বিভীষণের প্রতি মেঘনাদ - বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার বহুনির্বাচনি - মডেল টেস্ট ০১

প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও

বিভীষণের প্রতি মেঘনাদ

মাইকেই মধুসূদন দত্ত

প্রশ্নমালা

১। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘তস্কর’ বলা হয়েছে-

          ক) রামকে

          খ) লক্ষ্মণকে

          গ) বিভীষণকে

          ঘ) বাসবকে

২। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘বাসববিজয়ী’ কে?

          ক) বীরবাহু

          খ) কুম্ভকর্ণ

          গ) মেঘনাদ

          ঘ) বিভীষণ

৩। ‘জীমুতেন্দ্র’ কীসের গর্জন?

          ক) বাতাসের

          খ) মেঘের

          গ) কামানের

          ঘ) সাগরের

v নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:

জীবনযাপনের সমস্ত সুবিধা নিশ্চিত থাকার পরও কেবল অসৎসঙ্গের কারণে নেশা ও সন্ত্রাসের পথ বেছে নেয় ইকবাল।

৪। উদ্দীপকের ইকবাল ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রের সাথে তুলনীয়?

          ক) রাবণ

          খ) সৌমিত্রি

          গ) বিভীষণ

          ঘ) কুম্ভকর্ণ

৫। উদ্দীপকটি ভাবগত দিক থেকে কবিতার কোন অংশকে ধারণ করে?

ক) যায় কি সে কভু, পঙ্কিল সলিলে, শৈবালদলের ধাম?

খ) নিজ কর্ম-দোষে, হায়, মজাইলা এ কনক-লঙ্কা রাজা, মজিলা আপনি!

গ) প্রফুল্ল কমলে কীটবাস? কহ তাত, সহিব কেমনে?

          ঘ) নিজগৃহ পথ, তাত, দেখাও তস্ককে?

৬। ‘তিলোত্তমাসম্ভব’ কোন ধরনের গ্রন্থ?

          ক) মহাকাব্য

          খ) উপন্যাস

          গ) কাব্য

          ঘ) নাটক

৭। আধুনিক বাংলা কবিতার অগ্রদূত বলা হয় কাকে?

          ক) ঈশ্বরচন্দ্র গুপ্তকে

          খ) মাইকেল মধুসূদন দত্তকে

          গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে

          ঘ) আহসান হাবীবকে

৮। মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম কী?

          ক) রাজশেখর দত্ত

          খ) রাজনারায়ণ দত্ত

          গ) রামশেখর দত্ত

          ঘ) রামনারায়ন দত্ত

৯। সনেটের অপর নাম কী?

          ক) গঠিত কবিতা

          খ) চতুর্দশপদী কবিতা

          গ) চারণ কবিতা

          ঘ) বিয়োগান্ত কবিতা

১০। মেঘনাদ যে কারণে বিভীষণকে গঞ্জনা করতে চাইলেও করে না-

i) গুরুজন বলে

ii) পিতৃব্য বলে

iii) সীতাকে হরণ অন্যায় হয়নি বলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১১। বিভীষণের প্রতি মেঘনাদের ঘৃণাবোধ ব্যক্ত হওয়ার কারণ বিভীষণের-

i) বিশ্বাসঘাতকতা

ii) দেশদ্রোহিতা

iii) বর্বরতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১২। মেঘনাদ ‘রাক্ষসরাজানুজ’ বলে কাকে সম্বোধন করেছে?

          ক) কুম্ভকর্ণকে

          খ) লক্ষ্মণকে

          গ) বিভীষণকে

          ঘ) রাবণকে

১৩। ‘দেব-দৈত্য-নর-রণে’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

          ক) দানবের সাথে নরের লড়াই

          খ) ত্রিপক্ষীয় লড়াই

          গ) দৈত্য ও দেবতার লড়াই

          ঘ) অসম লড়াই

১৪। ‘নহি দোষী আমি বৎস’- উক্তিটি কার?

          ক) রাবণ

          খ) লক্ষ্মণ

          গ) বিভীষণ

          ঘ) রাম

১৫। ‘বীরেন্দ্র বলী’ কাকে বলা হয়েছে?

