সোনালী কাবিনঃ ৫ কবিতার মর্মকথা ও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সোনালী কাবিনঃ ৫ কবিতার মর্মকথা ও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রেমের চিরন্তন বাস্তবতাই হলো সোনালী কাবিনঃ ৫ কবিতার মূল কথা। কারণ নর-নারীর দেহজ কামনা-বাসনা অদম্য ও অবিনাশী, এর ধারা বিবর্তনহীন, চির প্রবাহমান।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত
বাংলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডিগ্রি-কবিতা সিরিজের আজকের পর্বে হাজির
হয়েছি কবি আল মাহমুদ রচিত ‘সোনালী কাবিনঃ ৫’ শীর্ষক কবিতা নিয়ে। এ পর্বে সোনালী কাবিনঃ
৫ কবিতার মর্মকথা বা ভাবার্থ এবং পরীক্ষায় কমন উপযোগী কিছু অতি সংক্ষিপ্ত প্রশোত্তর
তুলে ধরবো। সোনালী কাবিনঃ ৫ ডিগ্রি ২য় বর্ষের বাংলা জাতীয় ভাষা গ্রন্থের নির্বাচিত
যে কবিতাগুলো আছে তার সর্বশেষ কবিতা। আগের কবিতাগুলোর মূল বক্তব্য ও অতি সংক্ষিপ্ত
প্রশ্নোত্তর নিচের লিংক থেকে দেখে নিতে পারো।
তো চলো কথা না বাড়িয়ে আগে জেনে নিই সোনালী কাবিনঃ ৫ কবিতার
মর্মকথা।

সোনালী কাবিনঃ ৫ কবিতার মর্মকথা/ সোনালী কাবিনঃ ৫ কবিতার সারমর্ম/ সোনালী কাবিনঃ ৫ কবিতার ভাবার্থ/ সোনালী কাবিনঃ ৫ কবিতার সার সংক্ষেপ/ সোনালী কাবিনঃ ৫ কবিতার মূলকথা/ সোনালী কাবিনঃ ৫ কবিতার মূল বক্তব্য/ সোনালী কাবিনঃ ৫ কবিতার ব্যাখ্যা:
প্রেমের চিরন্তন বাস্তবতাই হলো সোনালী কাবিনঃ ৫ কবিতার মূল কথা। কারণ নর-নারীর দেহজ কামনা-বাসনা অদম্য ও অবিনাশী, এর ধারা বিবর্তনহীন, চির প্রবাহমান। এ কবিতার পরতে পরতে সাজানো রয়েছে নর-নারীর সহজাত প্রেমাকাঙ্ক্ষা, ইতিহাস ও ঐতিহ্যের সংমিশ্রণে প্রকৃতির নির্ভেজাল ও নিখুঁত মূর্তি। চর্যাপদের কবি ভুসুকু পা এর নায়িকা শবরী যেখানে গুঞ্জার মালায় সাজিয়েছিলেন অভিসারের পরসা, কবি আল মাহমুদ সেখানে হৃদয়ের রঙে রাঙিয়ে কলমের আঁচড়ে মূর্ত করে তুলেছেন তার প্রেমিকা তথা মানস প্রতিমাকে। কবি এখানে নিজেকে ব্যাধ বা শিকারী রূপে পরিচয় দিয়েছেন। শিকারী যেমন তার শিকার চিনতে ভুল করে না, কবিও তেমনি তার শিকার তথা প্রেমিকাকে চিনতে ভুন করেননি। কবি দেখিয়েছেন, জ্যোতিষশাস্ত্রের কিংবদন্তি ‘খনা’ প্রকৃতির অনেক রহস্যময়তা ভেদ করেছেন, তেমনি কবি নিজেকে মানব মনের জহুরি হিসেবে অতলান্ত রহস্যভেদীর মতো প্রেমের চিরন্তন মহিমা, দেহজ প্রেমের সতত বাসনার চিরন্তন রূপ অঙ্কন করেছেন। কবি মনে করেন, কালের রেঁদার টানে বা সময়ের আবর্তে সবকিছু বিলিন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ইতিহাস ও ঐতিহ্যের ধারক দেশে দেশে, কালে কালে গড়ে ওঠা সভ্যতাগুলোও মহাকালের গর্ভে হারিয়ে যায়। কিন্তু প্রেমিক সত্তা চিরন্তন, দেহজ বাসনা অবিকৃত। কালের গতি সবকিছু ধ্বংস করলেও মানব মানবীর দৈহিক মিলনাকাঙ্ক্ষা ধ্বংস করতে পারে না। ঋতু পরিক্রমার মতো স্থানকালপাত্রে ভিন্নতা দেখা দিলেও দৈহিক কামনা কিংবা দৈহিক মিলনের আবেদন সহজাত, সমর্পন নিঃশর্ত, প্রকৃতির মতোই সদা বিবর্তনহীন।
সোনালী কাবিনঃ ৫ কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার সোনালী কাবিনঃ ৫ কবিতা থেকে পরীক্ষায় কমন উপযোগী কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তুলে ধরছি। মূল বক্তব্য আলোচনা থেকে আশাকরি সহজভাবে বুঝতে পেরেছো। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখে আয়ত্ত করে নাও।
১। আঙ্গিক বিচারে সোনালী কাবিনঃ ৫ কোন ধরনের
কবিতা? [জা.বি-২০১৭]
উত্তর: আঙ্গিক বিচারে সোনালী কাবিনঃ ৫ সনেট বা চতুর্দশপদী
কবিতা।
২। ‘নিষাদ কি কোনোদিন পক্ষিনীর গোত্র ভুল করে?’
