পদ্মা - ফররুখ আহমদ - পদ্মা কবিতার বহুনির্বাচনি - মডেল টেস্ট ০৯
প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও
পদ্মা
ফররুখ আহমদ
প্রশ্নমালা
ক) সৈয়দ হাতেম আলী খ) সৈয়দ নিসার আলী
গ) সৈয়দ আমির আলী ঘ) সৈয়দ হাশেম আলী
৩। ফররুখ আহমদ কীসে বিশ্বাসী ছিলেন?
ক) ইসলামি ঐতিহ্যের পুনরুজ্জীবনে
খ) আরবি সাহিত্যের পুনরুজ্জীবনে
ঘ) বাঙালি সংস্কৃতির পুনরুজ্জীবনে
৪। ‘পদ্মা’ কবিতায় পদ্মা মূলত কীসের নাম?
৫। ‘পদ্মা’ কবিতায় জীবনের পথে পথে কী কুড়ানোর কথা বলা হয়েছে?
গ) জলদস্যু-দুরন্ত হার্মাদ ঘ) নাবিক-ক্যাপ্টেন
৭। ঢের সমুদ্রের স্বাদ কে পেয়েছে?
৮। পদ্মার দুই তীরে কারা লাঙল চালিয়েছে?
গ) সংগ্রামী মানুষ ঘ) তেজি কৃষক
৯। পদ্মার চরে কারা ফসল ফলিয়েছে?
ক) সংগ্রামী নারী খ) নির্ভীক জওয়ান
গ) দুরন্ত হার্মাদ ঘ) বৃদ্ধ কৃষক
১০। ‘পদ্মা’ কবিতায় সবুজের সমারোহ বলতে কী বোঝানো হয়েছে?
ক) নদীতীরের প্রাচীন বৃক্ষের সারি
ঘ) নদীপাড়ের কচুরিপানার প্রাচুর্য
১১। ‘জীবনের সম্বল’ বলতে ‘পদ্মা’ কবিতায় কোনটিকে নির্দেশ করা হয়েছে?
১২। বর্ষায় পদ্মার স্রোতে কী ভেসে গেছে?
১৩। পদ্মার স্রোতধারা আমাদের কোন প্রেরণায় উদ্বুদ্ধ করে?
১৪। ‘জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান’- এই আহ্বান কীসের?
গ) জীবন-মৃত্যুর দ্বন্দ্ব নিরসনের
১৫। মৃত জড়তার বুকে মুক্তির স্বর্ণদ্বার খুলেছে কী দ্বারা?
ক) সুতীব্র গতি খ) পরিপূর্ণ আহ্বান
গ) অনেক ঘূর্ণি ঘ) বিকট তরঙ্গভঙ্গ
১৬। ‘জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর’- এখানে যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে-
v নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
১৭। উদ্দীপকের মতিন মিয়ার অভিজ্ঞতার সঙ্গে ‘পদ্মা’ কবিতার কার অভিজ্ঞতার সাদৃশ্য রয়েছে?
ক) সংগ্রামী মানুষ খ) নির্ভীক জওয়ান
১৮। ‘পদ্মা’ কবিতার আলোকে পদ্মায় মাছ ধরতে এসে উদ্দীপকের মতিন মিয়ার আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ-
v নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
১৯। উদ্দীপকের আক্কাস আলি ‘পদ্মা’ কবিতার যাদের প্রতিনিধি-
২০। উদ্দীপকটিকে ‘পদ্মা’ কবিতার যে চরণের সাথে মেলানো যায়-
i) বর্ষায় তোমার স্রোতে ভেসে গেছে সাজানো বাগান
ii) হে নদী! জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান
iii) তোমার তরঙ্গভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর
২১। ‘পদ্মা’ কবিতায় কোন শব্দবন্ধের মাধ্যমে সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতাকে নির্দেশ করা হয়েছে?
ক) সমুদ্রের জল খ) সমুদ্রের স্বাদ
গ) সমুদ্রের ঢেউ ঘ) সমুদ্রের ঘ্রাণ
ক) বার্মিজ জলদস্যু খ) পর্তুগিজ জলদস্যু
গ) স্প্যানিশ জলদস্যু ঘ) চাইনিজ জলদস্যু
২৪। ‘পদ্মা’ কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
ক) হাতেম তায়ী খ) নৌফেল ও হাতেম
২৫। ‘পদ্মা’ কবিতায় পদ্মা নদীর কয়টি রূপ প্রকাশিত হয়েছে?
২৬। পদ্মার দুই তীর উর্বর হয়েছে কীভাবে?
২৭। পদ্মার ধ্বংসাত্মক রূপ দেখা যায় কোন ঋতুতে?
২৮। ধ্বংসস্তূপ থেকে পদ্মাকে ঘিরে কী জেগে ওঠে?
ক) তরঙ্গভঙ্গ খ) জীবন-মৃত্যুর দ্বন্দ্ব
গ) অজস্র সম্ভার ঘ) প্রাণস্পন্দন
২৯। ‘পদ্মা’ কবিতার প্রতিটি চরণ কত মাত্রা বিশিষ্ট?
৩০। ‘প্রদীপ্ত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তরমালা
১ক |
২ক |
৩ক |
৪গ |
৫খ |
৬গ |
৭খ |
৮গ |
৯খ |
১০গ |
১১গ |
১২খ |
১৩খ |
১৪ঘ |
১৫ক |
১৬ক |
১৭গ |
১৮খ |
১৯গ |
২০ক |
২১খ |
২২খ |
২৩ঘ |
২৪ঘ |
২৫খ |
২৬খ |
২৭খ |
২৮ঘ |
২৯ঘ |
৩০খ |