          ক) রাবণকে

          খ) লক্ষ্মণকে

          গ) রামকে

          ঘ) মেঘনাদকে

v নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:

সম্পত্তি নিয়ে চৌধুরী বংশের ইরফান চৌধুরী ও মোল্লা বংশের জামান মোল্লার মধ্যে বিরোধ চলার একপর্যায়ে জামান মোল্লার ভাই কামাল মোল্লা ইরফানের পক্ষ নেয়। জামান মোল্লা এ সংবাদ শুনে বিস্ময়ে হতবাক হয়ে যান।

১৬। উদ্দীপকের কামাল মোল্লা ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

          ক) মেঘনাদ

          খ) লক্ষ্মণ

          গ) বিভীষণ

          ঘ) রাবণ

১৭। উদ্দীপকের কামালের প্রতি জামান মোল্লার আদর্শিক অবস্থান বোঝাতে বিভীষণের প্রতি মেঘনাদের যে উক্তিগুলো প্রাসঙ্গিক-

i) উচিত কি তব এ কাজ

ii) ছাড় দ্বার, যাব অস্ত্রাগারে

iii) জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি- এ সকলে দিলা জলাঞ্জলি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১৮। ‘অরিন্দম’ কে?

          ক) রাবণ

          খ) মেঘনাদ

          গ) লক্ষ্মণ

          ঘ) কুম্ভকর্ণ

১৯। ‘রাঘব’ কে?

          ক) রাম

          খ) লক্ষ্মণ

          গ) বিভীষণ

          ঘ) রাবণ

২০। ‘তস্কর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

          ক) তিরস্কার

          খ) চোর

          গ) কানন

          ঘ) সাধু

২১। কাকে ‘রথী’ বলা হয়?

          ক) হস্তিচালককে

          খ) রথচালককে

          গ) পাল্কিবাহককে

          ঘ) অশ্বচালককে

২২। ‘মেঘনাদবধ-কাব্যের’ ষষ্ঠ সর্গের নাম কী?

          ক) হত্যা

          খ) বধো

          গ) যুদ্ধ

          ঘ) সন্ধি

২৩। মাত্রার অমিল প্রবহমান যতিস্বাধীন অক্ষরবৃত্ত ছন্দকে কী বলা হয়?

          ক) স্বরবৃত্ত ছন্দ

          খ) মাত্রাবৃত্ত ছন্দ

          গ) অমিত্রাক্ষর ছন্দ

          ঘ) অক্ষরবৃত্ত ছন্দ

২৪। লক্ষ্মণ যজ্ঞাগারে প্রবেশে সমর্থ হয় কারণ-

i) মায়াদেবীর আনুকূল্য

ii) বিভীষণের সহায়তায়

iii) রামের সহায়তায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৫। রক্ষঃপুরে কে প্রবেশ করলো?

          ক) রাবণ

          খ) রাম

          গ) লক্ষ্মণ

          ঘ) যম

২৬। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘তাত’ বলে কাকে বোঝানো হয়েছে?

          ক) রাবণকে

          খ) বাসবকে

          গ) কুম্ভকর্ণকে

          ঘ) বিভীষণকে

২৭। ‘চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে’- এখানে প্রকাশিত হয়েছে-

          ক) ঘৃণা

          খ) হিংসা

          গ) প্রতিবাদ

          ঘ) অহংকার

২৮। রাম-রাবণের যুদ্ধে স্বপক্ষ ত্যাগকারী কে?

          ক) বাসব

          খ) কুম্ভকর্ণ

          গ) বিভীষণ

          ঘ) অরিন্দম

২৯। মেঘনাদ ‘দুরাচার দৈত্য’ বলে কাকে অভিহিত করেছে?

          ক) বিভীষণকে

          খ) লক্ষ্মণকে

          গ) রাবণকে

          ঘ) বীরবাহুকে

৩০। ‘প্রফুল্ল কমলে কীটবাস’- উক্তিটি কার?

          ক) মেঘনাদের

          খ) লক্ষ্মণের

          গ) বিভীষণের

          ঘ) বীরবাহুর

 উত্তরমালা

১খ

২গ

৩খ

৪গ

৫খ

৬গ

৭খ

৮খ

৯খ

১০ক

১১ক

১২গ

১৩খ

১৪গ

১৫ঘ

১৬গ

১৭খ

১৮খ

১৯ক

২০খ

২১খ

২২খ

২৩গ

২৪ক

২৫গ

২৬ঘ

২৭ক

২৮গ

২৯খ

৩০ক


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url