– এটি কোন কবিতার চরণ? [জা.বি-২০১৫]
উত্তর: নিষাদ কি কোনোদিন পক্ষিনীর গোত্র ভুল করে? – এটি ‘সোনালী
কাবিনঃ ৫’ কবিতার চরণ।
৩। ‘সোনালী কাবিনঃ ৫’ কবিতায় কবির প্রেম চেতনার
উৎস কী?
উত্তর: সোনালী কাবিনঃ ৫ কবিতায় কবির প্রেম চেতনা উৎস প্রকৃতির
সৌন্দর্য।
৪। সোনালী কাবিনঃ ৫ কবিতাটির রচয়িতা কে?
উত্তর: সোনালী কাবিনঃ ৫ কবিতাটির রচয়িতা কবি আল মাহমুদ।
৫। সোনালী কাবিনঃ ৫ কবিতায় কবির প্রেম চেতনার
সাথে কীসের সংমিশ্রণ ঘটেছে?
উত্তর: সোনালী কাবিনঃ ৫ কবিতায় কবির প্রেম চেতনার সাথে ইতিহাস,
ঐতিহ্য ও নিসর্গ চেতনার সংমিশ্রণ ঘটেছে।
৬। সোনালী কাবিনঃ ৫ কবিতায় কোন অন্ত্যমিল বিন্যাস
রীতি অবলম্বন করা হয়েছে?
উত্তর: সোনালী কাবিনঃ ৫ কবিতায় শেক্সপিয়রীয় অন্ত্যমিল বিন্যাস
রীতি অবলম্বন করা হয়েছে।
৭। সোনালী কাবিনঃ ৫ কবিতায় কবি তার প্রিয়াকে
কী বলে সম্বোধন করেছেন?
উত্তর: সোলালী কাবিনঃ ৫ কবিতায় কবি তার প্রিয়াকে ‘প্রাণের
শবরী’ বলে সম্বোধন করেছেন।
৮। আল মাহমুদ এর প্রকৃত নাম কী?
উত্তর: আল মাহমুদ এর প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ।
৯। সোনালী কাবিনঃ ৫ কবিতায় কবি নিসর্গের গ্রন্থ
থেকে কখন পড়া শিখেছেন?
উত্তর: সোনালী কাবিনঃ ৫ কবিতায় কবি আশৈশব অর্থাৎ একেবারে
ছোটবেলা থেকেই নিসর্গের গ্রন্থ থেকে পড়া শিখেছেন।
১০। সোনালী কাবিনঃ ৫ কবিতাটি কোন কাব্যগ্রন্থের
অন্তর্গত?
উত্তর: সোনালী কাবিনঃ ৫ কবিতাটি ‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থের
অন্তর্গত।
১১। সোনালী কাবিনঃ ৫ কবিতায় প্রকৃতির ছদ্মবেশ
খুলেদেন কে?
উত্তর: সোনালী কাবিনঃ ৫ কবিতায় প্রকৃতির ছদ্মবেশ খুলে দেন
খনা।
১২। সোনালী কাবিনঃ ৫ কবিতার মূল উপজীব্য কী?
উত্তর: সোনালী কাবিনঃ ৫ কবিতার মূল উপজীব্য দেহজ প্রেম ও
নিসর্গ ভাবনা।
১৩। সোনালী কাবিনঃ ৫ কবিতায় কবির প্রিয়া কোন
সাজে সজ্জিত?
উত্তর: সোনালী কাবিনঃ ৫ কবিতায় কবির প্রিয়া ব্যাধের আদিম
সাজে সজ্জিত।
১৪। সোনালী কাবিনঃ ৫ কবিতায় কবি কোথায় কার্পাসের
ফল ফেটেছে কিনা জানতে চেয়েছেন?
