বিভীষণের প্রতি মেঘনাদ - বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার বহুনির্বাচনি - মডেল টেস্ট ০১
প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও
বিভীষণের প্রতি মেঘনাদ
মাইকেই মধুসূদন দত্ত
প্রশ্নমালা
১। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘তস্কর’ বলা হয়েছে-
২। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘বাসববিজয়ী’ কে?
v নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:
জীবনযাপনের সমস্ত সুবিধা নিশ্চিত থাকার পরও কেবল অসৎসঙ্গের কারণে নেশা ও সন্ত্রাসের পথ বেছে নেয় ইকবাল।
৪। উদ্দীপকের ইকবাল ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রের সাথে তুলনীয়?
৫। উদ্দীপকটি ভাবগত দিক থেকে কবিতার কোন অংশকে ধারণ করে?
ক) যায় কি সে কভু, পঙ্কিল সলিলে, শৈবালদলের ধাম?
খ) নিজ কর্ম-দোষে, হায়, মজাইলা এ কনক-লঙ্কা রাজা, মজিলা আপনি!
গ) প্রফুল্ল কমলে কীটবাস? কহ তাত, সহিব কেমনে?
ঘ) নিজগৃহ পথ, তাত, দেখাও তস্ককে?
৬। ‘তিলোত্তমাসম্ভব’ কোন ধরনের গ্রন্থ?
৭। আধুনিক বাংলা কবিতার অগ্রদূত বলা হয় কাকে?
৮। মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম কী?
১০। মেঘনাদ যে কারণে বিভীষণকে গঞ্জনা করতে চাইলেও করে না-
iii) সীতাকে হরণ অন্যায় হয়নি বলে
১১। বিভীষণের প্রতি মেঘনাদের ঘৃণাবোধ ব্যক্ত হওয়ার কারণ বিভীষণের-
১২। মেঘনাদ ‘রাক্ষসরাজানুজ’ বলে কাকে সম্বোধন করেছে?
১৩। ‘দেব-দৈত্য-নর-রণে’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
১৪। ‘নহি দোষী আমি বৎস’- উক্তিটি কার?
১৫। ‘বীরেন্দ্র বলী’ কাকে বলা হয়েছে?
v নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
১৬। উদ্দীপকের কামাল মোল্লা ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
ii) ছাড় দ্বার, যাব অস্ত্রাগারে
iii) জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি- এ সকলে দিলা জলাঞ্জলি
২০। ‘তস্কর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
২২। ‘মেঘনাদবধ-কাব্যের’ ষষ্ঠ সর্গের নাম কী?
২৩। মাত্রার অমিল প্রবহমান যতিস্বাধীন অক্ষরবৃত্ত ছন্দকে কী বলা হয়?
২৪। লক্ষ্মণ যজ্ঞাগারে প্রবেশে সমর্থ হয় কারণ-
২৬। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘তাত’ বলে কাকে বোঝানো হয়েছে?
২৭। ‘চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে’- এখানে প্রকাশিত হয়েছে-
২৮। রাম-রাবণের যুদ্ধে স্বপক্ষ ত্যাগকারী কে?
২৯। মেঘনাদ ‘দুরাচার দৈত্য’ বলে কাকে অভিহিত করেছে?
৩০। ‘প্রফুল্ল কমলে কীটবাস’- উক্তিটি কার?
উত্তরমালা
১খ |
২গ |
৩খ |
৪গ |
৫খ |
৬গ |
৭খ |
৮খ |
৯খ |
১০ক |
১১ক |
১২গ |
১৩খ |
১৪গ |
১৫ঘ |
১৬গ |
১৭খ |
১৮খ |
১৯ক |
২০খ |
২১খ |
২২খ |
২৩গ |
২৪ক |
২৫গ |
২৬ঘ |
২৭ক |
২৮গ |
২৯খ |
৩০ক |