তাহারেই পড়ে মনে কবিতা - তাহারেই পড়ে মনে কবিতার বহুনির্বাচনি - মডেল টেস্ট ০৮

প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও

তাহারেই পড়ে মনে

সুফিয়া কামাল

প্রশ্নমালা

১। ‘ডেকেছে কি সে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান।’- এখানে ‘সে’ কে?

          ক) কবিভক্ত               খ) কবির প্রিয়জন

          গ) শীত ঋতু               ঘ) বসন্ত ঋতু

২। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা?

          ক) বসন্তের                 খ) শীতের

          গ) নিজের                 ঘ) ভক্তের

৩। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে কে?

          ক) কুহেলি উত্তরী          খ) মাঘের সন্ন্যাসী

          গ) ঋতুর রাজন            ঘ) দখিনা সমীর

৪। ‘কুহেলি’ শব্দের অর্থ কী?

          ক) কুয়াশা                 খ) চাদর

          গ) উত্তরীয়                 ঘ) সন্ন্যাস

৫। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?

          ক) প্রকৃতির প্রতি মানবমনের বিরূপতা

          খ) মানুষের ব্যক্তিগত জীবনের দুঃখকষ্ট

          গ) প্রকৃতির প্রতি কবি মনের ভাবান্তর

          ঘ) মানবমন ও প্রকৃতির যোগসাদৃশ্য

৬। গঠন রীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কোন ধরনের রচনা?

          ক) বর্ণনানির্ভর             খ) সংলাপনির্ভর

          গ) সুর-তালনির্ভর         ঘ) আবেগনির্ভর

৭। ‘তাহারেই পড়ে মনে’ কবিতা অনুসারে বসন্ত ঋতুতে-

i) মানবমনে আনন্দ বিরাজ করে

ii) আমের মুকুল ফুটে

iii) দখিনা বাতাস বইতে থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:

জীবনের সবক্ষেত্রে সফল আকাশ। কিন্তু তার সাফল্য তার মাকে আলোড়িত করে না। মায়ের সমস্ত অন্তর জুড়ে অকালে হারিয়ে যাওয়া আবির।

৮। উদ্দীপকের আবির ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কীসের প্রতিনিধিত্ব করে?

          ক) বসন্তের                 খ) কবির

          গ) শীতের                 ঘ) প্রকৃতির

৯। উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতা উভয় ক্ষেত্রেই প্রকাশিত-

i) প্রিয়জন হারানোর বেদনা

ii) ব্যক্তিজীবনের রিক্ততা

iii) সাফল্যের প্রতি উদাসীনতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১০। সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?

          ক) ছায়াহরিণ              খ) মায়া কাজল

          গ) কেয়ার কাঁটা            ঘ) উদাত্ত পৃথিবী

v নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:

‘ভুলিতে পারি না তারে ভোলা যায় না

বারে বারে মনে পড়ে কেন জানি না।’

১১। উদ্দীপকের ‘তারে’ ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

          ক) বাতাবি নেবু           খ) আমের মুকুল

          গ) মাঘের সন্ন্যাসী         ঘ) বসন্ত প্রকৃতি

১২। উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতা উভয়ক্ষেত্রে প্রকাশিত হয়েছে-

i) স্মৃতিকাতরতা

ii) উদাসীনতা

iii) হারানোর বেদনা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১৩। কবি সুফিয়া কামাল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?

          ক) ১৯৯৬                 খ) ১৯৯৭

          গ) ১৯৯৮                  ঘ) ১৯৯৯

১৪। ‘তরি তার এসেছে কি?’ এখানে ‘তরী’ কীসের প্রতীক?

          ক) নৌকার                খ) বসন্তের

          গ) প্রিয়জনের              ঘ) কবিতার

১৫। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?

          ক) শিউলি                 খ) বাতাবি নেবু

          গ) গোলাপ                 ঘ) অপরাজিতা

১৬। কবিভক্ত কাকে বরণ করতে বলেন কবিকে?

          ক) বর্ষাকে                 খ) শরৎকে

          গ) শীতকে                 ঘ) বসন্তকে

১৭। ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’- কে স্নিগ্ধ আঁখি তুলল?