উত্তর: সোনালী কাবিনঃ ৫ কবিতায় কবি তার ঘরের পাশে কার্পাসের
ফল ফেটেছে কিনা জানতে চেয়েছেন।
১৫। সোনালী কাবিনঃ ৫ কবিতায় কবি তার প্রাণের
শবরীকে কী নিয়ে আসার জন্য বলেছেন?
উত্তর: সোনালী কাবিনঃ ৫ কবিতায় কবি তার প্রাণের শবরীকে মহুয়ার
মাটির বোতল নিয়ে আসার জন্য বলেছেন।
১৬। সোনালী কাবিনঃ ৫ কবিতায় ‘প্রকৃতির ছদ্মবেশ’
কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: সোনালী কাবিনঃ ৫ কবিতায় ‘প্রকৃতির ছদ্মবেশ’ কথাটি
দ্বারা প্রকৃতির গোপন রহস্য বোঝানো হয়েছে।
১৭। সোনালী কাবিনঃ ৫ কবিতায় কবি তার প্রিয়াকে
গলায় কীসের মালা পরতে বলেছেন?
উত্তর: সোনালী কাবিনঃ ৫ কবিতায় কবি তার প্রিয়াকে গলায় গুঞ্জার
মালা পরতে বলেছেন।
১৮। সোনালী কাবিনঃ ৫ কবিতা অনুসারে খনা কী দ্বারা
প্রকৃতির ছদ্মবেশ খুলে দেন?
উত্তর: সোনালী কাবিনঃ ৫ কবিতা অনুসারে খনা মন্ত্র দ্বারা
প্রকৃতির ছদ্মবেশ খুলে দেন।
১৯। সোনালী কাবিনঃ ৫ কবিতায় কবি তার প্রিয়াকে
মহুয়ার মাটির বোতল নিয়ে কোথায় আসতে বলেছেন?
উত্তর: সোনালী কাবিনঃ ৫ কবিতায় কবি তার প্রিয়াকে মহুয়ার মাটির বোতল নিয়ে চন্দ্রালোকে আসতে বলেছেন।
২০। আল মাহমুদ
জন্মগ্রহণ করেন কত সালে?
উত্তর: আল মাহমুদ জন্মগ্রহণ করেন ১৯৩৬ সালে ।
২১। কালের কলস কী?
উত্তর: কালের কলস আল মাহমুদের একটি কাব্যগ্রন্থ ।
২২। ‘সোনালী কাবিন’ কাব্যের
রচয়িতা কে?
উত্তর: সোনালী কাবিন কাব্যের রচয়িতা কবি আল মাহমুদ ।
২৩। ‘সোনালী কাবিন’ কোন
শ্রেণীর রচনা?
উত্তর: সোনালী কাবিন একটি কাব্যগ্রন্থ ।
২৪। আল মাহমুদের যেকোনো
তিনটি কাব্যগ্রন্থের নাম লেখো।
উত্তর: আল মাহমুদ এর তিনটি কাব্যগ্রন্থের নাম হলো: সোনালী কাবিন, লোক লোকান্তর এবং পাখির কাছে ফুলের কাছে ।
২৫। বখতিয়ারের ঘোড়া কোন
শ্রেণির রচনা?
উত্তর: বখতিয়ারের ঘোড়া একটি কাব্যগ্রন্থ ।
২৬। কালের কলস’ কাব্যগ্রন্থটির
রচয়িতা কে?
উত্তর: কালের কলস কাব্যগ্রন্থটির রচয়িতা আল মাহমুদ ।
২৭। আল মাহমুদ এর প্রকাশিত
শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: আল মাহমুদ এর প্রকাশিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো ‘সোনালী কাবিন’ ।
২৮। আল মাহমুদ এর প্রধান প্রধান কয়েকটি কাব্যগ্রন্থের
নাম লেখো।
উত্তর: আল মাহমুদ এর প্রধান প্রধান কয়েকটি কাব্যগ্রন্থের নাম হলো: লোক লোকান্তর (১৯৬৬), অদৃষ্টবাদীদের রান্নাবান্না (১৯৮০), বখতিয়ারের ঘোড়া (১৯৮৪), দোয়েল ও দয়িতা (১৯৯৭) ইত্যাদি।
২৯। ‘বখতিয়ারের ঘোড়া’
কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: বখতিয়ারের ঘোড়া কাব্যগ্রন্থটির রচয়িতা আল মাহমুদ ।
৩০। আল মাহমুদের প্রধান
প্রধান গল্পগ্রন্থের নাম লেখো।
উত্তর: আল মাহমুদের প্রধান প্রধান কয়েকটি গল্পগ্রন্থের নাম হলো: পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধবণিক ইত্যাদি।
৩১। ‘ডাহুকী’ উপন্যাসের
লেখক কে?
