গ) আট

          ঘ) নয়

১০। লেটোর দলে যোগ দিয়ে নজরুল দলের জন্য কী রচনা করেন?

          ক) নাটক

          খ) কবিতা

          গ) পালাগান

          ঘ) উপন্যাস

১১। কত সালে বাঙালি পল্টন ভেঙে দেয়া হয়?

          ক) ১৯১৪ সালে

          খ) ১৯১৭ সালে

          গ) ১৯১৯ সালে

          ঘ) ১৯২০ সালে

১২। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?

          ক) ১৮৯৯ সালে

          খ) ১৯১৭ সালে

          গ) ১৯৬০ সালে

          ঘ) ১৯৭৬ সালে

১৩। কবি নিজেকে কীসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন?

          ক) নিখিল পৃথ্বীর

          খ) বিশ্ব-বিধাতৃর

          গ) মহা-প্রলয়ের

          ঘ) শিখর হিমাদ্রির

১৪। কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

          ক) বিশ্ব-বিধাতৃর

          খ) ভারত মাতার

          গ) জন্মভূমির

          ঘ) স্বীয়ধর্মের

১৫। ইন্দ্রাণী-সুত কে?

          ক) দুর্বাসা

          খ) জয়ন্ত

          গ) ধূর্জটি

          ঘ) শ্যাম

১৬। নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন?

          ক) চেঙ্গিসের

          খ) অর্ফিয়াসের

          গ) বিশ্বামিত্রের

          ঘ) বলরামের

১৭। কবি নিজেকে কার বাঁশরীর সাথে তুলনা করেছেন?

          ক) ইস্রাফিলের

          খ) বিশ্বামিত্রের

          গ) অর্ফিয়াসের

          ঘ) পরশুরামের

১৮। কবিকে দেখে সপ্ত নরক হাবিয়া দোজখ কেঁপে কেঁপে নিভে যায় কেন?

          ক) ক্রোধে

          খ) সিক্ত হয়ে

          গ) ভয়ে

          ঘ) অজানা আশঙ্কায়

১৯। নজরুল নিজেকে কার কঠোর কুঠারের সাথে তুলনা করেছেন?

          ক) পরশুরামের

          খ) বলরামের

          গ) বিশ্বামিত্রের

          ঘ) শিবের

২০। মহা প্রলয়ের সাথে সম্পর্ক আছে-

i) নৃশংসতার

ii) নটরাজের

iii) ইস্রাফিলের শিঙার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২১। কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন-

i) অত্যাচারীর বিরুদ্ধে

ii) অসাম্যকে দূর করতে

iii) উৎপীড়ন বন্ধ করতে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২২। কবির বিদ্রোহের পটভূমি-

i) উৎপীড়িতের হাহাকার

ii) ঔপনিবেশিক ভারতবর্ষ

iii) ব্রিটিশ সরকারের অপশাসন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:

মানুষ স্বভাবতই নিজের আত্মপরিচয়ে বেখেয়াল। তা না হলে কোনো অন্যায় শক্তি তাকে পদানত করতে পারত না।

২৩। উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটির প্রচ্ছন্ন পরিচয় মেলে?

          ক) বিদ্রোহী চেতনা

          খ) আত্মসচেতনতা

          গ) বিধ্বংসী মনোভাব

          ঘ) মানবপ্রেম

২৪। উক্ত দিকটি আলোচ্য কবিতায় উঠে এসেছে-

i) আদর্শিক দৃঢ়তায়

ii) আপোসহীন মনোভাবে

iii) বিধ্বংসী ভাবনায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:

১৭৮২ খ্রিস্টাব্দে রংপুর-দিনাজপুর অঞ্চলের কৃষকনেতা নূরলদীন সামন্তবাদ-সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন গড়ে তুলেন।

২৫। উদ্দীপকের নূরলদীনের সাথে ‘বিদ্রোহী’ কবিতার কার মিল রয়েছে?

          ক) দুর্বাসার

          খ) কবির

          গ) বিশ্বামিত্রের

          ঘ) ইস্রাফিলের

২৬। উক্ত মিলের অন্তর্নিহিত কারণ-

i) দ্রোহ-চেতনা

ii) আপোসহীন মনোভাব

iii) মানবপ্রেম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৭। ভীম কী নিয়ে যুদ্ধে পারঙ্গম?

          ক) গদা

          খ) চক্র

          গ) অসি

          ঘ) বর্শা

২৮। নিচের কোন জিনিসটি মহাদেবের হাতে থাকে?

          ক) চক্র

          খ) শঙ্খ

          গ) গদা

          ঘ) ত্রিশূল

২৯। গ্রিক পুরাণের গানের দেবতা কে?

          ক) অর্ফিয়াস

          খ) এ্যাপোলো

          গ) ইগ্রাস

          ঘ) জিউস

৩০। পরশুরাম বিষ্ণুর কততম অবতার?

          ক) প্রথম

          খ) দ্বিতীয়

          গ) চতুর্থ

          ঘ) ষষ্ঠ

 

উত্তরমালা

১ক

২ঘ

৩গ

৪গ

৫ক

৬খ

৭ক

৮ক

৯গ

১০গ

১১ঘ

১২ঘ

১৩গ

১৪ক

১৫খ

১৬গ

১৭গ

১৮গ

১৯ক

২০গ

২১ঘ

২২ঘ

২৩খ

২৪ক

২৫খ

২৬ক

২৭ক

২৮ঘ

২৯খ

৩০ঘ

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url