          ক) কবিভক্ত               খ) কবির স্বামী

          গ) কবি                    ঘ) বসন্ত ঋতু

১৮। ‘নাই হলো, না হোক এবারে’- উক্তিটিতে কবি সুফিয়া কামালের কোন অনুভূতি ব্যক্ত হয়েছে?

          ক) বসন্তের প্রতি উদাসীনতা

          খ) প্রকৃতির প্রতি অবহেলা

          গ) ভক্তের প্রতি অনুরাগ

          ঘ) বেদনার দীর্ঘশ্বাস

১৯। শীত ঋতুর রিক্ততার চিত্রটি ফুটে উঠে, যখন-

i) গাছের পাতা ঝরে যায়

ii) প্রকৃতি কুয়াশায় ঢেকে যায়

iii) গাছপালা ফুলহীন হয়ে যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২০। বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে কেন?

          ক) কবি বসন্তকে বরণ করেননি বলে

          খ) বসন্তে ফুল ফোটেনি বলে

          গ) প্রকৃতি বিচিত্র সাজে সাজেনি বলে

          ঘ) ভক্ত বসন্তকে উপলব্ধি করেনি বলে

২১। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির উদাসীনতার কারণ-

i) প্রিয়জনের মৃত্যু

ii) স্বামীর মৃত্যু

iii) শারীরিক অসুস্থতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২২। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন-

i) মাঘের শীতের তীব্রতার জন্য

ii) শীতের রিক্ততার কারণে

iii) কুয়াশার আস্তরণের কারণে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:

‘লোকে বলে, বলেরে, ঘরবাড়ি ভালা না আমার

কী ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝার।’

২৩। উদ্দীপকের ঘরবাড়িকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন প্রসঙ্গে প্রাসঙ্গিক মনে হয়?

          ক) অর্ঘ্য রচনা             খ) শীত বন্দনা

          গ) মালাগাঁথা              ঘ) বসন্ত বন্দনা

২৪। এরূপ প্রাসঙ্গিক মনে হওয়ার কারণ-

i) কবির ব্যক্তিজীবনের বিষণ্নতা

ii) প্রিয়জন হারানোর কারণে উদাসীনতা

iii) ভিন্নতর ক্ষেত্রে ব্যস্ততা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৫। ‘মাধবী’ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

          ক) বাসন্তীলতা             খ) মালতিলতা

          গ) গুল্মপাতা               ঘ) সবুজ পাতা

২৬। ‘পাথার’ শব্দের সমার্থক কোনটি?

          ক) সমুদ্র                   খ) পাথর

          গ) সৈকত                  ঘ) উপকূল

২৭। ‘তাহারেই পড়ে মনে’ কবিতার প্রধান গুণ কী?

          ক) প্রকৃতি ও মানবমনের সম্পর্ক

          খ) ঋতুবৈচিত্র্যের তুলনা

          গ) অতীত স্মৃতি ও উদাসীনতা

          ঘ) নাটকীয়তা ও সংলাপরীতি

২৮। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির কোন জীবনের প্রভাব রয়েছে?

          ক) কর্মজীবনের           খ) ব্যক্তিজীবনের

          গ) শিক্ষাজীবনের          ঘ) ছাত্রজীবনের

২৯। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

          ক) মাসিক মোহাম্মদী     খ) ভারতী

          গ) সাধনা                  ঘ) বঙ্গদর্শন

৩০। কবি সুফিয়া কামালের স্বামীর নাম কী?

          ক) সৈয়দ আনোয়ার হোসেন

          খ) সৈয়দ নেহাল হোসেন

          গ) সৈয়দ মাহমুদ হোসেন

          ঘ) সৈয়দ ইসমাইল হোসেন

উত্তরমালা

১ঘ

২ক

৩ঘ

৪ক

৫ঘ

৬খ

৭ঘ

৮গ

৯ক

১০ক

১১ঘ

১২খ

১৩ঘ

১৪খ

১৫খ

১৬ঘ

১৭গ

১৮ক

১৯ঘ

২০ক

২১ক

২২গ

২৩ঘ

২৪ক

২৫ক

২৬ক

২৭ঘ

২৮খ

২৯ক

৩০খ


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url