উত্তর: ডাহুকী উপন্যাসের লেখক আল মাহমুদ ।
৩২। ‘আগুনের মেয়ে’ কী
জাতীয় গ্রন্থ?
উত্তর: আগুনের মেয়ে একটি উপন্যাস ।
৩৩। আগুনের মেয়ে উপন্যাসের
রচয়িতা কে?
উত্তর: আগুনের মেয়ে উপন্যাসের রচয়িতা আল মাহমুদ ।
৩৪। ‘উপমহাদেশ’ উপন্যাস
এর লেখক কে?
উত্তর: উপমহাদেশ উপন্যাসের লেখক আল মাহমুদ ।
৩৫। আল মাহমুদ রচতি ‘উপমহাদেশ’
কী জাতীয় গ্রন্থ?
উত্তর: আল মাহমুদ রচিত উপমহাদেশ একটি উপন্যাস ।
৩৬। ‘পানকৌড়ির রক্ত’ কী
জাতীয় গ্রন্থ?
উত্তর: পানকৌড়ির রক্ত একটি গল্পগ্রন্থ ।
৩৭। ‘পানকৌড়ির রক্ত’ গল্পগ্রন্থটির
রচয়িতা কে?
উত্তর: পানকৌড়ির রক্ত গল্পগ্রন্থটির রচয়িতা আল মাহমুদ ।
৩৮। ‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থটি
প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৭৩ সালে ।
৩৯। স্বাধীনতা-উত্তরকালে
আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: স্বাধীনতা-উত্তরকালে আল মাহমুদ ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকার সম্পাদক ছিলেন।
৪০। ‘নোলক’ কবিতাটির রচয়িতা
কে?
উত্তর: নোলক কবিতাটির রচয়িতা আল মাহমুদ ।
৪১। ‘মায়াবী পর্দা দুলে
ওঠো’ কার লেখা?
উত্তর: মায়াবী পর্দা দুলে ওঠো কাব্যগ্রন্থটি আল মাহমুদের লেখা।
৪২। ‘আরব্য রজনীর রাজহাঁস’
কী জাতীয় গ্রন্থ?
উত্তর: আরব্য রজনীর রাজহাঁস একটি কাব্যগ্রন্থ ।
৪৩। ‘আরব্য রজনীর রাজহাঁস’
কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘আরব্য রজনীর রাজহাঁস’ কাব্যগ্রন্থটির রচয়িতা আল মাহমুদ ।
৪৪। ‘কাবিলের বোন’ কী
জাতীয় গ্রন্থ?
উত্তর: কাবিলের বোন একটি উপন্যাস ।
৪৫। ‘কাবিলের বোন’ উপন্যাসের
রচয়িতা কে?
উত্তর: ‘কাবিলের বোন’ উপন্যাসের রচয়িতা আল মাহমুদ ।
৪৬। ‘মায়াবী পর্দা দুলে
ওঠো’ কী জাতীয় গ্রন্থ?
উত্তর: ‘মায়াবী পর্দা দুলে ওঠো’ একটি কাব্যগ্রন্থ ।
৪৭। আল মাহমুদ রচিত ‘দিনযাপন’
একটি কী?
উত্তর: আল মাহমুদ রচিত ‘দিনযাপন’ একটি প্রবন্ধ ।
৪৮। আল মাহমুদ রচিত ‘কবিতার
বহুদূর’ একটি কী?
উত্তর: আল মাহমুদ রচিত ‘কবিতার বহুদূর’ একটি প্রবন্ধ ।
৪৯। ‘দিনযাপন’ প্রবন্ধের
রচয়িতা কে?
উত্তর: ‘দিনযাপন’ প্রবন্ধের রচয়িতা আল মাহমুদ ।
৫০। কবি আল মাহমুদ রচিত
‘কবির আত্মবিশ্বাস’ একটি কী?
উত্তর: কবি আল মাহমুদ রচিত ‘কবির আত্মবিশ্বাস’ একটি প্রবন্ধ ।
৫১। আল মাহমুদ বাংলা একাডেমি
পুরস্কার পান কত সালে?
উত্তর: আল মাহমুদ বাংলা একাডেমি পুরস্কার পান ১৯৬৮ সালে ।
৫২। আল মাহমুদ একুশে
পদক পান কত সালে?
উত্তর: আল মাহমুদ একুশে পদক পান ১৯৮৭ সালে ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল কবি আল মাহমুদ রচিত সোনালী
কাবিনঃ ৫ কবিতা মূল বক্তব্য এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আশাকরি পোস্টটি তোমাদের
উপকারে আসবে। পরবর্তীতে রিভাইজ করার জন্য পোস্টটি নিচের শেয়ার অপশন থেকে তোমার সোশাল
মিডিয়া টাইমলাইনে শেয়ার করে রাখো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি।